কোনোরকম পার্থিব সম্পদের লোভে নয়। স্রেফ খানিক ভাল সময় কাটাতে চান বলেই একটি বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়েছিলেন এই ব্যক্তি। এহেন অদ্ভুত অপরাধের নজির দেখে কার্যত হতবাক পুলিশকর্মীরাও। আসুন, শুনে নেওয়া যাক।
অন্যের বাড়িতে অনুপ্রবেশ করে সেখান থেকে জিনিসপত্র চুরি করার মতো অপরাধ একেবারেই নতুন নয়। কিন্তু সেক্ষেত্রে চুরি যায় টাকাপয়সা, গয়নাগাঁটি কি দামি দামি জিনিসপত্র। এখানে সেসব কিছুই হয়নি। হ্যাঁ, চোর বাড়ি ভেঙে ঢুকেছিল বটে। তারপর বাথটবে আরাম করে স্নান, শোয়ার ঘরে গিয়ে আরামে ঘুমিয়ে পড়া, আর এক কাপ ভাল কফি বানানো, এর বেশি কিছুই সে করেনি। কোনোরকম দামি জিনিসপত্রের দিকে নজরও দেয়নি সে। বস্তুত, কোনও জিনিস চুরি করার উদ্দেশ্য নিয়ে নয়, বরং খানিক ভাল সময় চুরি করতেই এভাবে অন্যের বাড়িতে অনুপ্রবেশ করে বসেছে ওই ‘চোর’, এমনটাই মনে করছেন সকলে। আর এই আশ্চর্য চুরির কথাই সোশ্যাল মিডিয়ার সূত্রে ভাগ করে নিয়েছে এসক্যাম্বিয়া কাউন্টি শেরিফের অফিস।
আরও শুনুন: ব্যাঙ্ক ডাকাতি করতে এলেন ক্যাবে চড়ে, চালককে নির্দেশ দিলেন অপেক্ষা করার
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
প্রশাসনিক আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সে অঞ্চলে এক আশ্চর্য অপরাধ ঘটিয়েছে ২৯ বছরের এক যুবক। তার নাম জ্যাকারি সেথ মার্ডক। ওই এলাকার এক বাসিন্দার অভিযোগের সূত্রেই তাকে আটক করা হয়েছে। অভিযোগকারিণী জানিয়েছিলেন, গাঢ় রঙের শার্ট, প্যান্ট এবং টুপি পরা এক পুরুষ তাঁর বাড়ির কাচের স্লাইডিং দরজাটি খোলার চেষ্টা করেছিল। দরজার হাতল ধরেও টানাটানি করে সে। মহিলার অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। কিন্তু মাঝের এই সময়টুকুর মধ্যে সে খিড়কি দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল। তবে তা হলেও সে কোনও কিছু চুরি করেনি। ছুটিতে ভাড়া দেওয়ার জন্য বাড়িটির একটি অংশ ছিল, যা সেই সময় অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই অংশেই অনুপ্রবেশ করে ওই যুবক। তারপর বাথটবে আরাম করে স্নান সারার পর সে শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ে। রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক কাপ কফি বানালেও, পুলিশের আবির্ভাবে তা শেষ করে উঠতে পারেনি ওই যুবক। তবে রান্নাঘরের ডাস্টবিনটি সে নিজের বাস টিকিটের অংশ সহ অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিয়ে গিয়েছে।
আরও শুনুন: মৃত প্রিয়জনকে আইনি বিয়ের সম্মতি মেলে এই দেশে, কী নাম এই প্রথার?
তবে যাই করুক না কেন, ওই যুবক যে ঠিক মার্কামারা অপরাধী নয়, সে কথা মেনে নিয়েছে পুলিশ প্রশাসনও। আর সোশ্যাল মিডিয়াতে এই আশ্চর্য অপরাধের কথা জানার পর রীতিমতো ঠাট্টা তামাশা জুড়েছেন নেটিজেনেরা।