চারিদিকে রাজকীয় আয়োজন। অন্যান্য বিয়েবাড়ির মতোই, রয়েছেন নিমন্ত্রিত অথিতিরা। এতটুকু বোঝার উপায় নেই, যাদের বিয়ে, তাদের সমাজে বিয়ের অস্তিত্বই নেই। কী ভাবছেন, এমনটা আবার হয় নাকি? আসলে, রাজকীয়ভাবে যে বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে পাত্র-পাত্রী দুটি কুকুর! আসুন শুনে নিই।
বিয়েবাড়িতে বর এল বাচ্চাদের গাড়ি চড়ে। আর বউকে তো রীতিমতো কোলে করে নিয়ে আসা হল বিয়ের মণ্ডপে। অথচ তাদের ঘিরে সবার কী উচ্ছ্বাস! নাচ-গান হইহুল্লোড় সব চলল জোরকদমে। ভাবছেন তো, এ আবার কেমন বিয়েবাড়ি? শুনতে অবাক লাগলেও সত্যি। দুই পোষ্য কুকুরের বিয়েতে এমনই রাজকীয় আয়োজন করা হয়েছে। যা দেখার পর চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
আরও শুনুন: ঘাতক অস্ত্রেই অহিংসার বার্তা, অপরাধের প্রতিবাদে এক লক্ষ ছুরি দিয়েই তৈরি ‘নাইফ অ্যাঞ্জেল’
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই বিয়ের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি চড়ে বিয়েবাড়িতে ঢুকছে একটি সাদা রঙের কুকুর। তার মাথায় পাগড়ি, গায়ে লাল পোশাক। তাকে ঘিরে ঢোল বাজিয়ে নাচছেন উপস্থিত সকলেই। বলা বাহুল্য এই কুকুরই হলেন বরমশাই। তাই তাকে ঘিরে সবার এত উচ্ছ্বাস। তারপরই দেখা যাবে পাত্রীকে। সে আবার এক মহিলার কোলে চেপেই বিয়ের মণ্ডপে আসছে। মাথায় লাল ওড়না সহ তার সাজও একেবারেই নববধূ মতোই। ভিডিওতে এরপর দেখা গিয়েছে রাজকীয়ভাবে সাজানো এক বিয়ের মণ্ডপ। অনেকেই জমকালো পোশাকে সেজে দাঁড়িয়ে আছেন সেখানে। অন্যান্য হিন্দু বিয়ের মতোই রয়েছেন এক পুরোহিত। এরপর শুরু হয় বিয়ের আসল অনুষ্ঠান। সকলের সামনে একে অন্যের গলায় মালা পরিয়ে দেয় দুই কুকুর। যদিও নিজে হাতে এমনটা করা তো তাদের পক্ষে সম্ভব নয়। তাই পাশে বসে দুজনের মালিক সাহায্য করেছেন মালাবদলে। সবশেষে ভূরিভোজ। সেখানেও আয়োজন নেহাতই কম ছিল না।
আরও শুনুন: ১৮ বছর পর্যন্ত নিরক্ষর, অদম্য মনের জোরে কেমব্রিজে অধ্যাপক হলেন ব্যক্তি
যদিও এখানেই শেষ নয়। বিয়ের পর নতুন বউকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়াতেও ছিল চমক। রীতিমতো পালকি করে নিয়ে যাওয়া হয় তাকে। আর এই সবকিছু করতে নাকি খরচ হয়েছে লক্ষাধিক টাকা। পোষ্যদের এমন অভিনব ভাবে বিয়ে দেওয়া দেখে মজা পেয়েছেন অনেকেই। তবে ভারতীয় সংস্কৃতিতে পশুপাখির বিয়ে দেওয়া কোনও নতুন ঘটনা নয়। অনেক সময় বৃষ্টি হওয়ার আশায় ব্যাঙের বিয়েও দেওয়া হয় গ্রামেগঞ্জে। কিন্তু এহেন কাণ্ড দেখে কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি। এই এলাহি আয়োজন দেখে অনেকেরই মনে হয়েছে এত টাকা নষ্ট করার কোনও মানে হয় না। সেই ইস্যুতে তাই দুই পোষ্যের পরিবারকে কটাক্ষও করেছেন নেটিজেনদের একাংশ।