চকোলেট থেকে শুরু করে তরমুজ। অতি সাধারণ এইসব খাবারেরও এমন কিছু প্রকারভেদ রয়েছে, যার দাম নাকি সাধারণের ধরাছোঁয়ার বাইরে। শুনতে অবাক লাগলেও এই খাবারগুলির দাম নাকি সোনা-রুপার থেকেও বেশি। কী কী রয়েছে পৃথিবীর সবথেকে দামি খাবারের তালিকায়? আসুন, শুনে নেওয়া যাক।
আইসক্রিম খেতে কে না ভালবাসে! কিন্তু তার দাম যদি হয় প্রায় ২১ লক্ষ টাকার কাছাকাছি, তবে কি আর খাওয়ার জো থাকে! তবে হ্যাঁ, খেতে পারুন বা নাই পারুন, দেখলেও কিন্তু মন ভরে যাবে। এই বিশেষ আইসক্রিমটি পরিবেশন করা হয় সোনার পাত্রে সাজিয়ে। তাতে আবার হিরের কারুকাজ। একেবারে রাজকীয় ব্যাপার যাকে বলে!
আরও শুনুন: মহিলাদের গোপনাঙ্গের ছবি দেখার শখ, স্ত্রীরোগ-বিশেষজ্ঞা সেজে প্রায় ১০০০ ছবি সংগ্রহ ব্যক্তির
আসলে, পৃথিবী জুড়ে এমন অনেক খাবারেরই হদিশ মেলে, আপাতদৃষ্টিতে যেগুলি বেশ চেনা। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য কোনও কোনও সময় তার দাম হয় আকাশছোঁয়া। আবার এমনও কিছু খাবার রয়েছে, যা গোটা পৃথিবীতেই বেশ দুর্লভ। ফলে খুদকুঁড়ো যা মেলে, তার নাগাল পেতে বিশাল মূল্য না চুকিয়ে উপায় থাকে না। আসুন, শুনে নেওয়া যাক এমনই কিছু ‘দামি’ খাবারের কথা।
ফ্রোজেন হাউট চকোলেট আইসক্রিম নামের ওই বিশেষ আইসক্রিমের কথা তো শুনলেনই। যার দাম মার্কিনি মুদ্রায় ২৫ হাজার ডলার। কারণ এই রেসিপিতে ব্যবহার করা হয় এক দুর্লভ চকোলেট। তার উপরে সোনা-হিরের পাত্রের দাম তো রয়েছেই। ২৪ ক্যারেট সোনার বাক্সে পরিবেশন করা হয় একরকম ক্যাভিয়ার তথা মাছের ডিমও। এই আলমাস ক্যাভিয়ার খেতে চাইলেও খরচ করতে হবে প্রায় ২৫ হাজার ডলার। আবার এই ক্যাভিয়ারের দৌলতেই একটি পিজ্জার দাম প্রায় ৪২ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। রয়াল ০০৭ নামে স্কটল্যান্ডের এই পিজ্জা বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলির মধ্যে অন্যতম। হবে নাই বা কেন, মাত্র ১২ ইঞ্চির এই পিজ্জায় টপিং হিসেবে ব্যবহার করা হয় ওই বিশেষ ক্যাভিয়ারটি। একইসঙ্গে দামি মদ কনিয়াক আর বিভিন্ন দুর্লভ মশলার মিশ্রণ থাকে এই খাবারে।
কেবল রান্না করা খাবারদাবারই নয়, ফল-সবজির মতো নিছক প্রাকৃতিক উপাদানের দামও কিন্তু কম নয়। এই ধরুন, গরমকাল পড়লেই যে লাল টুকটুকে তরমুজের জন্য মন লালায়িত হয়ে ওঠে, জাপানে গেলে সেই তরমুজকেই হয়তো গালে দেওয়ার বদলে নাগালের বাইরেই রাখতে হবে। কারণ সারা বিশ্বের মধ্যে কেবলমাত্র জাপানেই পাওয়া যায় ডেনসাক ব্ল্যাক ওয়াটারমেলন নামের এক বিশেষ ধরনের তরমুজ, যার একটির দাম ছহাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় লাখ পাঁচেক টাকা। একইরকম দাম ইতালির আলবা ট্রাফলের, যা আসলে এক ধরনের ছত্রাক মাত্র। কিন্তু ট্রাফলের অন্যান্য প্রজাতিগুলির মধ্যে আলবা ট্রাফল সবথেকে সেরা। তাই এর দামও অন্যান্য যে-কোনো ফলের থেকে বেশি। বর্তমানে এক কিলো আলবা ট্রাফলের মূল্য নাকি প্রায় ৫ লক্ষ টাকা।
আরও শুনুন: বিরাট-স্মৃতিদের বেতনের বৈষম্য ঘুচল, শাহরুখ-দীপিকাদের বৈষম্য দূর হবে কবে?
এই তালিকা এখানেই শেষ হওয়ার নয়। এর কোনও কিছুই চেখে দেখা যাবে না হয়তো, তবে চোখে দেখতে আপত্তি কোথায়!