প্রেম ভেঙেছে? সেই সময়েই আশ্রয় হতে পারেন এক্স গার্লফ্রেন্ড, থুড়ি, প্রাক্তন প্রেমিকা। বিচ্ছেদের দুঃখ ভাগ করা যেতে পারে, সঙ্গে মিলবে খাবারও। ব্যাপারটা ঠিক কী? শুনেই নেওয়া যাক।
অদ্ভুত নামে দোকানের নাম রাখার অভ্যাস নতুন কিছু নয়। আসলে বাজার ধরার তাগিদেই বেশি করে নজর টানার চেষ্টা করেন ব্যবসায়ীরা। আর সেই নজর টানার একটা বড় হাতিয়ার হল নামকরণ। কিন্তু সেই অদ্ভুত নামের ভিড়েও আলাদা করে নজর টেনেছে এই দোকানটির নাম। প্রেমিকার নামে দোকানের নাম দেওয়া যেতে পারে, কিন্তু দোকানের নামই প্রাক্তন প্রেমিকা, থুড়ি, এক্স গার্লফ্রেন্ড? আজ্ঞে হ্যাঁ, দোকানের নাম ‘এক্স গার্লফ্রেন্ড বাঙ্গারপেট চাটস’। এমন অদ্ভুত নামের দোকানটির ছবি ছড়িয়ে পড়তেই তাজ্জব নেটিজেনরা।
আরও শুনুন: ঘনিষ্ঠ অবস্থায় মৃত্যু, যুগলের অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায় এই পাহাড়ি রাস্তায়
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ওই দোকানের ছবিটি ভাগ করে নেন এক ব্যক্তি। বেঙ্গালুরুর ওই চাটের দোকানটিতে মেলে সেখানকার জনপ্রিয় খাবার, বাঙ্গারপেট চাট। যা আসলে ফুচকা বা পানিপুরির মতোই। দোকানের সাইনবোর্ডে সেই খাবারের ছবি তো দেওয়া রয়েছেই, সঙ্গে জ্বলজ্বল করছে নাম। আর ‘চাট’-এর মিলিয়ে ‘চ্যাট’ করার ডাকও রয়েছে সেখানেই। লেখা হয়েছে, ব্রেকআপ নিয়ে কথা বলতে চান? চিন্তা নেই। অর্থাৎ কিনা, এখানে এসে খাবার খেতে খেতেই কথা বলা যাবে প্রেম ভাঙা নিয়েও, এমনই এক ইশারা রয়েছে দোকানের নামে।
আরও শুনুন: ২০০ বছর আগে রাতারাতি উধাও হয়ে যায় গ্রামবাসীরা! অভিশাপের জেরেই নাকি ভূতুড়ে এই গ্রাম
দোকানের ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই শোরগোল নেটিজেনদের মধ্যেও। কেউ কেউ বলছেন, প্রেমিকার সঙ্গে এই দোকানে কিছুতেই যাওয়া যাবে না। কেউ কেউ আবার দোকানের ছবি দেখে সেই ছবির ব্যক্তিকে নিয়েও হাসি ঠাট্টা জুড়েছেন। ওই ব্যক্তি নিজের প্রাক্তনের কথা ভাবছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। কারও আবার বক্তব্য, এখানকার চাট নিশ্চয়ই নোনতা হবে, এত ব্যর্থ প্রেমের চোখের জল ঝরে যখন! সব মিলিয়ে এই নামকরণে নজর কাড়ার কাজটি যে পুরোদমেই হয়েছে, তা অবশ্য বলাই যায়।