অনেকেই ভাবেন, দীর্ঘক্ষণ যৌনতায় মাতলেই তৃপ্তি পাবেন মহিলারা। কিন্তু দীর্ঘ যৌনতার পরেও চূড়ান্ত তৃপ্তি অধরা থেকে যায় অনেক মহিলার কাছেই। কিন্তু কেন? কোন মহিলারাই বা সেই চরম সুখের হদিশ পান? শুনে নেওয়া যাক।
যৌনতায় চূড়ান্ত তৃপ্তি অনেক মহিলার কাছেই যেন অধরা মাধুরী। সঙ্গী পুরুষটি যৌনতায় মেতে ওঠেন বটে, তবে ঠিক কী-সে যে সঙ্গিনী তৃপ্তি পাবে, সে বিষটি তাঁদের আয়ত্তের বাইরে। ফলে অনেক মহিলাই যৌনতায় পুরোপুরি তৃপ্তি পান না। সম্প্রতি এক সমীক্ষা জানাল, প্রতি পাঁচজনের মধ্যে এমন একজন মহিলার সন্ধান মেলে, যিনি কোনও দিনই অর্গাজমে পৌঁছতে পারেননি। হ্যাঁ, যৌনতায় মেতেছেন বটে। হয়তো উপভোগও করেছেন সেই মুহূর্ত। কিন্তু চূড়ান্ত সুখ ঠিক কেমন হয়, সেই অভিজ্ঞতা তাঁর অজানাই থেকে গিয়েছে। এইভাবে বহু মহিলাই অর্গ্যাজম না পেয়ে দিনের পর দিন কাটিয়ে দেন। তাঁদের কাছে যৌনতা ব্যাপারটাই তাই দিনে দিনে পানসে হয়ে ওঠে। হস্তমৈথুনের মাধ্যমে তৃপ্তি মেলে ঠিকই, তবে পুরুষসঙ্গীর বিহনে সেই তৃপ্তি যেন খানিক খাপছাড়াই থেকে যায়।
আরও শুনুন: পছন্দের পর্ন অভিনেত্রীর সঙ্গে যখন খুশি যৌনতার সুযোগ, আর কী ম্যাজিক দেখাবে এআই!
তাহলে অর্গাজমে পৌঁছনোর উপায় কী? কোন মহিলারা সেই চূড়ান্ত সুখের সন্ধান পান? সম্প্রতি সে কথাই ফাঁস করেছেন এক বিশেষজ্ঞ। তাঁর ৩১ বছরের চিকিৎসকজীবনে অন্তত ৫০ হাজার রোগিণীর সংস্পর্শে এসেছেন তিনি। আর সেই ভিত্তিতেই তাঁর বক্তব্য, কোনও মহিলার অর্গাজম অনুভব করতে না পারার জন্য কেবল তাঁর পুরুষ সঙ্গীকে দায়ী করা চলে না।
আরও শুনুন: তুমুল জনপ্রিয়, তবে একটি শর্তেই ক্যামেরার সামনে সঙ্গমে রাজি হন এই পর্ন অভিনেত্রী
এমনিতে অনেকেরই মত, নারী যৌনতা সম্পর্কে বহু পুরুষেরই ধারণা স্বচ্ছ নয়। ক্লিটোরিস আর পুরুষাঙ্গের স্পর্শে যৌনতায় যে বিদ্যুৎ খেলে যায় তা অনেক পুরুষ জানেন না। অথবা বুঝে উঠতে পারেন না। বিশেষজ্ঞ জেসিকা গার্নার যেমন স্পষ্টই জানিয়েছিলেন, যৌনতা হল যৌন অঙ্গটিকে ঠিকঠাক ভাবে উদ্দীপ্ত করে তোলা। তা যেমন নিজে নিজে করা সম্ভব, তেমন সঙ্গীর দ্বারাও সম্ভব। তবে সঙ্গী যদি সেই কৌশল না জানে তাহলে কিছুতেই মহিলার পক্ষে অর্গ্যাজমে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু নয়া গবেষণা বলছে, কেবল সঙ্গীই নন, এ বিষয়ে মহিলার নিজেরও কিছু ভূমিকা থাকতে পারে। অত্যধিক চাপ, উদ্বেগ, অতীতের কোনও ট্রমা, এমনকি সামাজিক প্রত্যাশা- এমন নানারকম কারণ থাকতে পারে, যা কাউকে যৌনতার সময়েও তাড়িত করতে পারে। সেক্ষেত্রে কিছুতেই যৌন অভিজ্ঞতাকে সম্পূর্ণভাবে উপভোগ করা সম্ভব হয় না। আসলে তো যৌনতা যতখানি শারীরিক, ততখানি মানসিকও বটে। তাই মনের বা আবেগের বাধা যৌন সুখে পৌঁছতে বাধা দেয়, এমনটাই সাফ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ যৌনতার সেই চূড়ান্ত তৃপ্তি বিন্দুতে পৌঁছতে গেলে তার কৌশল জানতে হবে, এ কথা সত্যি। কিন্তু এ কথাও মনে না রেখে উপায় নেই যে, অন্য সব উদ্বেগ ভুলে নিজেকে ওই মুহূর্তে সম্পূর্ণ ভাসিয়ে দিলে তবেই সেই কাঙ্ক্ষিত তৃপ্তি মেলা সম্ভব।