কাজ শেষ করতে অফিসেই সারারাত পড়ে রইলেন এক কর্মী। ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়লেন সেখানেই। অফিসের মেঝেতে তাঁর ঘুমন্ত ছবি ভাইরালও হল নেটদুনিয়ায়। অথচ এই পরিশ্রম কোনও কাজেই লাগল না। অন্যান্য কর্মীদের মতো তাঁকেও কাজ থেকে ছাঁটাই করল এলন মাস্কের ট্যুইটার।
কাজের চাপ ভয়ানক। তাই কাজ শেষে অফিসেই ঘুমিয়ে পড়তেন মহিলা। কাজের প্রতি নিষ্ঠা আর দায়িত্ববোধ ছিল চূড়ান্ত। অথচ এই পরিশ্রমের যোগ্য সম্মান দিল না তাঁর সংস্থা। অন্যান্য কর্মীদের সঙ্গে তাঁকেও ছাঁটাই করল টুইটার।
আরও শুনুন: মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করাই লক্ষ্য, শতাধিক ছাত্রীকে বিষপ্রয়োগের অভিযোগ ইরানে
এবার টুইটারের নাম বললেই মাথায় আসে এলন মাস্কের কথা। বিখ্যাত এই ধনকুবের বর্তমানে সকলের কাছেই পরিচিত। বিভিন্ন কারণে একাধিকবার খবরের শিরোনাম দখল করেছেন তিনি। যার অধিকাংশই তাঁর অদ্ভুত আচরণের জের। কিন্তু সেই অদ্ভুত আচরণের জেরেই যে কত জন কার্যত চাকরিহারা হয়েছেন সে খবর রাখেন?
সমীক্ষা বলছে, বিগত কয়েকমাসে টুইটারের অধিকাংশ পুরনো কর্মীকেই ছাঁটাই করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন একাধিক ভারতীয়ও। তাঁর মূল লক্ষ্য টুইটারকে নতুন রূপে সকলের সামনে আনা। ইতিমধ্যেই পুরনো ব্যবস্থায় বেশ কিছু বদল আনতে শুরুও করেছেন তিনি। আর সেই বদলের জন্যই সংস্থার কর্মীদের দিনরাত এক করে কাজ করার নির্দেশ দিয়েছিলেন এলন। বলা ভালো, এভাবে অতিরিক্ত পরিশ্রম করাই নাকি তাঁর কর্মসংস্কৃতির মূলমন্ত্র। সেই নির্দেশ না মানলেই ছাঁটাই। তাই চাকরি হারানোর ভয়ে, দিনরাত এক করে পরিশ্রম করতেন সকলেই। যাঁদের মধ্যে অন্যতম এস্থার নামে এক মহিলা কর্মী। অতিরিক্ত কাজের চাপে বাড়ি ফেরার সময়টুকুও পেতেন না তিনি। বাধ্য হয়েই ঘুমিয়ে পড়তেন অফিসের মেঝেতে। কিছুদিন আগে তাঁর সেই ঘুমন্ত ছবি বেশ ভাইরালও হয়েছিল নেটদুনিয়ায়।
আরও শুনুন: সংস্কৃত থেকেই এসেছে ‘আল্লাহ্’ শব্দটি, দাবি বেনারসের শঙ্করাচার্যের
কিন্তু এতকিছু করে কী লাভ হল?
সম্প্রতি এস্থারকেও ছাঁটাই করেছেন এলন। একইসঙ্গে ছাঁটাই হয়েছেন তাঁর টিমের আরও ৫০ জন সদস্য। এসব দেখেও কোনও প্রতিবাদ করেননি টুইটারের অন্যান্য কর্মীরা। কারণ চাকরি হারানোর ভয় সকলেরই রয়েছে। তবে এই প্রথম নয়। এখনও পর্যন্ত মোট দু’হাজার কর্মীকে ছাঁটাই করেছেন এলন। সেই তালিকাতেই এবার যোগ হল এই নতুন ৫০ জনের নাম।