তাঁকে কাজপাগল বললে কম বলা হয়। টানা হাজির হয়েছেন অফিসে। প্রায় ২৭ বছর ধরে কাজের দিন নষ্ট করেননি একটিও। আর অফিসের প্রতি সেই ভালবাসার দরুনই দারুণ পুরস্কার পেতে চলেছেন এক কর্মী। কী সেই পুরস্কার? আসুন শুনে নেওয়া যাক।
কাজে ফাঁকি দেওয়া অনেকেরই না-পসন্দ। অফিসের প্রতি অনেকেই একনিষ্ঠ থাকেন। তবে সম্প্রতি এক কর্মীর কথা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, অফিসের প্রতি তিনি যে আনুগত্য দেখিয়েছেন, তার তুলনা সম্ভবত দ্বিতীয়টি নেই। প্রায় ২৭ বছর তিনি একটি সংস্থায় কর্মরত। কিন্তু একটা দিনও আলাদা করে ছুটি নেননি। অর্থাৎ কর্মদিবস নষ্ট করেননি টানা আড়াই দশক। এরকম বিরল কর্মীর দেখা মেলাই দুষ্কর। আর তাই কাজের স্বীকৃতি হিসাবে অবসরের সময় বিশেষ পুরস্কারও পাবেন তিনি।
আরও শুনুন: পুজো দিলেই সেরে যাবে ক্যানসার, টাইফয়েড… কোথায় আছে এমন মন্দির?
৫৪ বছর বয়সি এই ব্যক্তির নাম কেভিন ফোর্ড। ঠিক করা হয়েছে, অবসরের পর বিপুল অঙ্কের অর্থ পুরস্কার হিসাবে তাঁর হাতে তুলে দেওয়া হবে। সে অঙ্ক বেশ আকাশছোঁয়া। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটিরও বেশি টাকা তিনি পাবেন উপহার হিসাবে। এর প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। গত বছরই নিজের কাজের স্বীকৃতি পান ফোর্ড। সে সময় তিনি একটি ভিডিও পোস্ট করেন নেটদুনিয়ায়। সেখান থেকেই সারা দুনিয়া জানতে পারে অফিসের প্রতি তাঁর একনিষ্ঠতার কথা। ফোর্ড আনন্দ করে দেখাচ্ছিলেন, উপহার হিসাবে তিনি একটা গিফটব্যাগ পেয়েছেন। আর তার ভিতর আছে হরেক সামগ্রী। স্বভাবতই ভীষণ খুশি ছিলেন তিনি। সেই খুশির মাত্রা বাড়িয়ে দিতে একটি উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় ফান্ড সংগ্রহের ক্যাম্পেন। ঠিক করা হয়, যা অর্থ পাওয়া যাবে, তাই-ই তুলে দেওয়া হবে ফোর্ডের হাতে। আপাতত সে অঙ্ক গিয়ে ঠেকেছে রায় ৩ কোটিতে। এই ক্যাম্পেন শুরু করেছিলেন ফোর্ডেরই কন্যা। তিনি চান অবসররের পর নাতিদের সঙ্গে সময় কাটান ফোর্ড। ব্যক্তিগত জীবন যেমন ভাবেই কাটান না কেন, গোটা দুনিয়ার কাছেই একটা উদাহরণ হয়ে রইলেন ফোর্ড। সংস্থার প্রতি কতখানি ভালবাসা থাকলে যে এমন নিরন্তর কাজ করে যাওয়া যায়, তারই যেন নমুনা হয়ে থাকলেন ফোর্ড।