ইতিমধ্যেই AI দৌরাত্মে চাকরি হারিয়েছেন বহু। আগামীদিনেও চাকরির বাজারে ত্রাস হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনটা মনে করেন অনেকেই। তবে AI কি মানবতাকেও ধ্বংসের মুখে ঠেলে দেবে? খোদ ইলন মাস্ক বলছে, সেটাও অসম্ভব নয়! এ ব্যাপারে ঠিক কী দাবি ধনকুবেরের? আসুন শুনে নেওয়া যাক।
প্রেম থেকে শুরু করে কোডিং, AI সব পারে। দিন দিন উন্নত হচ্ছে এই প্রযুক্তি। তাতে আরও শক্তি বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। কিন্তু সেই শক্তিবৃদ্ধি কোনওভাবে মানবতার বিপদ ডেকে আনতে পারে কি? বিশেষজ্ঞরা বলছেন এমন সম্ভাবনাও রয়েছে। খোদ ইলন মাস্কও তাতে সায় দিয়েছেন।
বাজারে এসেছে বেশিদিন হয়নি। এর মধ্যেই অনেকের কাছে ত্রাস হয়ে উঠেছে AI। যারা এর দৌলতে চাকরি হারিয়েছেন তাঁদের তো বটেই, AI নিয়ে দুশ্চিন্তার কমতি নেই বিশেষজ্ঞ মহলেও। অনেকেই আশঙ্কা করছেন আগামীদিনে মানুষের করা এমন বহু কাজ প্রতিস্থাপন করে ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইতিমধ্যে এমনটা হতেও শুরু করেছে। তবে এর ভালো দিকও যে নেই, এমনটা বলা যায় না। তাই ব্যবসায়ী মহলের অনেকেই AI ব্যবহারের পক্ষে সওয়াল করতেন। বিশেষ করে ইলন মাস্কের মতো ধনকুবেররা AI-কে আরও উন্নত করার নানা চেষ্টা চালিয়ে গিয়েছেন। তৈরি করেছেন নতুন সংস্থাও। তবে সম্প্রতি এক আলোচনা সভায়, AI-র খারাপ দিক নিয়েও সরব হয়েছেন মাস্ক।
এমনিতে AI কীভাবে বিশ্বের চাকরি বাজারে প্রভাব ফেলবে এই নিয়ে আলোচনা হয়েই থাকে। এমনই এক সভায় মাস্কের দাবি, আগামীদিনে মানবতার বিপদ ডেকে আনতে পারে AI। যদিও সেই সম্ভাবনা মাত্র ১০-২০ শতাংশ বলেই দাবি মাস্কের। জনপ্রিয় এই ধনকুবের মনে করছেন, ২০৩০ সালের মধ্যেই মানুষের থেকেও বুদ্ধীমান হয়ে উঠতে পারে AI। সেক্ষেত্রে বিপদ আশঙ্কা রয়েছে বয়কী! তবে এই বিপদ এড়ানো যেতেই পারে, যদি এখন থেকে সবাই সচেতন হন। মাস্কের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে তা মানুষের থেকে স্মার্ট হলেও, আখেরে লাভ মানব জাতির। এর আগেও অনেকেই এই প্রসঙ্গে বলেছেন, AI ব্যবহার করে কাজের ধরণ আরও সহজ হবে। বাড়বে উৎপাদন ক্ষমতা। সময়ও বাঁচবে যথেষ্টই। কিন্তু এরই আড়ালে লুকিয়ে বিপদ। যারা তাল মিলিয়ে চলতে পারবেন না, তাঁদের কী হবে ভবিষ্যতে, সেই ভাবনা এড়াতে পারছেন না অনেকেই। আরও বহু মানুষ যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন তাতে সন্দেহ নেই। তাঁরা কোথায় যাবেন? সুতরাং যতই ভালো কাজে লাগুক, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীদিনে মানবতার বিপদ ডেকে আনতে পারে এ ব্যাপারে সন্দেহ রাখছেন না কেউই। সরাসরি ভয়ানক বিপদের কথা না বলেও, এবার এমনটাই জানিয়ে দিলেন খোদ ইলন মাস্ক।ধ