সন্তানের মুখ চেয়ে বাবা কী না করতে পারেন! তা বলে নিজের গোটা পরিচয়টাই পালটে ফেলা! হ্যাঁ, ঠিক এমনটাই করেছেন এই ব্যক্তি। আসুন, শুনে নেওয়া যাক তাঁর কথা।
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে গিয়েছে। কিন্তু সন্তানকে রাখতে চান নিজের কাছেই। এদিকে আইন মোতাবেক, শিশুসন্তানের কাস্টডি প্রাথমিকভাবে মায়েরই পাওয়ার কথা। ছোট বাচ্চার পরিচর্যার জন্য মাকে প্রয়োজন, এমন ভাবনা থেকেই এই ক্ষেত্রটিতে মাকে অগ্রাধিকার দেয় আদালত। কিন্তু কেবলমাত্র লিঙ্গপরিচয়ের জন্য এই আইনি লড়াইয়ে পিছিয়ে থাকতে নারাজ রেনে সালিনাস র্যামোস। তাই সন্তানের অভিভাবকত্ব পাওয়ার জন্য নিজের সেই পরিচয়টাই বদলে ফেলেছেন তিনি। আইনি পদ্ধতিতে ঘোষণা করেছেন, পুরুষ নন, তিনি মহিলা। অর্থাৎ সন্তানের বাবা নন, মায়ের ভূমিকা পালন করতে পারবেন তিনিও। ইকুয়েডরের ওই বাসিন্দার এহেন বেনজির কাণ্ড দেখে চমকে গিয়েছেন সকলেই।
আরও শুনুন: আরও সন্তান চাই! ৬০-তম সন্তানের বাবা হয়ে নতুন স্ত্রীর খোঁজে পাকিস্তানের ব্যক্তি
কোনও দম্পতি যদি বিচ্ছেদের পথে হাঁটেন, তবে প্রথমেই একটি প্রশ্ন উঠে আসে। এতদিনের যাপনে যা কিছু ছিল দুজনের যৌথ সম্পদ, তার কোন অংশ কার দখলে যাবে, এই নিয়ে শুরু হয় টানাপোড়েন। আর এই দড়ি টানাটানির সবচেয়ে বড় অংশ হয়ে ওঠে সন্তান। অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগাভাগি ছেড়ে দিলেও, সন্তানকে নিজের কাছে রাখতে মরিয়া হয়ে ওঠেন বাবা ও মা দুজনেই। আর তার জন্য ক্রমশ জোরালো হয় আইনি লড়াই। এক্ষেত্রেও ঘটেছিল ঠিক তেমনটাই। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন ৪৭ বছরের র্যামোস। কিন্তু মেয়েদের নিজের কাছেই রাখতে চান তিনি। তাঁর অভিযোগ, তাঁর প্রাক্তন স্ত্রীর কাছে মেয়েরা ভাল নেই। বরং ঝগড়াঝাঁটি, অশান্তি, কুকথার জেরে তারা মানসিকভাবে বিপর্যস্ত। আর তাই সেই পরিবেশ থেকে মেয়েদের উদ্ধার করতে চান ওই ব্যক্তি। তিনি যে তাদের মায়ের ভালবাসা দিতে পারবেন, সে কথা আইনের কাছে নিশ্চিত করার জন্যই নিজেকে আইনি উপায়ে মহিলা বলে ঘোষণা করেছেন র্যামোস।
আরও শুনুন: ‘আমার ক্যানসারের কথা মা-বাবাকে বলবেন না’, চিকিৎসককে অনুরোধ ৬ বছরের খুদের
যদিও এই ঘটনায় বেজায় চটেছে সে দেশের ট্রান্সজেন্ডার সংগঠনগুলি। নিজের উদ্দেশ্য পূরণের জন্য এভাবে লিঙ্গ পরিবর্তন করে ওই ব্যক্তি রূপান্তরকামীদের পথচলাকে কোথাও লঘু করে দিলেন, এমনটাই মত তাঁদের। কিন্তু র্যামোসের মত অন্যরকম। কাউকে অপমান করার জন্য নয়, শুধুমাত্র মানবিক কারণেই এই পদক্ষেপ করেছেন তিনি, সাফ জানিয়েছেন ওই ব্যক্তি।