বন্ধু তো বলে তাকেই, যে কখনোই পাশ থেকে সরে যায় না। সে কথাই যেন নতুন করে প্রমাণ করে দিল এই পোষ্যটি। ভয়াবহ ঠান্ডার মধ্যে বিপন্ন অবস্থাতেই মালিকের মৃতদেহ আগলে রেখেছিল সে। শুনে নেওয়া যাক এই অসম বন্ধুত্বের কাহিনি।
‘হাচিকো’ নামের সিনেমাটি এক কুকুরের গল্প বলেছিল। যেখানে দেখা গিয়েছিল, মালিকের মৃত্যু হলেও রোজ তাঁর জন্যে অপেক্ষা করে থাকে তাঁর পোষ্য কুকুরটি। এবার যেন হাচিকোর মতোই ঘটনা ঘটাল এই কুকুরটিও। পাহাড়ের উপরে ১০ সপ্তাহ ধরে প্রভুর মৃতদেহ আগলে বসে রইল সে। ঠান্ডায়, অনাহারে, একলা কুকুরটি নিজেও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। তারপরেও সে প্রভুর পাশ ছাড়েনি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হতবাক নেটিজেনরা।
আরও শুনুন: মালকিনের চাই কিডনি, গন্ধ শুঁকে ২২ লক্ষের মধ্যে ১ জনকে খুঁজে আনল পোষ্য কুকুর
বলা হয়, মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কুকুর। নিজেকে বিপন্ন করেও সেই বিশ্বস্ততার প্রমাণ রাখল এই পোষ্যটি। পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে মারা যান কুকুরটির মালিক। কিন্তু তারপরেও তাঁকে ছেড়ে আসেনি প্রিয় পোষ্যটি। উলটে পাহাড়ের কোলে কনকনে ঠান্ডার মধ্যেই তাঁর দেহ আগলে বসে ছিল সে। আর সেইভাবেই ১০ সপ্তাহ কেটে গিয়েছে। জানা গিয়েছে, কিছুদিন আগে পোষ্য কুকুর রাসেলকে নিয়ে কলোরাডোর সান জুয়ান পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন ৭১ বছর বয়সি রিচ ম্যুর। কিন্তু আর ঘরে ফিরে আসা হয়নি তাঁর। পাহাড়ের কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। কিন্তু সে কথা কারও পক্ষে জানা সম্ভব ছিল না। তবে দু-সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও যখন ওই বৃদ্ধ বাড়ি ফিরে আসেননি, তখন খোঁজ শুরু করেন পরিজনেরা। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধারকারীরা ওই পাহাড়ের নিচে গিয়ে বৃদ্ধের গাড়িটি খুঁজে পান। তাতেই আন্দাজ করা যায় যে ট্রেকিংয়ের পথে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যেতে পারে। সেইমতো পাহাড়ে উঠতে উঠতে মানুষ ও কুকুরের পায়ের ছাপও খুঁজে পাওয়া যায়। আর সেই ছাপের সূত্র ধরেই খোঁজ মেলে রাসেল এবং ম্যুরের।
আরও শুনুন: চুরি করে পাকড়াও কুকুর, গালাগালি দিয়ে বন্দি টিয়া! অদ্ভুত ঘটনায় গ্রেপ্তার পশুপাখিরাও
উদ্ধারকারীরা জানিয়েছেন, ম্যুরের মৃতদেহে বরফ জমে গিয়েছিল। আর সেই দেহের পাশেই বসে ছিল কুকুরটি। বোঝাই যাচ্ছিল সে যথেষ্ট ভীতসন্ত্রস্ত। সত্যি বলতে ওইরকম কনকনে ঠান্ডায় অনাহারে থাকলে কোনও মানুষের মৃত্যু হওয়ার কথা। ফলে কুকুরটির অবস্থাও বিশেষ ভালো ছিল না। তারপরেও বৃদ্ধের দেহ ছেড়ে সে কোথাও নড়েনি পর্যন্ত। আর তার প্রভুভক্তির এই কাহিনি জানতে পেরে আবেগে ভেসেছেন নেটিজেনরাও।