এক বৃদ্ধার পেটে অস্ত্রোপচার চালিয়ে বের করা হল মোট ৫৫টি ব্যাটারি। যা দেখে স্তম্ভিত চিকিৎসকেরাই। কীভাবে ঘটল এমন কাণ্ড? আসুন, শুনে নেওয়া যাক।
পেটের মধ্যে অস্ত্রোপচার চালিয়ে খাদ্যের অংশ পাওয়া যাবে এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বৃদ্ধার পেটে পাওয়া গেল এমন কিছু জিনিস যাকে কোনও মতেই খাদ্য বলা চলে না। কিন্তু ঘটনাচক্রে সেগুলিই খেয়ে ফেলেছিলেন তিনি। একটি নয়, দুটি নয়, তাঁর পেট থেকে গুনে গুনে ৫৫টি ব্যাটারি বের করেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, ৬৬ বছর বয়সি ওই বৃদ্ধার পেট থেকে পাওয়া ব্যাটারিগুলি সবই ‘ডবল এ’ এবং ‘ট্রিপল এ’ আকারের। আর তাই দেখে আক্ষরিক অর্থেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। অতগুলি ব্যাটারি পেটের মধ্যে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত ওই বৃদ্ধার, এমনকি প্রাণের আশঙ্কাও ছিল, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
আরও শুনুন: হিন্দু রীতিতে পরালেন সিঁদুর, বেনারসের মন্দিরে বিয়ে সারলেন মুসলিম যুগল
কিন্তু কীভাবে অতগুলি ব্যাটারি এসেছিল তাঁর পেটে? সে কথার উত্তরে ভয়াবহ এক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, আয়ারল্যান্ডের ডাবলিনের বাসিন্দা ওই বৃদ্ধা বিষণ্ণতার জেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর সে কারণেই একের পর এক ব্যাটারি খেয়েছিলেন তিনি। কিন্তু মোট কতগুলি ব্যাটারি তিনি খেয়েছিলেন, তার কোনও হিসেব দিতে পারেননি তিনি। এদিকে অসুস্থ অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছিল ডাবলিনের সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি হাসপাতালে। সেই সময় মহিলার পেটে এক্সরে করে দেখা যায়, সেখানে অনেকগুলি ব্যাটারি রয়েছে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকে আটকে ছিল ব্যাটারিচিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করেছিলেন যে, মহিলা মলত্যাগ করলে ব্যাটারিগুলি বেরিয়ে আসবে। তবে হাসপাতালে ভরতি হওয়ার এক সপ্তাহ পরেও সেইভাবে মাত্র পাঁচটি ব্যাটারি বের হয়। এদিকে ব্যাটারির ওজনের কারণে মহিলার নিম্নভাগের হাড়ে চাপ পড়ছিল। তাছাড়া দেহরসে আটকে থাকা ব্যাটারিতে বৈদ্যুতিক প্রবাহ শুরু হতে পারে, যা খাদ্যনালিকে পুড়িয়ে ফেলতে পারে, এমন আশঙ্কাও করছিলেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে অস্ত্রোপচার করতে বাধ্য হন তাঁরা। আর সেভাবেই বের করা হয় বাকি ৫৫টি ব্যাটারি। সম্প্রতি আইরিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এই ঘটনার রিপোর্ট থেকে জানা গিয়েছে, আপাতত সুস্থতার দিকেই এগিয়ে চলেছেন বৃদ্ধা।