রাম মন্দিরের উদ্বোধনে সাজো সাজো রব গোটা দেশে। স্রেফ দেশ নয়, উৎসবের আমেজ ছড়িয়েছে বিদেশেও। রাম মন্দির উদ্বোধনের আগেই মার্কিন মুলুকে ফুটে উঠল রামনাম। তবে তা কোনও জায়ান্ট স্ক্রিনে নয়, সার দিয়ে দাঁড়িয়ে থাকা টেসলা গাড়ির সজ্জায়। ঠিক কী হয়েছে? আসুন শুনে নিই।
অযোধ্যার মন্দিরে প্রতিষ্ঠা হবেন রামলালা। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশ-বিদেশের রাম ভক্তরা। এদেশের ভক্তরা নাহয় চাইলেই অযোধ্যায় হাজির হতে পারেন, কিন্তু যারা দেশের বাইরে থাকেন? চাইলেই তো আর রাম মন্দিরে পৌঁছাতে পারবেন না তাঁরা। কিন্তু তাতে কি! উৎসবের আমেজ থেকে নিজেদের আলাদা করা যাবে না কোনওভাবেই। তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছেন দেশের বাইরে থাকা রামভক্তরা।
আরও শুনুন: ৭৪ শতাংশ মুসলিমই রাম মন্দিরের পক্ষে, সমীক্ষার ফল দেখিয়ে দাবি রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের
কিছুদিন আগে, জানা গিয়েছিল মন্দির উদ্বোধনে আমেরিকায় বিরাট এক বাইক র্যালি হবে। তাতে অংশ নেবেন হাজার হাজার রামভক্ত। একইসঙ্গে সে দেশের হিন্দুরা মিলে বিশেষ রাম ভজনের ব্যবস্থা করেছেন বলেও জানা গিয়েছিল। রাম মন্দির প্রতিষ্ঠার দিনে মরিশাস সরকার ছুটির ঘোষণাও করেছে। আসলে রাম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠার লাইভ সম্প্রচার করা হবে গোটা বিশ্বে। যাতে অন্য কোনও জায়গা থেকেও ভক্তরা তা দেখতে পারেন। এই প্রেক্ষিতেই মরিশাসের মন্ত্রিসভার সিদ্ধান্ত, সে দেশের হিন্দুরাও যাতে ওই সময়ে প্রার্থনার শরিক হতে পারেন, তাই দু-ঘণ্টার জন্য ছুটি বরাদ্দ করা হবে সরকারি প্রতিষ্ঠানগুলিতে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে মোট ৪০টি বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে থাকছে রাম ও রাম মন্দিরের ছবি। শুধু তাই নয়, রাম মন্দিরের উদ্বোধনের আগে উদযাপনও শুরু হয়ে গিয়েছে সে দেশে। রামের নামে বিশেষ এক লাইট শো-এর ব্যবস্থা করে সে দেশের হিন্দু পরিষদ। তবে তা সাধারণ লাইট শো-এর মতো একেবারেই নয়। গোটা অনুষ্ঠানটাই হয়েছে সার দিয়ে দাঁড়িয়ে থাকা টেসলা গাড়ির মাধ্যমে।
আরও শুনুন: রাম মন্দির উদ্বোধনে লঙ্ঘিত হচ্ছে সনাতন ধর্ম, শঙ্করাচার্যের যুক্তিই ঢাল কংগ্রেসের
এমনিতে এই বিশেষ গাড়ির দাম আকাশছোঁয়া। ভারতীয় মূল্যে কোটি টাকা ছাপিয়ে যায়। সেই টেসলা গাড়ির সজ্জাতেই রামনাম ফুটে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। জানা গিয়েছে, মোট ১৫০ টি টেসলা গাড়ি সার দিয়ে সাজিয়ে এই লাইট শো করা হয়েছিল। আসলে গাড়িগুলো এমনভাবেই সাজানো হয়েছিল যা দূর থেকে দেখলে ‘রাম’ শব্দটি ফুটে উঠবে। আলোর খেলা দিনের বেলা দেখে মজা নেই। তাই সবটাই রাতের অন্ধকারে আয়োজন করা হয়েছিল। গাড়িগুলির হেডলাইটে যুক্ত ছিল বিশেষ এক সফটওয়ার। যা নির্দিষ্ট সময়ের বিরতিতে আপনা থেকেই জ্বলেছে এবং নিভেছে। আর অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে রামনাম। অনুষ্ঠানের উন্মাদনা দ্বিগুণ করেছিল সেখানে উপস্থিত রামভক্তদের চিৎকার। প্রায় সকলেই সমবেত ভাবে রামনাম করেছেন আলোর তালে তালে। সব মিলিয়ে রাম মন্দির উদ্বোধনের আগে এভাবেই উৎসবের আনন্দে মেতে উঠলেন মার্কিন মুলুকের হিন্দু রাম ভক্তরা।