‘ডেস্টিনেশন ওয়েডিং’ কথাটি শুনেছেন নিশ্চয়ই। নিজের মুলুক ছাড়িয়ে বহুদূরে বিয়ের আসর বসানোর রীতি এখন একেবারে ট্রেন্ডিং। মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে মনের মানুষের সঙ্গে বন্ধনে জড়িয়ে পড়াকেই এখন গুরুত্ব দিচ্ছেন আধুনিক মানুষ। কিন্তু প্রকৃতির খেয়াল বলেও তো একটা ব্যাপার আছে। আর সেই খেয়াল যে কখন কীভাবে সবকিছু ওলটপালট করে দেবে তার হিসাব মেলা ভার। সম্প্রতি তেমনই ঘটনার সাক্ষী থাকলেন এক নবদম্পতি। প্রকৃতি তার আপন খেয়ালে ভেস্তেই দিল তাঁদের সাধের বিয়ের আসর। ঘটনাটা কী? আসুন শুনে নেওয়া যাক।
বিয়ে নিয়ে মানুষ কতই না পরিকল্পনা করে। জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করার জন্য লাখ লাখ টাকা খরচ করতেও দুবার ভাবেন না অনেকে। বলিউডের তারকা থেকে শুরু করে নামকরা ক্রিকেটার, বিয়ে করতে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকেই। ক্রমে এই ট্রেন্ড ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেই। সামর্থ্য থাকলে নিজের বিয়ের দিনটিকে একটু আড়ম্বরপূর্ণ অর্থাৎ জাঁকজমকে ভরিয়ে তুলতে চান অনেকেই। সেই ইচ্ছে নিয়েই সমুদ্রের পারে বিয়ের আসর বসিয়েছিলন জনৈক বর-কনে। কিন্তু তাঁদের বিয়ের ভিডিও ভাইরাল হল একেবারে অন্য কারণে। জমজমাট বিয়ের অনুষ্ঠান হঠাৎ করেই ভেস্তে দিল সমুদ্র। উত্তাল ঢেউয়ে একেবারে লন্ডভন্ড সব আয়োজন।
আরও শুনুন: অনাবৃষ্টিতে চাষের দফারফা, খোদ ‘বৃষ্টির দেবতা’ ইন্দ্রের নামেই প্রশাসনের কাছে নালিশ কৃষকের
বিয়ে করতে এই পাত্র-পাত্রী পাড়ি জমিয়েছিলেন সুদুর হাওয়াই দ্বীপপুঞ্জে। চারদিক ঘেরা সমুদ্রের মাঝে এক দ্বীপে করা হয়েছিল আয়োজন। সমুদ্রের পাড় ঘেঁষেই বসেছিল বিলাসবহুল বিয়ের আসর। যত্ন করে সাজানো হয়েছিল চেয়ার, টেবিল। আয়োজন ছিল এলাহি খাবারদাবারের। এবং অবশ্যই রেডি ছিল একটি সুসজ্জিত ‘ওয়েডিং কেক’। সামনে রেলিং-এর ঘেরাটোপ। আর তার ওপারেই দিগন্তবিস্তৃত নীল জল। বিয়ের ডেস্টিনেশন হিসেবে এমন সুন্দর জায়গার সত্যিই তুলনা হয় না। কিন্তু এমন মনকাড়া সৌন্দর্য যে হঠাৎ এভাবে বদলে যাবে তা আর কে ভেবেছিল!
আরও শুনুন: বয়সের বাধা পেরিয়ে ‘ইউনিফর্ম’ পরে নিয়মিত স্কুলে হাজিরা, নজির বৃদ্ধাদের
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ভয়ঙ্কর ফুঁসে ওঠা রূপ। বিয়ের অনুষ্ঠান চলাকালীনই একের পর এক উঁচু ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে। রেলিং টপকে সেই জল ঢুকে পড়ছে বিয়ের অনুষ্ঠানে। ভাসিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখা চেয়ার, টেবিল সব কিছু। আর আমন্ত্রিত অতিথিরা প্রাণ বাঁচাতে ছুটছেন পড়িমরি করে। যাকে বলে একেবারে লন্ডভন্ড ব্যাপার। ভিডিওটি দেখে বিভিন্ন রকম মন্তব্য-ও করেছেন নেটিজেনরা। কিন্তু যাঁদের বিয়ে তাঁদের কথাটা ভাবুন! প্রশ্ন শুধু একটাই, ঢেউয়ের দাপটে শেষমেশ বিয়েটা কি সারা হয়েছিল? জানা গিয়েছে, ঢেউ এসে যথেচ্ছ দাপাদাপি করলেও পুরোপুরি বরবাদ করতে পারেনি বিয়ের অনুষ্ঠান। এমনকী ওয়েডিং কেকটি-ও নাকি অক্ষতই ছিল। আর তাই বলা যায়, অগ্নিসাক্ষী করে নয়, ঢেউ-কে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা সম্ভবত এই প্রথমবার। সেদিক থেকে দেখতে গেলে, দুর্ঘটনাতেও নজিরই গড়লেন নবদম্পতি।