কুয়াশাঘেরা সকালে দিল্লির আকাশে ইউএফও দর্শন। এমনটা আবার হয় নাকি! জনৈক দিল্লিবাসী বলছেন, নিশ্চয়ই হয়। তবে আগে তার গল্প শুনতে হবে? কী সেই গল্প? আসুন শুনে নিই।
শীতের শুরুতেই কুয়াশা-ধোঁয়াশায় মোড়া রাজধানী। ফিরেছে দূষণ-দানবের দৌরাত্ম্য। আর তার জেরে শ্বাস নেওয়াই প্রায় কষ্টকর হয়ে গিয়েছে রাজধানীর অধিবাসীদের জন্য। পরিস্থিতি বেশ খারাপ-ই। আর তা মর্মে মর্মে টের পাচ্ছেন দিল্লিবাসীরা। তবে এত কষ্ট সত্ত্বেও এই নিয়ে একটু মজা করতে ছাড়লেন দিল্লির বন্ধুরা।
আরও শুনুন: চুরি করে পাকড়াও কুকুর, গালাগালি দিয়ে বন্দি টিয়া! অদ্ভুত ঘটনায় গ্রেপ্তার পশুপাখিরাও
কী করলেন তাঁরা? এক বন্ধু জানালেন, কুয়াশাঘেরা সকালে তিনি রাজধানীর আকাশে UFO দেখতে পেয়েছেন। অর্থাৎ সেই অজানা উড়ুক্কু বস্তুর বা এলিয়েনদের যানের দেখা মিলেছে আকাশে। কিন্তু শুধু মুখে বললেই তো হবে না। বন্ধুদের কাছে এর প্রমাণও দিতে হবে। অতএব তিনি ছবি তুলে বন্ধুকে পাঠিয়ে দিলেন, যা অবিকল UFO-র মতোই দেখতে। বন্ধুটিও দেখে চমকে উঠলেন। কেননা ছবিটা যে সত্যিই ভিনগ্রহীদের যানের মতো দেখতে তা নিয়ে কোনও সন্দেহই নেই।
text from a friend in delhi pic.twitter.com/UteRaiMIOi
— Neeche Se Topper (@NeecheSeTopper) November 7, 2022
একটু পরে অবশ্য দুজনেরই ভুল ভাঙল। ছবির সঙ্গে রসিকতা করে বন্ধুটি লিখে পাঠিয়েছেন, এত দূষণ যে তিনি প্রথমে ভেবেছিলেন ইউএফও দেখে ফেলেছেন, কিন্তু ভ্রম কাটতে বুঝলেন, এ তো নিছকই একটা জলের ট্যাঙ্ক। আসলে কুয়াশার কারণে জলের ট্যাঙ্কের নীচের অংশের প্রায় কিছুই দেখা যাচ্ছে না। শুধু উপরের অংশটিই দেখা যাচ্ছে। তাই নিয়ে মজা করেছেন ওই ব্যক্তি। এই মেসেজ তিনি পাঠিয়ে দেন তাঁর বন্ধুকে। তিনি আবার তা প্রকাশ করেন নেটদুনিয়ায়। এরপর একে একে আসতে থাকে মজার মন্তব্য। জনৈক নেটিজেন বলেন, আজকাল দিল্লির আকাশে ইউএফও ঘুরতে থাকে, আর কারও চোখে পড়লেই জলের ট্যাঙ্ক হয়ে যায়। আর একজন রসিকতা করে লিখেছেন, এলিয়েনরা যদি মানুষকে বলে যে তোমাদের নেতার কাছে নিয়ে চল, জবাবে দিল্লিবাসি বলবেন, বরং আমাদেরই সঙ্গে করে তোমাদের দুনিয়াতেই নিয়ে চলো। কষ্টের ভিতর এভাবেই মজা-মশকরায় মেতে ওঠেন বহু মানুষ।
Now UFOs can fly around Delhi in broad daylight and pretend to be water tanks when spotted !
— Biju (@Straightalkr) November 7, 2022
তবে মজা-মশকরা পেরিয়ে যা বাস্তব তা হল, দূষণের কবলে পড়ে রীতিমতো ধুঁকছে দিল্লি। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে, সেখানকার অন্তত ৮০ শতাংশ পরিবারই দূষণজনিত কোনও না কোনও অসুখে ভুগছেন। যা রীতিমতো আতঙ্কের। দীপাবলির পর থেকেই শুরু হয়েছে এই দৌরাত্ম, যা এখন ভয়াবহ মাত্রা নিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা। এই যন্ত্রণার আবহ থেকে সাময়িক মুক্তি খুঁজতেই বোধহয় নেটিজেনরা মজায় মাতলেন নেটদুনিয়ায়।