অনলাইনে অর্ডার করা খাবার নির্ধারিত সময়ে ডেলিভারি হয়নি। প্রায় এক ঘণ্টা দেরিতে এই ব্যক্তির বাড়িতে খাবার নিয়ে হাজির হয়েছেন ডেলিভারি বয়। কিন্তু এতে বিরক্ত না হয়ে রীতিমতো থালা সাজিয়ে তাঁর আরতি করতে শুরু করছেন এই ব্যক্তি। আর সেই ভিডিওই নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন এমন অদ্ভুত আচরণ করলেন ওই ব্যক্তি? আসুন, শুনে নেওয়া যাক।
অনলাইন অ্যাপে খাবার অর্ডার করলে অনেককেই করতে হয় দীর্ঘ অপেক্ষা। কিন্তু দিল্লির এই ব্যক্তির জন্য সেই অপেক্ষার পরিমাণ খানিক বেশিই দীর্ঘ হয়ে গিয়েছিল। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর তাঁর বাড়িতে খাবার নিয়ে হাজির হন ডেলিভারি বয়। কিন্তু এত দেরিতে খাবার পেয়েও কোনও বিরক্তির প্রকাশ করেননি তিনি। বরং থালা সাজিয়ে, গান গেয়ে সেই ডেলিভারি বয়ের আরতি করতে দেখা গেল তাঁকে। আর সেই ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: জামা পরলেই হওয়া যাবে অদৃশ্য, নয়া আবিষ্কারের পথে বিজ্ঞানীরা
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি বয় হাতে খাবারের প্যাকেট নিয়ে এগিয়ে আসছেন। আর এক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে রীতিমতো গান গেয়ে আহ্বান করছেন তাঁকে। শুধুমাত্র তাই নয়। সেই ব্যক্তির হাতে রয়েছে আরতির থালা। সেখান থেকে সিঁদুর দিয়ে ডেলিভারি বয়টির কপালে টিকা এঁকে দিচ্ছেন তিনি। উলটোদিকে ওই ডেলিভারি বয়ও হেলমেট খুলে স্মিত হাসিতে সম্মতি জানিয়েছেন পুরো প্রক্রিয়াটিতে। একইসঙ্গে ভিডিওটিতে লেখা রয়েছে, ‘যখন আপনাকে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়’। আর ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে ‘দিল্লি কা ট্রাফিক’। আসলে ঘটনাটি নিছকই এক কৌতুকের বহিঃপ্রকাশ মাত্র। দিল্লির এই ব্যক্তি অনলাইনে কিছু খাবার অর্ডার করেছিলেন। সাধারণত অনলাইনে অর্ডার করা খাবার ডেলিভারি হওয়ার একটি নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে প্রায়শই সেই নির্ধারিত সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে ব্যর্থ হন ডেলিভারি বয়রা। এক্ষেত্রেও এই ব্যক্তিকে অর্ডার করা খাবার পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। যদিও এই দেরির জন্য তিনি দায়ী করেছেন দিল্লির ট্রাফিককে। আর তারপর সেই কাঙ্ক্ষিত খাবার যখন তাঁর হাতে পৌঁছেছে, তখন ডেলিভারি বয়কে এভাবেই স্বাগত জানিয়েছেন ওই ব্যক্তি। দেরিতে হলেও শেষমেশ যে খাবার হাতে পেয়েছেন তিনি। তার জন্য সেই অনলাইন সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যক্তি। তাঁর এহেন আচরণের প্রশংসা করেছেন নেটিজেনরাও।