স্ত্রী-কে বড় ভালোবাসেন। আর সেই ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে ভুলেই গেলেন তাঁর কর্মপরিচয়। তিনি যে একজন অধক্ষ্য সে কথা বেমালুম ভুলে গিয়ে, কলেজ পড়ুয়াদের নিজের স্ত্রী-র ইউটিউব লিঙ্ক পাঠিয়ে দিলেন মেইল করে। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
দাম্পত্য জীবনের সেতু মজবুত হয় ভরসার উপর, বিশ্বাসের উপর। আর সেই সঙ্গে থাকে একে অন্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। একথা মন থেকে বিশ্বাস করেন এই কলেজের অধক্ষ্য। তাই স্ত্রী-র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গান মেইল করে ছাত্র-ছাত্রীদের পাঠালেন তিনি।
আরও শুনুন: বিশ্বের সেরা জায়গার তালিকায় দুই ভারতীয় স্থান, স্বীকৃতি ‘টাইম’ ম্যাগাজিনের
ঘটনাটি দিল্লীর। সেখানকার এক ম্যানেজমেন্ট কলেজের অধক্ষ্য এমনটা ঘটিয়েছেন। তাঁর স্ত্রী বড় ভালো গান করেন। ইউটিউবে একটি গানের চ্যানেলও রয়েছে তাঁর। সেই চ্যানেলের লিংক কলেজ পড়ুয়াদের মেইল করে পাঠিয়েছেন তিনি। আসলে ওই চ্যানেলের কথা তিনি পড়ুয়াদের আগেই বলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেই মেইল পাঠিয়েছেন তিনি। তাই চিঠির শুরুতেই লিখে দিয়েছেন, ‘যেমনটা তোমাদের বলেছি, নীচের লিংকে আমার অর্ধাঙ্গীনির গাওয়া একটি গান আছে, তোমরা চাইলে শুনে দেখতে পারো।’ একইসঙ্গে তাঁর স্ত্রী কেমন গান পছন্দ করেন সেকথাও উল্লেখ করেছেন তিনি।
আরও শুনুন: হাত নেই, আছে স্বপ্ন! পা দিয়েই ছবি আঁকেন এই শিল্পী, কুর্নিশ নেটদুনিয়ার
তবে অধক্ষ্যের এমন মেইল পেয়ে বেশ অবাক হয়েছে ওই কলেজের পড়ুয়ারা। সঙ্গে সঙ্গে একজন সেই মেইলের ছবি নেটদুনিয়ায় প্রকাশ করে। যা দেখার পর একই প্রতিক্রিয়া হয় নেটিজেনদেরও। অনেকেই তাঁর ভালোবাসার প্রশংসা করেছেন। অনেকে আবার একজন অধক্ষ্যের এমন আচরণ ভালো চোখে দেখেননি। এই নিয়ে তির্যক মন্তব্য করতেও ছাড়েননি তিনি। এমন কাজ করা উচিত না অনুচিত তা তর্কের বিষয়, তবে একজন স্বামী হিসেবে তিনি যে খুবই দায়িত্ববান এক পুরুষের পরিচয় দিয়েছেন এ কথা বলাই বাহুল্য।