শরীরে ব্যধি বাসা বাঁধার পরে তাঁর সব সময়ের সঙ্গী হল হুইল চেয়ার। সকলের চোখে তখন তাঁর পরিচয়, তিনি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি। তবে সেই পরিচয়টুকুতে আটকে থাকেননি তিনি। বরং সত্যিই যে তিনি বিশেষ ভাবে সক্ষম, তা প্রমাণ করে দিয়েছেন অক্ষরে অক্ষরে। হুইলচেয়ারে বসেই টেনে ফেলেছেন দুটি ১০ টন ওজনের ট্রাক। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের তালিকায় ঢুকে পড়ছেন এই ব্যক্তি। গড়েছেন বিশ্বরেকর্ড। শুনে নিন।
প্রতিবন্ধী মানেই তিনি অনেক কিছু পারেন না, এমন একটা ধারণা চেপে বসে আছে সমাজের চোখে। আর সেই বদ্ধমূল ধারনাটাই বদলে দিতে চান ৩৫ বছরের এই ব্যক্তি। ইদানীং অবশ্য প্রতিবন্ধী শব্দের বদলে বিশেষ ভাবে সক্ষম শব্দবন্ধ ব্যবহার করাটাই রীতি। আর সেই সেটাকেই অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণ করে দিয়েছেন তিনি।
তিনি সত্যিই বিশেষ ভাবে সক্ষম। হুইলচেয়ারের জীবন তাঁকে সেই ব্যতিক্রমী হওয়া থেকে আটকাতে পারেনি। বিশেষ ভাবে সক্ষম মানুষ হয়েও যে কেউ ঢুকে পড়তে পারেন সব চেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায়, তা তিনি প্রমাণ করে দিয়েছেন। হুইল চেয়ারে বসেই তিনি টেনে ফেলেছেন ১০ টন ওজনের দুটি ট্রাক।
আরও শুনুন: একটানা ২২ বছর ঘর ছেড়ে দূরে! সপরিবারে একশোরও বেশি দেশ ঘুরেছেন এই দম্পতি
ব্যাপারটা অবাক করার মতো হলেও এমন কীর্তিই করে ফেলেছেন ইংল্যান্ডের উইল্টশায়ারের বাসিন্দা ডেভিড ওয়ালশ। ডেভিড কাজ করতেন সেনাবাহিনীতে। ২০১৪ সাল নাগাদ দুরারোগ্য রোগে আক্রান্ত হন ডেভিড। তার পরেই হারান হাঁটাচলা-ওঠাবসার ক্ষমতা। স্বাভাবিক ভাবেই ডেভিডের সঙ্গী হল হুইল চেয়ার।
ভেঙে পড়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি ডেভিড। সেনাবাহিনীতে থাকার দরুণ ফিটনেসের যে অভ্যেস তাঁর মাথায় ঢুকে গিয়েছিল, তা আর সহজে ছাড়তে পারেননি ডেভিড। বরং শুরু করলেন কঠিন অধ্যবসায়। ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাতেন ডেভিড। শরীরের প্রতিবন্ধকতাকে জয় করলেন মনের জোর আর একাগ্রতা দিয়ে।
২০১৭ সাল থেকে স্ট্রংগেস্ট ডিজেবল ম্যান ইভেন্টে অংশ নিয়ে চলেছেন ডেভিড। তবে সে বছর একটুর জন্য ফস্কে গিয়েছিল সেরার তকমা। সেই প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেন ডেভিড।
এ বছর প্রতিযোগিতার জন্য উঠেপড়ে লেগেছিলেন ডেভিড। চলেছে প্রশিক্ষণও। অবশেষে হুইলচেয়ারে বসেই তিনি দুটি ১০ টনের লরি টেনে ফেলেছেন ডেভিড। যা সম্ভবত বিশ্বে প্রথম। প্রথম কোনও বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তি এই কাজ করে দেখালেন। আর সেই কাজই তাঁকে ঢুকিয়ে দিয়েছে বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায়।
রোগ ধরা পড়ার আগে নিয়মিত শক্তিপরীক্ষায় অংশ নিতেন ডেভিড। ২০১৪ সাল নাগাদ প্রশিক্ষণের সময় তাঁর ডান হাত কাজ করার ক্ষমতা হারায়। তার পর ডাক্তার বদ্যি। ক্রমশ রোগ ছড়িয়ে পড়ে গোটা শরীরে। একটা সময় চলাফেরার শক্তিটাই হারিয়ে ফেলেন ডেভিড। তবে কয়েক মাসের মানসিক আঘাত সামলে ফের জিমে ঢুকে পড়েন তিনি।
আরও শুনুন: জন্ম থেকেই ৯০ ডিগ্রি বেঁকে থাকত মাথা, বিরল অস্ত্রোপচারে সুস্থ হলেন তরুণী
প্রথম বার স্ট্রংগেস্ট ডিসেবল ম্যান ইভেন্টে তিনি জিতে নিয়েছিলেন দক্ষিণ ইংল্যান্ডের ‘স্ট্রংগেস্ট ডিজেবল ম্যান’-এর তকমা। আবার হুইলচেয়ারে বসা অবস্থায় ৯৬০ পাউন্ড ওজন তোলার জন্যও বিশ্বরেকর্ড গড়েছেন ডেভিড।
ফলে কোনও রকম অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতাই যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তা ফের প্রমাণ করে দিয়েছেন ডেভিড। শুধু তার জন্য চাই মনের জোর। পৃথিবীর সমস্ত বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্যই ডেভিড আজ অনুপ্ররণা।