গরু বরাবরই বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডার একটা বড় অংশ। তাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গরুকেই হাতিয়ার করলেন গুজরাটের এক দল আন্দোলনকারী। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
প্রতিশ্রুতি পূরণ করেনি শাসকদল। তাই রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে হাজার হাজার গরু। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এমনই অভিনব পথ বেছে নিয়েছে গুজরাটের এক সংগঠন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওর সূত্রে প্রকাশ্যে এসেছে এই কাণ্ড।
আরও শুনুন: ৩০০ পুরুষের সঙ্গে ৩০০ ভঙ্গিতে যৌনতার রেকর্ড! পর্ন তারকার যুগ শেষ বলে দাবি করলেন সেই অভিনেত্রীই
ভিডিওতে দেখা যাচ্ছে গুজরাটের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাল পাল গরু। বিভিন্ন সরকারি কার্যালয়ে বা বাড়ির আশেপাশে বেলাগাম ঘুরে বেড়াচ্ছে গরুগুলি। জানা যায়, এই গরুগুলিকে রাস্তায় ছেড়ে দিয়েছে ওই রাজ্যেরই কিছু চ্যারিটেবল ট্রাস্ট। তাদের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার বেশ কিছুদিন আগে গরু রক্ষণাবেক্ষণের উদ্দেশে ৫০০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছিল। সেই টাকা দিয়েই রাজ্যে থাকা কাউ শেল্টারগুলি পুনরায় নির্মাণের কথা ছিল। যে শেল্টারে গরুর খাবার, চিকিৎসা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত করা হয়। অসুস্থ হয়ে যাওয়া কিংবা দুগ্ধ উৎপাদনে অক্ষম হয়ে যাওয়া গরুগুলিকে মূলত রাখা হত এই শেল্টারে। গুজরাটে প্রায় ১৫০০টি এরকম শেল্টার রয়েছে। তার মধ্যে নষ্ট হয়ে যাওয়া শেল্টারগুলিকেই মেরামতির প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের বিজেপি সরকার। কিন্তু মুখে গোরক্ষার কথা বললেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার, এই মর্মেই এবার অভিযোগে সরব হয়েছে সংস্থাগুলি। আর সরকার কোনও টাকা না দেওয়ার ফলে প্রায় ১৭০টি শেল্টারে থাকা ৮০ হাজার গরু কার্যত আশ্রয় হারিয়েছে। এই অবস্থায় এবার এমন অভিনব উপায়ে প্রতিবাদ জানাল ওই সংস্থাগুলি। একইসঙ্গে প্রতিবাদে শামিল হয়েছে ওই রাজ্যের গো-সেবা সংঘও। সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে গো-অধিকার যাত্রায় বেরবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংঘের জেনারেল সেক্রেটারি বিপুল মালি। সব মিলিয়ে, গোরক্ষা ইস্যুতে খোদ বিজেপি সরকারের দিকেই একাধিক অভিযোগের আঙুল উঠল এবার।