সাধ করে দু-কাপ কফি খেতে চেয়েছিলেন। কিন্তু তার জেরে যে প্রায় দেউলিয়া হতে হবে কে জানত! কে জানত বিল আসবে সাড়ে তিন লক্ষ টাকার থেকেও বেশি! বিলের দৌলতে রীতিমতো বিপর্যস্ত এক দম্পতি। শেষমেশ কী করলেন তাঁরা? আসুন শুনে নিই।
জনপ্রিয় এক কফিশপের আউটলেটে বসে আয়েশ করে দু-কাপ কফি খেয়েছিলেন এক দম্পতি। কিন্তু দু-কাপ কফি যে তাঁদের ভোগান্তির কারণ হবে, তা তাঁরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। কফি খাওয়া শেষে ক্রেডিট কার্ডে বিল মিটিয়ে তাঁরা তো চলে গিয়েছেন। যে কফির অর্ডার দিয়েছিলেন, তার দাম হতে পারে বড়জোর সাড়ে আটশো টাকা। ফলত বিল খুঁটিয়ে দেখার কথাও ভাবেননি।
আরও শুনুন: মানুষের আলিঙ্গন কি উপভোগ করবে গরুরা! পোষ্যদের প্রতিক্রিয়া নিয়ে কী মত গবেষকদের?
কিন্তু গোল বাধল অন্য জায়গায়। একটা শপিং মলে কেনাকাটা করতে গিয়ে দেখেন, ক্রেডিট কার্ড কাজ করছে না। এমনটা তো হওয়ার কথা নয়। তখনই সবটা খতিয়ে দেখা শুরু করলেন তাঁরা। দেখা গেল, কফির আউটলেটে দু-কাপ কফির জন্য দাম নেওয়া হয়েছে প্রায় ৩.৬ লক্ষ টাকা। দেখে তো তাঁদের মাথায় হাত! সঙ্গে সঙ্গে সংস্থার সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। সংস্থা তাঁদের জানায়, ভুল করেই এই কাজ হয়ে গিয়েছে। এত টাকা বিল হওয়ার কথাই নয়। অতএব তাঁরা কফির দামের অতিরিক্ত যা টাকা নিয়েছেন তা ফিরিয়ে দেবেন। শুনে নিশ্চিন্ত হয়েছিলেন দম্পতি।
আরও শুনুন: কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন স্ত্রী, জানার পরই তাকে আবার বিয়ে করলেন স্বামী
কিন্তু গোলমাল অবশ্য এখানেও মিটল না। সংস্থার তরফে যে দুটি চেক দেওয়া হয়েছিল, দুটিই বাউন্স করে বলে অভিযোগ তাঁদের। এদিকে তাঁরা থাইল্যান্ডে যাবেন বলে সব ঠিক করে রেখেছেন, অথচ অ্যাকাউন্ট ফাঁকা। বিপদে পড়ে তাঁদের পারিবারিক ভ্রমণ এবারের মতো বাতিলও করতে হয়েছে। টাকা ফেরত পেতে ওকলাহোমার এই দম্পতি রীতিমতো বিপর্যস্ত। শেষমেশ তাঁরা দ্বারস্থ হয়েছেন পুলিশের। সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, ভুল যে হয়ে গিয়েছে তা তাঁরা বিলকুল জানেন। ‘হিউম্যান এরর’ হিসাবেই তা তুলে ধরা হয়েছে। দম্পতিকে টাকা ফেরত দেওয়ার জন্য সমস্তরকম যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থা। তবে যে ভোগান্তির মধ্যে ওই দম্পতি পড়েছেন, তা তাঁদের সারা জীবনের একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। আর তাই তাঁরা এখন অন্যদের সতর্ক করছেন। দামি কফিশপে বসে কফিতে আয়েশি চুমুক দিন, কিন্তু কাপ ফাঁকা হলে বিলটাও দেখে নিন। এটাই এখন সকলের কাছে আরজি ওই দম্পতির।