দৌড়ে রেকর্ড তো অনেকেই করেছেন। তবে এই দম্পতি দৌড়েছেন বিশেষ একটি লক্ষ্যে। কম করে হলেও শতাধিক ম্যারাথনে দৌড়েছেন তাঁরা। আর সফলও হয়েছেন। ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন গিনেস বিশ্ব রেকর্ড। আর সেখান থেকে সংগৃহিত অর্থ কাজে লাগিয়েছেন একটি বিশেষ উদ্যোগে। কী করেছেন তাঁরা?আসুন, শুনে নেওয়া যাক।
একবার দু’বার নয়। কম করে হলেও ১০৬ বার ম্যারাথনে দৌড়েছেন তাঁরা। তা-ও মাত্র ১০৬ দিনে। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও এমন কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন এক দম্পতি। ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন তাঁরা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও।
আরও শুনুন: মুখে ফুটল হাসি, মা-হারা বন্ধুর জন্মদিনে উপহারের ঝুলি সাজিয়ে দিল সহপাঠীরাই
গত ফেব্রুয়ারি মাসে ওই দৌড় শুরু করেন স্কটল্যান্ডের আবারদিনের বাসিন্দা ফে কানিংহাম ও এমা পিয়েত্রি। জীবনের প্রথম ম্যারাথন ছিল সেটাই। সেখান থেকে শুরু করে ৪ মে পর্যন্ত লাগাতার ম্যারাথনে দৌড়ে গিয়েছেন এই দম্পতি। প্রতিদিন প্রায় ২৬.২ মাইল করে দৌঁড়েছেন তাঁরা। আর তাতেই গড়েছেন রেকর্ড।
দৌড়ন তো অনেকেই। মেডেলও জেতেন। তবে কোনও মহৎ কাজের জন্য সেই নেশাকে ব্যবহার করেন, এমনটা কমই দেখা যায়। ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে যে টাকা তাঁরা সংগ্রহ করেছেন তার পুরোটাই তাঁরা দান করেছেন ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের কল্যাণে। আসলে ফে-র বাবার মৃত্যু হয় ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়ে। আর কারওর যেন তাঁর বাবার মতো অবস্থা না হয়, সেই ভাবনা থেকেই নেমেছিলেন এই দৌড়ে।
আরও শুনুন: না ডাক্তার, না ছুরিকাঁচি! প্রশান্ত মহাসাগরের বুকেই সন্তানের জন্ম দিলেন মহিলা
এই গোটা দৌড়টাই তাঁরা সম্পূর্ণ করেছেন ট্রেডমিলে। তবে তাঁদের এই ম্যারাথন দৌড় এখনও পর্যন্ত সরকারি ভাবে গিনেস বোর্ডে তালিকাভুক্ত হয়নি। তবে মনে করা হচ্ছে পুরনো রেকর্ড ভেঙে সেখানে জায়গা করে নিয়েছেন এই দম্পতি। এর আগে সর্বোচ্চ ৯৫টি ম্যারাথন ৯৫ দিনে দৌড়নোর রেকর্ড ছিল আলিসা ক্লার্ক নামে এক মার্কিন মহিলার দখলে। ২০২০ সালে সেই রেকর্ড অর্জন করেন আলিসা। আর তাঁর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ফে এবং এম্মা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটনাগরিকেরা। আপাতত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের তরফে স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন দম্পতি।