নাম বদলাচ্ছে দেশের। সাম্প্রতিক জল্পনায় উত্তাল জাতীয় রাজনীতি। কেন্দ্রের তরফে কোনও শিলমোহর না পড়লেও, অনেকেই ধরে নিয়েছেন ‘ইন্ডিয়া’ এবার বদলে হচ্ছে ভারত। কিন্তু এই নাম বদল একেবারেই নতুন কোনও ঘটনা নয়। বিশ্বের বিভিন্ন দেশের নাম এর আগেও বদলেছে। তালিকায় এমন কোন কোন দেশ রয়েছে? আসুন শুনে নিই।
ইন্ডিয়া নয় ভারত। সম্প্রতি দেশের এই নাম বদল ইস্যুতে শুরু হয়েছে জোর চর্চা। সরকারিভাবে এ বিষয়ে কিছুই ঘোষণা করেনি কেন্দ্র। তবে রাষ্ট্রপতি ভবনের তরফে পাঠানো আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার বদলে ভারত লেখা নিয়ে চলছে জোরদার বিতর্ক। কিন্তু সত্যিই যদি দেশের নাম বদলায়, তাহলে তা বিশ্ব রাজনীতিতে অন্তত কোনও ঐতিহাসিক ঘটনা হবে না। কারণ এমন নজির রয়েছে আরও অনেক দেশেরই।
আরও শুনুন: G-20 Summit: পদ্মের মাঝে ঠাঁই গোটা বিশ্বের, কী তাৎপর্য তুলে ধরছে জি-২০ সম্মেলনের লোগো?
তালিকার শুরুতেই রয়েছে শ্রীলঙ্কা। শুনতে অবাক লাগলেও সত্যি। ভারতের এই প্রতিবেশী দেশটির নাম আগে ছিল ‘সিলন’। ১৯৭২ সালে তা বদলে রাখা হয় শ্রীলঙ্কা। আসলে সেখানকার জাতীয় ভাষা সিংহলিকে সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই বদল ঘটে। সিংহলি ভাষায় যা সে দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করে। সেইসঙ্গে সম্পূর্ণভাবে ব্রিটিশ উপনিবেশের ছাপ মুছে ফেলাও উদ্দেশ্য ছিল এই নাম বদলানোর। এরপর রয়েছে মায়ানমার। এই দেশও ভারতের প্রতিবেশী। দক্ষিনপূর্ব এশিয়ার এই দেশেটির আগে নাম ছিল ‘বার্মা’। ১৯৮৯ সালে বদলে রাখা হয় মায়ানমার। যদিও এই পরিবর্তন ঘিরে বেশ বিতর্ক হয়েছিল। বিশ্ব রাজনীতির মহলে অনেকেই এর বিরোধিতা করেছিল। কিন্তু শেষপর্যন্ত সফল ভাবেই নাম বদল হয় এই দেশের। তালিকার পরের দেশটি কঙ্গো। ১৯৭৭ সালে এই দেশের নাম বদল হয়। আগে এর নাম ছিল ‘জাইরা’। পরে তা বদলে রাখা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এক্ষেত্রেও রাজনৈতিক টানাপোড়েন ছিলই। তবে সরকার বদলের সঙ্গে সঙ্গেই বদলেছিল এই দেশের নাম। এছড়া বদলেছিল থাইল্যান্ডের নামও। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশটির নাম আগে ছিল ‘সিয়াম’। আসলে নতুন নামটি দেশের সামগ্রিক অবস্থানকে নির্দেশ করে। থাইল্যান্ড শব্দের অর্থ ‘ল্যান্ড অফ দ্য ফ্রি’ অর্থাৎ মুক্তির দেশ। বাস্তবেই সেই ছবি ধরা পরে থাইল্যাণ্ডে। অন্যান্য দেশের তুলনায় বেশ কিছু বিষয়ে সে দেশের মানুষের স্বাধীনতা যথেষ্টই বেশি। নাম বদলেছিল বাংলাদেশেরও। যদিও সে কথা অনেকেরই জানা। ইতিহাসের পাতায় মুক্তিযুদ্ধের কথা স্পষ্টভাবে লেখা রয়েছে। সেই মুক্তি যুদ্ধের জেরেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছিল বাংলাদেশ। তাই আগের নাম তথা পূর্ব পাকিস্তানও চিরতরে বদলে যায়।
আরও শুনুন: G-20 Summit: সোনারুপোর বাসনে ভোজ খাবেন অতিথিরা, আপ্যায়নে নয়া চমক কেন্দ্রের
তালিকায় রয়েছে ইরানও। এই দেশের নাম আগে ছিল পারস্য বা পার্সিয়া। ১৯৩৫ সালে এক নতুন রাজা এসে এই দেশের নাম বদলে ফেলেন। এভাবেই বদলেছিল আফ্রিকার দক্ষিণের এক দেশের নাম। বদলেছিল কম্বোডিয়ার নামও। আগে এর দেশের নাম ছিল কাম্পুচিয়া। নেদারল্যান্ডস-এর নাম বদলে হয়েছিল হল্যান্ড। তবে সবথেকে মজার ঘটনা ঘটেছিল চেক রিপাবলিকের ক্ষেত্রে। আগে এই দেশটি চেগোস্লোভাকিয়ার অংশ ছিল। পর সেই দেশ দুই ভাগে ভাগ হয়। একটা অংশের নাম হয় চেক রিপাবলিক আরেকটা অংশ স্লোভাকিয়া। বর্তমানে এই দুই দেশই রীতিমতো জনপ্রিয় গোটা বিশ্বে। নাম বদলের এই তালিকায় এখানেই শেষ নয়। বিশ্বের বিভিন্ন দেশেই নাম বদল হয়েছে। তবে সেই তালিকায় ভারতের নামও যোগ হয় কি না, সেটা দেখাই সময়ের অপেক্ষা।