ছোট্ট একটা ঘর। সেখানে বাস করত একটা জার্মান শেফার্ড। তার সেই একচিলতে ঘরেরই নিলামে দাম উঠেছে কোটি কোটি টাকা! কিন্তু কী এমন আছে এই ঘরটিতে, যে এত দাম দিয়ে কেউ কেউ তা কিনে নিতে চাইছেন! আসুন, শুনে নেওয়া যাক।
কাঠের তৈরি ছোট্ট একটা ঘর। ঠিক ড্রয়িং খাতায় খুদেরা যেমন ঘরের ছবি আঁকে, অবিকল সেরকমই দেখতে। এমন কিছু বিশেষত্ব তাতে নেই যে, কোটি কোটি টাকা দিয়ে তা কেউ কিনে নিতে চাইবেন। আর নিলামে মানুষ দুর্মূল্য, দুষ্প্রাপ্য জিনিসপত্র কিনে রাখতে চান। কিন্তু এই সারমেয়র ঘরটির নিলামে দাম উঠেছে প্রায় ৩ লক্ষ মার্কিন ডলার। অবাক কাণ্ডই বলতে হয়। ডগহাউস বা সারমেয়র ঘর যে নিলামে উঠে এমন করে চমকে দিতে পারে, তা যেন কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।
আরও শুনুন – একটাও রাস্তা নেই এ গ্রামে! জানেন কীভাবে যাতায়াত করেন এখানকার মানুষ?
কেন এই ঘরের এত কদর, তা জানতে বছর তিনেক আগে ফিরে যেতে হবে। কোস্টারিকার রেনফরেস্টে ছিল এই ছোট্ট সারমেয়-কুটির। ২০১৯ সালে আচমকাই একটা উল্কাপিণ্ড ধেয়ে এসেছিল এই ঘরটির দিকে। শুধু ধেয়েই আসেনি, পড়েওছিল কুটিরের উপর। গর্ত হয়ে সেই উল্কাখণ্ডটি ঢুকে গিয়েছিল ভিতরে। ভিতরে তখন ছিল ঘরের বাসিন্দা, অর্থাৎ একটি জার্মান শেফার্ড। নাম তার রকি। ভাগ্যক্রমে রকির কিছুই হয়নি। সে পুরোপুরি অক্ষত থাকে। কিন্তু তারপর থেকেই এই ডগহাউসকে নিয়ে কৌতূহল বাড়তে থাকে সাধারণ মানুষের। সে কৌতূহল এতখানিই যে, ধেয়ে আসা উল্কাপিণ্ডটির থেকে এই ঘরটিরই দাম উঠেছে বেশি। সম্প্রতি এক নিলামে তোলা হয়েছিল এই ডগহাউসটিকে। পাশাপাশি আলাদা করে নিলাম হচ্ছিল ওই উল্কাখণ্ডটিরও। তার সাম উঠেছে ৪০ থেকে ৬০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বাজিমাত করেছে ঘরটিই।
আরও শুনুন – উপরে আকাশ নীল, নিচে নদীর বুকে রামধনু! কোথায় দেখা মিলবে এই রঙিন নদীর?
এই আশ্চর্য ঘটনাই যে ঘরটির দাম বাড়িয়েছে সে তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই যে, মানুষ কেন এত দাম দিয়ে এটিকে সংগ্রহ করতে চাইছেন? আর উল্কাপিণ্ডটিই বা নিলামে বেশি দামে বিকোল না কেন? বিশেষজ্ঞরা বলছেন, এর উত্তর আছে একেবারে গোড়াতেই। মানুষ নিলামে তাই-ই কেনেন, যা দুষ্প্রাপ্য। উল্কার টুকরো নিশ্চিতই দুষ্প্রাপ্য। তবে, উল্কাপতনের পরেও একটি ছোট্ট সারমেয়-কুটির অক্ষত রয়ে গিয়েছে, এই ঘটনা মানুষের বিস্ময় জাগিয়েছে বহুগুণ। ঘরটির ভিতর থাকা কুকুরটি তো এতবড় ঘটনার পরও বেঁচে গিয়েছিল। সব মিলিয়ে পুরো ঘটনাটা এক অন্যরকম মাত্রা ছুঁয়েছে, যা এর সম্পর্কে বিস্ময় বাড়িয়েছে, একই সঙ্গে এর দামও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এর আগেও উল্কা পড়েছে এরকম একটা গাড়িকে নিলামে তোলা হয়েছিল, এবং সেটিও প্রত্যাশিত দাম পেয়েছিল। তবে এই ছোট্ট কুটির যে দামে বিকোতে চলেছে, তা বোধহয় বহু তাবড় নিলামদারেরও স্বপ্নের অতীত।