ঠিক যেন বলিউডের সিনেমা। ছদ্মবেশ নিয়ে একদল ছিনতাইবাজকে পাকড়াও করল মুম্বই পুলিশ। আসুন, শুনে নেওয়া যাক সেই রুদ্ধশ্বাস অভিযানের গল্প।
বেশ কিছুদিন ধরেই গয়না ছিনতাইয়ের অভিযোগ আসছিল এলাকা থেকে। তক্কে তক্কে ছিল পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে পাতা হল ফাঁদ। আর তাতেই ধরা পড়ল দুই গয়না ছিনতাইকারীরা।
অগাস্ট মাসে অন্তত দুটি অভিযোগ জমা পড়েছিল মুম্বইয়ের কস্তুরবা মর্গ থানায়। আরও একটি অভিযোগ জমা পড়ে বাঙ্গুরনগর থানায়। সবকটিই ছিনতাইয়ের। নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। তবে তল্লাশি করলেই যে ছিনতাইবাজকে পাকড়াও করা যাবে তা তো আর নয়। পুলিশ দেখলে তো আগেভাগেই পিঠটান দেবে ছিনতাইবাজরা। তাই পাতা হল ফাঁদ। রীতিমতো বলিউড ছবির কায়দাতেই ছদ্মবেশ নিলেন পুলিশকর্মীরা।
আরও শুনুন: বরযাত্রীর ছদ্মবেশে অভিযান আয়কর গোয়েন্দাদের, মহারাষ্ট্র থেকে উদ্ধার বিপুল টাকা ও সোনা
ঠিক হল, একটি খাবার ডেলিভারি সংস্থার এজেন্টের ছদ্মবেশ নিয়েই অভিযানে নামবেন ওম টোটাবার ও রাহুল ভালুসকার নামে দুই পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি দল। তার আগে খুঁটিয়ে দেখা হল অন্তত ৩০০ সিসিটিভি ফুটেজ। শুধু কি তাই, অভিযানের জন্য নিয়ে যাওয়া হল এমন একটি বাইক, যা পুলিশ এমনই একটি অন্য অভিযানে উদ্ধার করেছিল ছিনতাইবাজদের কাছ থেকে। সব মিলিয়ে পরিকল্পনায় কোনও ফাঁক ছিল না।
মুম্বই পুলিশের ১২ নম্বর জোনের ডেপুটি পুলিশ কমিশনার সোমনাথ গর্গ জানান, ডেলিভারি এজেন্টের ছদ্মবেশ নিয়ে বিথালওয়াড়ি আর অম্বিভলি এলাকায় প্রায় তিন দিন ধরে ঘুরপাক খাচ্ছিল পুলিশ। শেষমেশ ফাঁদে ধরা পড়ল পাখি। খোদ পুলিশেরই বাইক ছিনতাই করার চেষ্টা করল দুই ছিনতাইবাজ। আর সেটাই তাদের কাল হল। বমাল ধরা পড়ল তারা ছদ্মবেশী পুলিশের হাতে। তাদের কাছ থেকে বেশ কিছু সোনার চেন ও দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ।
আরও শুনুন: দুই সন্তানকে বুকে নিয়েই বাড়ি বাড়ি খাবার ডেলিভারি মায়ের, কুর্নিশ নেটদুনিয়ার
ধৃত দুই ছিনতাইবাজদের নাম ইউসুফ জাফরি এবং ফিরোজ নাসির শেখ বলে জানিয়েছে পুলিশ। জেরায় পুলিশ জানতে পেরেছে, ছিনতাইয়ের পরে অম্বিভলি পশ্চিমের একটি জায়গায় চোরাই বাইকগুলিকে রেখে যেত তারা। সেখান থেকে সোজা চলে যেত অম্বিভলি পূর্বের দিকে। অন্তত ২০টি বড়সড় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সব মিলিয়ে এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে মুম্বই পুলিশ। আর যে ভাবে হুবহু বলিউডি সিনেমার কায়দায় পুলিশ এই গোটা অভিযানটি শেষ করেছে, তার গল্প ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।