দুঃখের দিনে যে পাশে থাকে, সে-ই তো প্রকৃত বন্ধু। সে কথা জানে এই খুদেও। আর সেই কথা মনে করেই খোদ দেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে ফেলেছে সে। মাতৃবিয়োগের পর তাঁকে সমবেদনা জানাতেই চিঠিটি লিখেছে ওই খুদে। সম্প্রতি যার প্রত্যুত্তর দিয়েছেন মোদিও। আসুন শুনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী মাতৃহারা হয়েছেন। টিভি দেখে সেকথা জানতে পারে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া। এরপরই তার মনে হয়, এমন দুঃখের দিনে প্রধানমন্ত্রীকে অবশ্যই সমবেদনা জানানো উচিত। যেমন ভাবা তেমন কাজ। সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই একটি চিঠি লিখে ফেলে সে। যেখানে নিজের মতো করে সমবেদনা জানায় ওই পড়ুয়া। সম্প্রতি সেই চিঠির উত্তর দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। খুদে পড়ুয়ার কাঁচা হাতে লেখা চিঠির সঙ্গে প্রধানমন্ত্রীর মিষ্টি করে লেখা প্রত্যুত্তরের ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
আরও শুনুন: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ৫৬ পদ দিয়ে ‘থালি’, সঙ্গে ৮.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা রেস্তরাঁর
আরশু শ্রীবাস্তব। বেঙ্গালুরুর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বয়সে একরত্তি হলে কী হবে, চিন্তাভাবনার দিক দিয়ে কিন্তু বেশ পরিণত সে। যার প্রমাণ মিলেছে তার লেখা ওই চিঠিটিতে। কাঁচা হাতে লেখা হতে পারে, কিন্তু লেখার ভাব মোটেই কাঁচা নয়। গতবছর ডিসেম্বরের শেষে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা হিরাবেন। টিভিতে সেকথা জানার পরই এমন কাণ্ড ঘটিয়েছে আরশু। একেবারে বড়দের মতো করেই প্রধানমন্ত্রীকে মাতৃবিয়োগের সমবেদনা জানিয়েছে সে। চিঠির শেষে হিরাবেন-এর আত্মার শান্তি কামনাও করেছে সে। স্বাভাবিক ভাবেই এই চিঠি পড়ে আবেগে ভেসেছেন প্রধানমন্ত্রীও। হাজার ব্যস্ততা সামলে তাঁর দপ্তর থেকেও প্রত্যুত্তর এসেছে আরশুর কাছে। প্রধানমন্ত্রীর সই করা সেই চিঠিতে মূলত ধন্যবাদ জানানো হয়েছে আরশুকে। একইসঙ্গে একজন সন্তানের কাছে তাঁর মায়ের মৃত্যু ঠিক কত বড় ক্ষতি, সেকথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। বয়সে ছোট হলেও, প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিতে আরশুকে রীতিমতো সম্মান জানানো হয়েছে। এতটুকু বয়সে তার এই ভাবনা দেখে বেশ অবাক সংশ্লিষ্ট মহলের সকলেই।
আরও শুনুন: ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী, জানেন কে এই পূর্ণা মালাবত?
সম্প্রতি আরশুর লেখা ওই চিঠির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রত্যুত্তরে পাঠানো চিঠির ছবি নেটদুনিয়ায় প্রকাশ করেছেন এক বিজেপি নেত্রী। যার ক্যাপশনে তিনিও ওই খুদের প্রশংসা করেছেন। সেইসঙ্গে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদির মহানুভবতার কথা। ঘটনায় মুগ্ধতা জানিয়েছেন নেটিজেনরাও।