যোগ দিয়েছিলেন মদ্যপান ছাড়ানোর উদ্যোগে আয়োজন করা একটি মিছিলে। কিন্তু সেখান থেকে মদ্যপানের গুণাগুণের কথাই সোচ্চারে জানালেন ছত্তিশগড়ের এক মন্ত্রী। যা দেখে তাজ্জব নেটিজেনরা। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
কোনও জনসেবামূলক কাজকর্ম নয়, স্রেফ বেফাঁস মন্তব্য করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ছত্তিশগড়ের এক কংগ্রেস মন্ত্রী। নেশামুক্তির এক মিছিল থেকে যেভাবে মদ্যপানের নেশার পক্ষেই কার্যত সওয়াল করেছেন তিনি, তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেবল মদ্যপানই নয়, পথ দুর্ঘটনা নিয়েও বেফাঁস মন্তব্য করেছেন হাত শিবিরের ওই মন্ত্রী। সম্প্রতি সেই দুটি ভিডিও-ই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: ‘ধর্ম যার যার উৎসব সবার’, উদাহরণ গড়ল কর্ণাটকের হিন্দু-মুসলিমের মিলিত গণেশ পূজা
ঠিক কী বলেছেন ওই মন্ত্রী?
জানা গিয়েছে, সম্প্রতি মানুষকে নেশামুক্তির বার্তা দেওয়ার উদ্দেশ্যে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল সে রাজ্যে। আর সেই অনুষ্ঠানেই বক্তব্য রেখেছিলেন ওই মন্ত্রী, ডঃ প্রেমসাই সিং টেকাম। কিন্তু দেখা যায়, মদ্যপান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মদ্যপানের গুণাগুণের কথাই সোচ্চারে জানাতে থাকেন তিনি। তিনি দাবি করেন, লোকে মদ্যপান এবং তার ক্ষতির দিকটি নিয়ে অনেক কথাই বলে, কিন্তু মদ্যপানের যে একাধিক গুণ রয়েছে সে কথা কেউ বলে না। পাশাপাশি, মদ্যপান কীভাবে করা উচিত, অর্থাৎ সেখানে জল এবং অ্যালকোহলের অনুপাত কত হওয়া উচিত, ওই মঞ্চ থেকে এ নিয়েও রীতিমতো বক্তব্য রাখেন মন্ত্রী। আর তা দেখেই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। একদিকে মন্ত্রীমশাইকে নিয়ে রসিকতার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। পাশাপাশি, একজন জনপ্রতিনিধি কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করলেন তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
আরও শুনুন: মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে নারাজ ব্যক্তি, বিদ্বেষের প্রতিবাদে সরব মহুয়া
তবে এখানেই শেষ নয়। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, পথ দুর্ঘটনা প্রসঙ্গেও এক অদ্ভুত মন্তব্য করেছেন মন্ত্রী। তাঁর মতে, যেসব অঞ্চলে রাস্তা খারাপ থাকে সেখানে পথ দুর্ঘটনা ঘটে না। কিন্তু রাস্তা ভাল হলেই পথ দুর্ঘটনার প্রবণতা বাড়ে, কারণ সেখানে লোকে জোরে গাড়ি চালায়। সব মিলিয়ে, দুটি বক্তব্যের জেরেই রীতিমতো বিপাকে পড়েছেন ওই মন্ত্রী।