মান্না দে বলেছিলেন, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এই ভদ্রলোকও সে কথা ধার করতে পারেন অনায়াসেই। কারণ চন্দ্রযান, থুড়ি মহাকাশ অভিযানের সূত্রেই যে তিনিও তাঁর সঙ্গিনীকে খুঁজে পেয়েছেন। চন্দ্রযান-৩ এর সাফল্যের পর উঠে এসেছে এই যুগলের কথাও। আসুন, শুনে নেওয়া যাক।
বিজ্ঞানীদের দীর্ঘদিনের সাধনার ফল মিলেছে অবশেষে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারত। চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। এই আকাশছোঁয়া সাফল্যে আরও একবার জয়জয়কার ইসরো-র (ISRO)। আর এই আবহেই সামনে এসেছে সেই মানুষগুলির কথা, যাঁদের প্রাণপাত করা পরিশ্রমেই এই অসাধ্য সাধন করা গিয়েছে। তাঁরা, ইসরো-র (ISRO) সেই বিজ্ঞানীরা। যাঁরা বছরের পর বছর ধরে ঘরসংসার ভুলে নিজেদের সবটুকু দিয়েছেন এই প্রকল্পে। কিন্তু কথা হল, এই দলে আবার এমন মানুষও আছেন, যাঁদের ঘরসংসারটাই কার্যত এখানে। ভাবছেন এ আবার কেমন কথা? তা ঘরের মানুষটি যদি কাজের জায়গাতেও সঙ্গেই থাকেন, তাহলে কি এ কথাই বলতে হয় না? আসলে, বলতে চাইছি এমন দুজনের কথা, ঘরে আর বাইরে দু-জায়গাতেই যাঁরা একসঙ্গেই থাকেন। হ্যাঁ, বিক্রমকে যেভাবে সফল অবতরণ করিয়েছেন তাঁরা, একইভাবে এই মহাকাশ গবেষণার ক্ষেত্রেই নিজেদের সঠিক কক্ষপথ খুঁজে পেয়েছিলেন তাঁরাও। তাঁরা ড. এস ভি শর্মা এবং ড. আর শ্রীবিদ্যা।
আরও শুনুন: ‘রকেট ওম্যান অফ ইন্ডিয়া’ ঋতু কারিদাল, অনুপ্রেরণা জোগাচ্ছেন দেশের মহিলাদের বিজ্ঞানচর্চায়
ড. শর্মা বর্তমানে ইসরো-র (ISRO) ডেপুটি ডিরেক্টর। আর ড. শ্রীবিদ্যা সেখানকারই সিনিয়র সায়েন্টিস্ট। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) প্রকল্পে বড় ভূমিকা ছিল তাঁদের দুজনেরই। অভিযানের কন্ট্রোল রুম পরিচালনা করতেন শ্রীবিদ্যা। শর্মার কথায়, দুজনে মিলে একসঙ্গে দেশের কাজ করতে পারার আনন্দই আলাদা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইসরো (ISRO) সবাইকেই একটা সুখী জীবন দেয়। আর তিনি নিজের ভালবাসার মানুষটিকেই খুঁজে পেয়েছেন এখানে। শর্মা আরও বলেছিলেন, তাঁরা এই গবেষণার কাজ করেন ভালবাসার জন্য। আর এটা বাড়তি পাওনা যে সেই কাজ তাঁদের জীবনের ভালবাসাকেও জুটিয়ে দিয়েছে।
আরও শুনুন: সব ভুলে দেশের জন্য কাজ করুন জয়ন্ত, উত্তরপাড়ার বাঙালি বিজ্ঞানীকে উৎসাহ জোগাচ্ছে পরিবার
আমরা জানি, স্ত্রীর আরেক সমার্থক শব্দ হল সহধর্মিণী। অর্থাৎ যে একই ধর্ম পালন করে। এখানে আক্ষরিক অর্থেই একই ধর্ম পালন করে চলেছেন এই বিজ্ঞানী দম্পতি। নিজেদের ইসরো-র (ISRO) গর্বিত দম্পতি বলেই পরিচয় দিয়ে থাকেন ড. এস ভি শর্মা এবং ড. আর শ্রীবিদ্যা।