ডেটে গেলে কী করবেন আর কী করবেন না? সঙ্গী ও নিজের সম্পর্ককে বুঝে নেবেনই বা কীভাবে? এইসব নিয়েই টিপস দিচ্ছে নবম শ্রেণির একটি পাঠ্য বই। ভাবছেন, বিষয়টি ঠিক কী? আসুন, তাহলে শুনেই নেওয়া যাক।
প্রেম করা যায় কীভাবে, সে বিষয়ে কার্যত টিপস মিলছে টেক্সট বুক থেকেই। প্রেম ভাঙলে তা সামলানো যাবে কীভাবে, তা নিয়েও রয়েছে পরামর্শ। হ্যাঁ, সম্প্রতি এমনই বক্তব্য দেখা গেল সিবিএসই বোর্ডের এক পাঠ্য বইয়ে। এই বিষয়ে রীতিমতো একটি চ্যাপ্টারই রয়েছে বইটিতে। যার নাম ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপস’। আর সেই অধ্যায়ের ছবিটি সামনে আসতেই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: প্রেমিকা কাঁদলে বিরক্ত হন! তরুণীর চোখের জলেই নাকি শান্ত হয় রাগী পুরুষের মন
প্রেম কি আর বয়সের বাধা মানে? যে কোনও বয়সেই তো সে এসে পড়তে পারে মহাসমারোহে। অথচ কম বয়সের প্রেমে আবেগ যতখানি থাকে, যুক্তি ততখানি কাজ করে না অনেকসময়েই। আর তখনই সম্পর্কের মধ্যে ছোট ছোট ফাঁক দিয়ে ঢুকে পড়ে বিস্তর গোলমাল। এর ফলে কিশোর বয়সে মানসিক টানাপোড়েনও কম চলে না। সেই ক্ষেত্রেই এবার পড়ুয়াদের দিকে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিতে চাইছে সিবিএসই। নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ভ্যালু এডুকেশন, অর্থাৎ নীতিশিক্ষা চালু করেছে ওই বোর্ড। আর সে বিষয়ের বইতেই রয়েছে এমন একটি অধ্যায়। নিজেকে এবং সঙ্গীকে ভালোভাবে বুঝে নেওয়া যায় কীভাবে, প্রেমের ক্ষেত্রে সেই বোঝাপড়া কতখানি জরুরি, এই দিকটি মাথায় রেখেই ওই অধ্যায়ের প্রস্তাবনা।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ১৪ বছর বয়সের দুজন ছেলেমেয়ের কথা দিয়ে শুরু হয়েছে অধ্যায়টি। টিউশনের সূত্রে তাদের আলাপ, তারপর রসিকতার পথ ধরে দুজনের খানিক কাছাকাছি এসে পড়া। সত্যি বলতে, বাস্তব দুনিয়ায় এমনটা তো আকছার ঘটেই থাকে, তাই না? বয়ঃসন্ধির সময়ে কোনও একটি বিশেষ মানুষকে একটু বেশি ভালো লেগে যায় অনেকেরই। তা জানাজানি হলে আবার শাসন গর্জনের ভয়। কিন্তু আসলে শাসন নয়, পাশে দাঁড়ানোই যে এই সময়ে বেশি জরুরি- সে কথাই আরও একবার মনে করিয়ে দিল এই বোর্ড। কারণ সব ভালো লাগার শেষে তো আর মধুরেণ সমাপয়েৎ থাকে না। কোথাও আসে ভুল বোঝাবুঝি, কোথাও প্রেম ভাঙে, কোথাও ভেঙে যায় বিশ্বাসও। প্রেম খানিক পুরনো হলে একজন আচমকাই অন্যজনের জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, এবং এই সরে যাওয়ার কোনও কারণও দেখাচ্ছে না, এমন ঘটনাও হামেশাই ঘটে থাকে। আর এই ডিজিটাল যুগে প্রেমের ছল করেই প্রতারণার ফাঁদও কম নেই। ক্যাটফিশিং অর্থাৎ একজনের ছবি বা তথ্য ব্যবহার করে অন্য কাউকে ঠকানো যেমন রয়েছে, তেমনই গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের ঘটনাও ঘটছেই। পরিণত বয়সেও যেখানে অনেকেই এইসব ফাঁদে পা দিয়ে বসছেন, সেখানে কম বয়সের আবেগে ভুল করা তো আরোই সহজ। উপরন্তু শাসনের ভয়ে সে কথা লুকিয়ে রাখতে গিয়ে অনেকসময়ই ভুল পদক্ষেপ নিয়ে বসে কেউ কেউ। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আগে থেকে সতর্ক করা যে কতখানি জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও শুনুন: টাকা দিলেই মিলবে ভালবাসা! এই দেশে ভাড়ায় মেলে প্রেমিক-প্রেমিকা, যাবেন নাকি?
তা ছাড়া সম্পর্কে প্রতারণার ঘটনা না ঘটলেও, তার আরও কিছু দায়িত্ব থাকে বইকি। অহেতুক সন্দেহ, বাড়তি অধিকারবোধ, কথায় কথায় সঙ্গীর ভুল ধরা কিংবা রাগ দেখানো- এ সবকিছুই কোনও সুস্থ সম্পর্ককেও শেষের দিকে ঠেলে দিতে পারে। আর এই সব বিষয় নিয়েই কথা বলা হয়েছে এই বইটিতে। সিবিএসই বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নেটিজেনরাও। কম বয়সেই যথাযথভাবে সম্পর্কের পাঠ পেলে, অসুস্থ সম্পর্কের পরিমাণও কমবে বলে আশা প্রকাশ করেছেন নেটনাগরিকদের একাংশ।