বাইরে যাবেন। তার জন্য ঘরে বসেই ক্যাব বুকের চেষ্টা করছিলেন স্বস্তিকা। কিন্তু একি! বুকিং নিতেই চাইল না ক্যাব সংস্থা। কারণ হিসাবে জানা গেল, নামেই যত সমস্যা! ব্যাপারটা ঠিক কী? আসুন শুনে নেওয়া যাক।
রাস্তায় বেরিয়ে গাড়ি খোঁজার ঝক্কি নেই। এক ক্লিকেই দরজার সামনে চলে আসবে গাড়ি। অনলাইন খাবার ডেলিভারির মতোই অ্যাপ ক্যাব পরিষেবায় রীতিমতো স্বচ্ছন্দ অনেকেই। সবসময় যে চাইলেই বুকিং হবে তার কোনও মানে নেই। অনেকসময় আশেপাশে গাড়ি না থাকলেও বুকিং পেতে সমস্যা হয়। তবে এক্ষেত্রে সেসব কিছুই হয়নি। স্রেফ নাম নিয়ে আপত্তি তুলেই স্বস্তিকার বুকিং নিতে চায়নি ক্যাব সংস্থা।
আরও শুনুন: ‘ইসলামিক দেশে ওড়না নেই কেন?’ সাক্ষাৎকারের আগেই সঞ্চালিকার মাথা ঢাকলেন পাকিস্তানি যুবক
একে তো গাড়ি আসেনি। সে সমস্যাই বটে। তার ওপর যে কারণে বুকিং বাতিল করা হয়েছে, তাও ভারি অদ্ভুত। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্বস্তিকা নামেই যত গোলমাল। পরিষেবা পেতে হলে বদলাতে হবে নাম। শুধু তাই নয়। কিছুদিন আগে, ওই সংস্থা থেকেই অনলাইনে খাবার আনার চেষ্টা করেছিলেন সংস্থা। তখনই নাম নিয়ে আপত্তি ওঠে। সরাসরি বুকিং বাতিল করে দেয় ক্যাব সংস্থা। তারপর থেকে ইও সংস্থার তরফে কোনও পরিষেবায় পাননি স্বস্তিকা। এদিকে, নামে কী সমস্যা সেটাও বুঝে উঠতে পারছিলেন না। হিন্দু ধর্মে স্বস্তিক অতি পবিত্র চিহ্ন। সেইমতো স্বস্তিকা শব্দের সঙ্গেও সৌভাগ্য জড়িয়ে। অথচ সেই নাম নিয়ে আপত্তি তুলেছে ক্যাব সংস্থা। আসলে ব্যাপারটা অন্য জায়গায়। স্বস্তিকা নিজেও তা বুঝতে পেরে বেশ অবাক হয়েছেন।
আরও শুনুন: মাত্র ৩০ সেকেন্ডেই শেষ ভোটদান! সবচেয়ে কম সময়ে নির্বাচনের নজির গড়ল কারা?
ঘটনাটি অস্ট্রেলিয়ার। সেখানকার বাসিন্দা স্বস্তিকা চন্দ্রকেই বিগত কিছুদিন ধরে বয়কট করে রেখেছে জনপ্রিয় অ্যাপক্যাব। আসলে, স্বস্তিকা নামের সঙ্গে স্বস্তিক চিহ্নের মিল খুঁজে পেয়েছে ওই সংস্থা। তবে ওই চিহ্ন যে হিন্দু ধর্মেরও প্রতীক, সেই নিয়ে ধারণা ছিল না তাদের। তাই স্বস্তিক চিহ্নের সঙ্গে মিল থাকা হিটলারের নাৎসি দলের প্রতীক হিসেবেই ব্যাপারটা দেখেছে ওই সংস্থা। আর হিটলারের প্রসঙ্গ জুড়েছে দেখেই সরাসরি স্বস্তিকাকে বয়কট করেছে সংস্থা। প্রথমে কিছু বুঝতে না পারলেও, পরে বিষয়টি নিয়ে সরব হন স্বস্তিকা। তাঁর নামের সঙ্গে নাৎসি দলের কোনও যোগ নেই সে কথা সর্বসমক্ষে জানান তিনি। তাঁকে সমর্থন জানায় সে দেশের হিন্দু পরিষদ। হিটলার তাঁর দলের জন্য ওই চিহ্ন ব্যবহারের বহু আগে থেকেই হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন রয়েছে। কাজেই এতেই অপরাধের কিছু নেই। একইসঙ্গে স্বস্তিকা এও জানান, তাঁর নামের অর্থ সৌভাগ্য, এই নাম আসলে শুভ বার্তা বয়ে আনে। ঘটনাটি প্রশাসনের নজরে আসে। তাঁরাও সবটা শুনে স্বস্তিকার হয়েই সওয়াল করেন। এবং তাঁর নামের সঙ্গে হিটলারের দলের কোনও যোগ নেই সে কথাও ঘোষণা করা হয়। এতকিছুর পর নড়েচড়ে বসতে বাধ্য হয় ক্যাব সংস্থাও। অনিচ্ছাকৃত ভুলের জন্য স্বস্তিকার কাছে ক্ষমাও চাওয়া হয় সংস্থা তরফে। সামগ্রিক ভাবে সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে জানান ক্যাব সংস্থা। কোনওভাবেই হিটলারের দলের সাথে যুক্ত বা সেই আদর্শে অনুপ্রাণিত কাউকে পরিষেবা যাতে না দেওয়া হয়, তা নিশ্চিত করতেই এমনটা করেছিল ক্যাব সংস্থা। কিন্তু এর সঙ্গে হিন্দু ধর্মের যোগ থাকার বিষয়টি অজানা ছিল বলেই জানিয়েছে সংস্থা। তবে এই ঘটনাকে নিজেদের ভুল বলেই স্বীকার করে নিয়েছে ওই ক্যাব সংস্থা।