বিয়ের উপহার হিসেবে নিয়ে যেতে হবে ৯০ হাজার টাকা। নাহলে সেখানে যাওয়ার অনুমতি মিলবে না। সম্প্রতি এমন দাবি করে চর্চায় উঠে এসেছেন এক কনে। যদিও তাঁর সেই দাবি মেনে নেননি কেউই। তাই রাগে দুঃখে বিয়েটাই বাতিল করেছেন তিনি। কিন্তু হটাৎ এতটাকা কেনই বা চাইলেন ওই মহিলা? আসুন শুনে নিই।
বিয়ের আমন্ত্রণ হিসেবে পরিচিতিদের মেইল পাঠিয়েছেন কনে। তবে সেইসঙ্গে জুড়ে দিয়েছেন এক বিশেষ শর্ত। যারা আসবেন, তাদের উপহার হিসেবে আনতে হবে ৯০ হাজার টাকা। ঠিক এমনটাই সেখানে দাবি করেছেন ওই কনে। আর এতে আপত্তি জানালে, নিমন্ত্রিতের তালিকা থেকেই বাদ যাবে ওই অতিথির নাম।
আরও শুনুন: চুমু খেয়ে ডেটল দিয়ে মুখ ধুয়েছিলেন নীনা, কেন এমনটা করেছিলেন অভিনেত্রী?
শুনতে অবাক লাগলেও সত্যি। কানাডার এক মহিলা ঠিক এমনটাই দাবি করেছিলেন তাঁর বিয়ে উপলক্ষে। কিন্তু বাস্তবে সেই দাবি মেনে নেননি কোনও অতিথি। অনেকেই সাফ জানিয়ে দেন, এতটাকা তাঁদের পক্ষে উপহার হিসেবে দেওয়া সম্ভব নয়। আর এতেই বেজায় চটেছেন ওই মহিলা। রাগে, দুঃখে বিয়েটাই বাতিল করেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, হঠাৎ অতিথিদের কাছ থেকে কেন এত টাকা দাবি করেছেন ওই মহিলা?
আরও শুনুন: দেশের নামবদল বিতর্কে নয়া মোড়, এবার গুগল ম্যাপেও হাজির ‘ভারত’
কারণটা বেশ অদ্ভুত। আসলে বিয়ে নিয়ে কিছু মানুষের নানা স্বপ্ন থাকে। পছন্দের সেলিব্রিটির মতো রাজকীয় ধাঁচে বিয়ে, কিংবা বিদেশের মাটিতে বিয়ের আসর। কারও আবার বিয়ের অনুষ্ঠানে খাবারের জন্য বিশাল অঙ্কের টাকা খরচের শখ থাকে। সেইসঙ্গে রাজকীয় সাজ তো রয়েছেই। কনেকে সবার থেকে আলাদা দেখাতে হবে বিয়ের দিন। তার জন্য সেরার সেরা পোশাক, গয়না-সহ যা কিছু দরকার সবই চাই। কিন্তু এসব তো আর বিনামূল্যে হবে না। আয়োজন যাই হোক না কেন, তাতে খরচের বহর যথেষ্টই। আর সেই খরচ তুলতেই অতিথিদের কাছে অমন আবদার করেছিলেন কনে। তাঁর দাবি, রাজকীয় ভাবে বিয়ে করার শখ তাঁর বহুদিনের। কিন্তু হাজার চেষ্টা করেও সেই আয়োজনের জন্য যে পরিমাণ টাকা দরকার, তা যোগাড় করতে পারেননি তিনি। এমনকি বেশ কিছু পরিচিত মানুষের সাহায্য পেয়েও বিশেষ লাভ হয়নি। এদিকে বিয়ে করলে ওই ভাবেই করবেন বলে পণ করেছিলেন মহিলা। তাই বাধ্য হয়েই অতিথিদের কাছে উপহার হিসেবে টাকা চেয়েছিলেন তিনি। তবে ঠিক ন হাজার কেন? আসলে তিনি হিসাব করে দেখেন, যে কজনকে তিনি বিয়েতে নিমন্ত্রণ জানাতে চাইছেন, তারা ওই পরিমাণ টাকা দিলেই তাঁর শখ মিটবে। তাই বেশি নয়, নির্দিষ্টভাবে ৯০ হাজার টাকা পাঠানোর কথাই তিনি জানান। কিন্তু এত টাকা দেওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। কেউ কেউ সেকথা সরাসরি জানিয়ে দেন ওই মহিলাকে। বদলে যদি নিমন্ত্রণ বাতিল হয়, তাই সই। এক এক করে দেখা প্রায় কেউই ওই পরিমাণ টাকা দিয়ে বিয়ের পার্টিতে আসতে রাজি নন। তাই বিয়েটাই বাতিল করে দেন কনে। যদিও বাতিলের কারণ হিসেবে খানিক অভিমানের সুরে অতিথিদের টাকা না দেওয়ার ঘটনাটাই উল্লেখ করেন তিনি। আসলে সবাই যে এভাবে টাকা দিতে অস্বীকার করবেন এমনটা ভাবতেই পারেননি ওই মহিলা। তাই বিয়ে বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর কাছে। তবে এই ঘটনায় নেটদুনিয়ায় বেশ শোরগোল পড়েছে। আজকাল অনেকেই নিমন্ত্রণ পত্রে উল্লেখ করে দেন উপহার না নিয়ে আসার কথা। সেখানে এই মহিলা স্রেফ উপহার নয়, ৯০ হাজার টাকা দাবি করেছেন দেখে বেজায় অবাক নেটদুনিয়ার একাংশ।