পড়াশোনায় ভাল না হলে তার কপালে জোটে ‘গাধা’ বলে তকমা। এককালে নাকি পাঠশালায় এমন পড়ুয়াদের গাধার টুপি পরিয়ে শাস্তি দেওয়া হত। কিন্তু সেই গাধার দৌলতেই শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে কলম্বিয়ার প্রান্তিক অঞ্চলে। কীভাবে? শুনে নিন।
অ্যালফাবেট শব্দের অর্থ যে বর্ণমালা, সে কথা তো সবাই জানি। কিন্তু যদি বলি গাধার নাম অ্যালফাবেট? আজ্ঞে হ্যাঁ। কলম্বিয়ার লুই সারিয়ানো নামে এক ভদ্রলোকের পোষা দুটি গাধার নাম আলফা ও বেটো, দুয়ে মিলে আলফাবেটো অর্থাৎ অ্যালফাবেট। তবে এমনি এমনি এমন নাম হয়নি কিন্তু। এই দুই গাধার সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে শিক্ষার। কীরকম? সে কথাই বলা যাক।
আরও শুনুন: একই গাছে দশ রকম ফল, তাক লাগানো আবিষ্কারে গিনেস রেকর্ড হুসামের
আসলে গাধার পিঠেই যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দেবার ব্রত নিয়েছেন লুই সারিয়ানো। বিবলিওবুরো (Biblioburro) নামে এক অভিনব লাইব্রেরি খুলে ফেলেছেন তিনি। গ্রিক ‘বিবলিও’ অর্থাৎ বই এবং স্প্যানিশ ‘বুরো’ অর্থাৎ গাধা শব্দের সমন্বয়ে গঠিত বিবলিওবুরো শব্দটি। এই লাইব্রেরিতে কোনও মানুষ আসে না, পরিবর্তে এই চলমান লাইব্রেরিটি নিজেই পৌঁছে যায় পাঠকের দরজায়। দুর্গম অঞ্চলে থাকেন যে মানুষেরা, বই যাঁদের কাছে সুলভ কোনও বস্তু নয়, সেইসব মানুষগুলিকে এমন করেই বইয়ের স্বাদ দিতে চান সারিয়ানো।
কলম্বিয়ার উত্তর প্রান্তে লা গ্লোরিয়া অঞ্চলের এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন এই মানুষটি। লা গ্লোরিয়া এমনিতে বেশ পিছিয়ে পড়া এলাকা। জীবনযাত্রা এখানে কঠিন। শিক্ষার চলই নেই তেমনভাবে। এমনকি সারিয়ানোর অধিকাংশ ছাত্রদের কাছে কোনও বই পর্যন্ত ছিল না। ফলে তাদের পক্ষে স্কুলের পড়া বাড়িতে এসে ঝালিয়ে নেওয়া বা বাড়ি থেকে পড়ে যাওয়া সম্ভব হত না। সারিয়ানোকে ভাবিয়ে তুলেছিল এই সমস্যা। তবে কি, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, শিক্ষার সুযোগ থেকেই বঞ্চিত হবে তারা? সারিয়ানো সিদ্ধান্ত নিয়েছিলেন, এর সুরাহা করতে হবে তাঁকে। আর সেই কারণেই নিজের বইগুলোকে গাধার পিঠে চড়িয়ে দূরের পাহাড়ি অঞ্চলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। কিনে ফেলেন এই দুটি গাধা।
আরও শুনুন: স্রেফ একটি কুকুরের কারণেই দুই দেশের মধ্যে হল রক্তক্ষয়ী যুদ্ধ, জানেন এই ঘটনা?
১৯৯৮ সালে একক উদ্যোগে মাত্র ৭০টি বই দিয়ে পথ চলা শুরু হয় সারিয়ানোর। সপ্তাহান্তে আলফা আর বেটোকে সঙ্গী করে আশেপাশের পাহাড়ি উপত্যকার গ্রামগুলিতে পাড়ি জমানো শুরু করেন তিনি। কখনও দুর্ঘটনার মুখে পড়েছেন, কখনও পড়েছেন ডাকাতের কবলে। ঘটনাচক্রে ডাকাতদেরও বই গছিয়ে দিয়েছেন তিনি। তাঁর কাছে টাকা-পয়সা না পেয়ে ডাকাতরা পাওলো কোয়েলহোর উপন্যাস ‘Brida’ নিয়ে যায়। কিন্তু কোনও প্রতিকূলতাই দমিয়ে রাখতে পারেনি সারিয়ানোকে।
কলম্বিয়ার একজন সাংবাদিক জুয়ান গোসিয়েন-এর কাছ থেকে তাঁর লেখা উপন্যাসের একটি কপি চেয়েছিলেন সারিয়ানো। তাঁর লাইব্রেরির জন্যেই। গোসিয়েন এই উদ্যোগের কথা তাঁর বেতারকেন্দ্র থেকে সম্প্রচার করেন, আর তার পরেই পৃথিবীর সামনে আসে এই খবর। অনুদান হিসেবে আসতে থাকে আরও বই। ভরে উঠতে থাকে বিবলিওবুরোর ভাণ্ডার। আরও বেশি করে বই নিয়ে এখনও প্রত্যেক সপ্তাহের শেষে কলম্বিয়ার দুর্গম প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছে যাচ্ছেন লুই সারিয়ানো।