তুমি কি কেবলই ছবি? শুধু পটে লিখা! উঁহু, ভুলভুলাইয়াকে কিন্তু সে কথা বলা যাবে না। কেবল রিলে নয়, রিয়েলেও সে হাজিরা দেয় দিব্যি। তাও এক নয়, একাধিক জায়গায়! ভাবছেন, মানেটা কী? তাহলে শুনেই নিন।
“তেরি আঁখে ভুলভুলাইয়া, বাতেঁ হ্যায় ভুলভুলাইয়া”… আর সেই ভুলভুলাইয়ার চক্করে কিনা শেষমেশ ভূতের খপ্পরে! হ্যাঁ, বলিউডের হাড়-হিম-করা ভূতুড়ে সিনেমার কথা উঠলেই একবাক্যে ভুলভুলাইয়া ছবির কথা মাথায় আসে। সেই জনপ্রিয়তার দৌলতেই না ভুলভুলাইয়া ১, ২ এমনকি পার্ট ৩-ও এসে হাজির সিনেপ্রেমীদের কাছে। কিন্তু এবার যদি আপনাকে বলা হয়, ভুলভুলাইয়ার সম্মোহন আপনার হাতের নাগালেই রয়েছে?
কী, থমকে গেলেন তো! তাহলে খুলেই বলি।
না না, এ কোনও গল্প নয় আসলে। একেবারে বাস্তব ঘটনা। সত্যিকারের ভুলভুলাইয়ার কথা। স্থানীয়ভাবে ভুলভুলাইয়া নামে পরিচিত হলেও এই জায়গাটির পোশাকি নাম বড় ইমামবাড়া। আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ১৭৮৪ সালে নবাব আসাফ-উদ-দৌলা এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় এই প্রাসাদ নির্মাণ করেন। উদ্দেশ্য গরিব প্রজাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যাতে কাজের বিনিময়ে খাবার বা অর্থ জোটে বুভুক্ষু মানুষগুলোর। কিন্তু সেই সুবাদেই গড়ে উঠল অপরূপ এক প্রাসাদ। এমন নিখুঁত নকশায় এই প্রাসাদটি নির্মিত হয়েছে যে সহজেই সেখানে আপনার চোখে ধাঁধা লাগতে পারে। দেখে মনে হতে পারে এর করিডরগুলি সচল। এভাবেই আপনার স্থির দৃষ্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে মুঘল নকশা। আর এখানেই সেই গোলকধাঁধা। এদিকে ওদিকে নানা রাস্তা আর গলিঘুঁজি আপনাকে ভুলিয়ে দিতে পারে সঠিক পথ।
এই তো গেল ভারতের কথা। এ ছাড়াও আরও নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন নানান রহস্যের খোরাক, যাদের ভুলভুলাইয়া বললে ভুল হয় না। জানেন কি, যুক্তরাজ্যের ‘লংলেট মেজ’ নামের জায়গায় একটি উঁচু স্তম্ভ রয়েছে। এটি দেড় মাইলের থেকেও বেশি দীর্ঘ। কিন্তু তাতে প্রবেশ করা মাত্র তার কানাগলিতে হারিয়ে যেতে পারেন আপনি।
তবে সবচেয়ে মজার গোলকধাঁধাটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যার নাম ‘ডল প্ল্যান্টেশন’। এই গোলকধাঁধাটি আসলে একটি মনোরম বাগান। আবার তার আকৃতি অবিকল আপেলের মতো। আড়াই মাইল জায়গা জুড়ে অবস্থিত এই বাগানটির অলিগলি খুঁজে সঠিক জায়গায় পৌঁছতে পারলেই উপহার দেওয়া হয় একটি মিষ্টি।
তাহলে দেখলেন তো, ভুলভুলাইয়া আর কিন্তু শুধু সিনেমার পর্দাতেই আটকে নেই। যেকোনো দিনই কিন্তু আপনিও গিয়ে পড়তে পারেন এমনই কোনও একটি বাস্তব ভুলভুলাইয়ার সামনে!