প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার শান্তি কামনায় অভিনব উদ্যোগ নিল ব্রিটেনে অবস্থিত একাধিক মন্দির। সমবেতভাবে ভজন কীর্তনে অংশ নিলেন মন্দিরের সদস্যরা। লাগানো হল ১৮০০ তুলসী গাছও। রানিকে শ্রদ্ধা জানাতেই তাঁদের এই উদ্যোগ, জানিয়েছেন ভক্তরা। শুনে নেওয়া যাক।
৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এখনও ওয়েস্টমিনস্টার হলে শায়িত রয়েছে তাঁর মরদেহ। তাঁকে শ্রদ্ধা জানাতে দলে দলে ভিড় জমিয়েছেন সে দেশের সব শ্রেণির মানুষ। আর সেই দলেই এবার যোগ দিলেন সে দেশে থাকা ভারতীয় হিন্দু সম্প্রদায়ের এক বড় অংশ। রানিকে শ্রদ্ধা জানাবার জন্য ধর্মের অনুষঙ্গেই এক অভিনব উপায় বেছে নিলেন তাঁরা। ধর্মীয় প্রার্থনা সংগীত গেয়েই মৃতা রানির আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।
আরও শুনুন: টিপু সুলতানের মৃতদেহ থেকেই খুলে নেওয়া হয় বহুমূল্য আংটি! কোহিনূর ছাড়াও কী কী লুঠ করেছিল ব্রিটিশরা?
৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংলন্ডেশ্বরী দ্বিতীয় এলিজাবেথ। তারপর থেকেই রাজকীয় রীতি রেওয়াজ মেনেই শুরু হয়েছে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া। ‘অপারেশন ইউনিকর্ন’ নামের এই পরিকল্পনা মোতাবেক স্কটল্যান্ডের প্রাসাদ থেকে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়েছে রানির দেহ। রানিকে যাতে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন দেশবাসী, সে কারণে ওয়েস্টমিনস্টার হলের দরজা খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। ওয়েস্টমিনস্টার হলে কফিন পৌঁছনো পর্যন্ত রানিকে শ্রদ্ধা জানাতে প্রতি এক মিনিট অন্তর বেজে উঠেছে বিগ বেন। আর এই পুরো যাত্রাপথেই বিভিন্ন উপায়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। এবার সেই দলে শামিল হলেন সে দেশের হিন্দু ধর্মাবলম্বী ভারতীয়দের অনেকেই। সম্প্রতি পশ্চিম লন্ডনের অনুপম মিশন স্বামীনারায়ণ মন্দিরে জমায়েত হয়েছিলেন একাধিক ধর্মীয় সংগঠনের প্রায় ৬০০ সদস্য। ইংল্যান্ডের জাতীয় সংগীত দিয়ে শুরু হয়েছিল সমাবেশ। এরপর ভজন, কীর্তনের মতো হিন্দু প্রার্থনা সংগীত গেয়েই রানির আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা। পাশাপাশি মিশন চত্বরে, যেখানে ব্রিটেনের প্রথম হিন্দু শ্মশান তৈরি করা হয়েছে, সেখানে ১৮০০ তুলসী গাছ লাগানো হয়েছে। এই সংঘের সদস্য মুনা চৌহান জানিয়েছেন, ব্রিটেন জুড়ে মোট ৭০০০ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন তাঁরা। এদিকে লিভারপুলের রাধা কৃষ্ণ মন্দিরে হোমযজ্ঞের পাশাপাশি আয়োজন করা হয়েছে প্রার্থনা সভারও। আর এভাবেই প্রয়াত ইংলন্ডেশ্বরীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ওই ভক্তরা।