যাত্রীদের মাটিতে রেখেই আকাশে উড়ান দিল বিমান। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও সত্যি। সম্প্রতি এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এক বিমানে। যার জেরে প্রবল সমস্যায় পড়তে হয়েছে ওই যাত্রীদের। কীভাবে ঘটল এমন কাণ্ড? আসুন, শুনে নিই।
বৈধ টিকিট ছিল সঙ্গেই। লটবহর নিয়ে সময়মতো বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন যাত্রীরা। তবুও নির্দিষ্ট বিমানে সফর করা হল না শেষমেশ। আজ্ঞে হ্যাঁ, বিমানটি যখন উড়ে যায়, তখনও যাত্রীরা বিমানবন্দরেই রয়েছেন। বিমানে তোলা হয়েছে শুধুমাত্র তাঁদের ব্যাগপত্তর। কিন্তু সেই অবস্থাতেই হঠাৎ আকাশে উড়ান দিল নির্দিষ্ট বিমানটি। আর মাটিতেই রয়ে গেলেন ৫৫ জন যাত্রী।
আরও শুনুন: গণেশ চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরুতে বন্ধ মাংসের দোকান, নয়া নির্দেশিকা জারি প্রশাসনের
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানমন্দরে। ঘটনার দিন ভোরবেলা বেসরকারি সংস্থার একটি বিমান, বেঙ্গালুরু থেকে দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী যাত্রীদের থেকে প্রথমেই আলাদা করে দেওয়া হয় তাঁদের লাগেজগুলি। সেগুলি বিমানে চাপিয়ে দেওয়ার দায়িত্ব থাকে কর্মীদেরই। এদিকে যাত্রীদের একটি বাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই বাধে গোলমাল। বিমান পর্যন্ত পৌঁছনোর বাসেই প্রায় এক ঘণ্টা ধরে আটকে ছিলেন ৫৫ জন যাত্রী। বাস বিমানের কাছে পৌঁছানোর আগেই যাত্রীরা জানতে পারেন তাঁদের নির্ধারিত বিমানটি উড়ান দিয়েছে।
আরও শুনুন: টিপু সুলতান ‘মুসলিম গুন্ডা’, বিজেপি বিধায়কের মন্তব্যে জোর বিতর্ক কর্ণাটকে
এমন অব্যবস্থার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই যাত্রীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই যা বচসার আকার নেয়। বিমানবন্দরে থাকা কর্মীদের তাঁরা নানারকম প্রশ্ন করতে থাকেন, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। অন্যদিকে বাসের মধ্যে থেকেই কিছু যাত্রী সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার কথা প্রকাশ করেন। অনেকে আবার ডিজিসিএ ও অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করে কৈফিয়ত চান। যদিও বিষয়টি নিয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে ওই বেসরকারি সংস্থাটি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে অপেক্ষারত যাত্রীদের জন্য আবারও একটি বিমানের ব্যবস্থা করে দেয় সংস্থা। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পর সেই নতুন বিমানে চড়েই শেষমেশ দিল্লির উদ্দেশে রওনা দেন যাত্রীরা। কিন্তু ঠিক কী কারণে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, তার সঠিক ব্যাখ্যা মেলেনি ওই সংস্থার তরফে। সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে রিপোর্ট তলব করেছে ডিজিসিএ ওরফে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।