শুনলে মনে হবে রাজার বাড়ির ভোজ! অথচ আয়োজন করেছেন এক ভিক্ষুক। সম্প্রতি ঘটেছে ঠিক এমনটাই। এক ভিখারি তাঁর বাড়ির অনুষ্ঠানে খরচ করেছেন কোটি কোটি টাকা। ঠিক কেমন আয়োজন করেছিলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
অতিথি ২০ হাজার। অনুষ্ঠানে প্রায় সকলেই এসেছিলেন। তার জন্য আলাদা করে গাড়িও পাঠানো হয়েছিল। সবমিলিয়ে খরচ হয়েছে প্রায় ১.২৫ কোটি। কিন্তু এই অনুষ্ঠান কোনও রাজার বাড়িতে নয়, হয়েছে এক ভিখারির বাড়িতে।
ঘটনা পাকিস্তানের। সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোটের উপর ভালো না বললেই চলে। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম। এদিকে কারও উপার্জন তেমন নেই। সরকারি কোষাগারের অবস্থাও শোচনীয়। সেই নিয়ে আন্তর্জাতিক মহলেও চর্চা হয়। অথচ এই পাকিস্তানেই কোটি টাকা খরচ করে অনুষ্ঠান সারলেন এক ব্যক্তি। উচ্চবিত্ত কেউ এমন অনুষ্ঠান করলে প্রশ্ন উঠত না! কারণ তাঁরা রাজকীয় ভাবেই অনুষ্ঠান সারেন। কিন্তু কোনও ভিখারি যদি এমনটা করেন, তাহলে তো চর্চা হবেই! জানা গিয়েছে, পাকিস্তানের গুরজানওয়ালা অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় ভিক্ষুক। অন্যের দানেই সংসার চলে তাঁর। তবে সাধারণ ভিখারি তিনি নন। কারণ ভিক্ষা করেই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। অন্তত যেভাবে বাড়ির অনুষ্ঠানে তিনি খরচ করেছেন, তার থেকে এমন ধারণাই মিলছে।
শুধু স্থানীয়দের নয়, বাড়ির অনুষ্ঠানে দূর দূরান্তের অতিথিদের নিমন্ত্রণ পাঠিয়েছিলেন তিনি। এসেওছিলেন সকলে। অবশ্য না আসার কোনও কারণ ছিল না, প্রত্যেককে নিয়ে আসার জন্য গাড়ির ব্যবস্থা ছিল। স্রেফ অতিথিদের আনার জন্য দু হাজার গাড়ি ঠিক করা হয়। এরপর খাবারের তালিকা, হাতে গুনে শেষ করা যাবে এমন আয়োজন ছিল। মাছ মাংস পোলাও বিরিয়ানি কী না ছিল! সঙ্গে ছিল হরেক রকমের মিষ্টি। যার যত খুশি খেতে পারে, এমনটা আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন ওই ভিক্ষুক ব্যক্তি। তাই কবজি ডুবিয়ে সকলে খেয়েছিলেন। রাজকীয় রান্নার ভিডিও-ও প্রকাশ পেয়েছে সোশাল মিডিয়ায়। তা দেখে অবাক হয়েছেন অনেকেই। এ দেশের মানুষও দেখেছেন সেই ভিডিও। তা নিয়ে সমালোচনাও হয়েছে। অনেকেই পাকিস্তানের বর্তমান অবস্থার কথা মনে করিয়ে এমন অনুষ্ঠানের নিন্দা করেছেন। পালটা ভারতের নামে বিরূপ মন্তব্য করেছেন অনেকে। সবমিলিয়ে বিষয়টা নিয়ে মেতে রয়েছে নেটদুনিয়া। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এই নিয়ে খবরও করেছে। সে দেশের উচ্চবিত্তরাও বেজায় অবাক এমন কাণ্ড দেখে। তবে ভিক্ষুক হয়েও ওই ব্যক্তি যে মহানতার পরিচয় দিয়েছেন তা কুর্নিশও জানিয়েছেন অনেকেই।