পরনের জামা-কাপড় একেবারেই ছেঁড়া। গায়ে,মুখে লেগে রয়েছে ঝুল কালি। এমন অবস্থায় কাউকে দেখলে অনেকেই ভেবে নেবেন, এ নিশ্চয়ই কোনও ভিখারি। কিন্তু সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, ঠিক এই অবস্থাতেই ঝাঁ চকচকে মোবাইলের দোকানে ঢুকছেন এক ব্যক্তি। তারপর, কীরলেন তিনি সেখানে? আসুন শুনে নিই।
কথায় আছে, আগে দর্শনধারী তো পরে গুণবিচারী। সেই হিসেবে ধোপদুরস্ত পোশাক পরা কাউকে দেখলে আমরা সহজেই ভেবে নিই তিনি সজ্জন। আবার ছেঁড়া ফাটা জামা পরা, কাউকে দেখলে অনেকেরই মনে হয়, তিনি নিশ্চয়ই ভিখারি। বাইরের এই আবরণের বিচারেই যেন কিছু অলিখিত নিয়ম প্রচলিত হয়েছে সমাজে। এখানে, তথাকথিত অপরিস্কার কারও পাশে দাঁড়াতেও অস্বস্তি বোধ করেন অনেকেই। এমনকি এই অবস্থায় কেউ, কোনও বড় দোকান বা রেস্তোরাঁয় ঢুকবেন এটাও অনেকের কাছেই অবাক করা বিষয়।
আরও শুনুন: হাত থেকে পড়ে মোবাইলে স্ক্র্যাচ! পুজোর আগে দাগ মুছে, সাজিয়ে ফেলুন পুরনো মোবাইল
তবে সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে ধরা পড়েছে এর ঠিক উলটো ছবি। সেখানে একেবারেই অপরিষ্কার জামা-কাপড় পরে এক ব্যক্তি ঝাঁ চকচকে দোকানে ঢুকতে দেখা গিয়েছে। তবে অবাক করার বিষয় সেটা নয়। দোকানে ঢুকে তিনি যা করেছেন সেটা দেখেই বিস্মিত নেটদুনিয়া। ভিডিওর শুরুতেই দেখা যাবে, ওই ব্যক্তি কাঁধে একটা বস্তা নিয়ে ব্যস্ত শহরের রাস্তায় ঘুরছেন। এতে অবাক হওয়ার কিছুই নেই। রাস্তাঘাটে এমন ভিখারি হামেশাই দেখা যায়। তার ওপর এই ব্যক্তির গায়ে মুখে যেভাবে কালি-ঝুল লেগে রয়েছে তার জন্য তাঁর প্রতি আলাদা ভাবে নজর দিচ্ছেন না কেউই। কিন্তু হঠাৎ দেখা যাবে, ওই ব্যক্তি কোনও এক ঝাঁ চকচকে মোবাইলে দোকানে ঢোকার চেষ্টা করছেন। আবার বেরিয়েও আসছেন। বলাই বাহুল্য, এই অবস্থায় কাউকে দেখলে বেশিরভাগ ক্ষেত্রে ভিতরে ঢুকতে দেন না দোকানদার। সম্ভবত এই ভিখারির সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু এরপর অবশ্য কোনও এক দোকানের ভিতর ঢোকার অনুমতি পান ওই ব্যক্তি। ক্যামেরায় সেই দৃশ্যই ধরা পড়ে। দোকানের ভিতরে থাকা অনেকেই যে তাঁকে দেখে বিরক্ত এবং অবাক হচ্ছেন, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু সেদিকে তাঁর খেয়াল নেই। তিনি সোজা হাজির হলেন দোকানের একেবারে ভিতরে। তারপর সবাইকে অবাক করে দোকানের মেঝেতে উপুর করে দিলেন পীঠের বস্তা। ব্যাস ভিতর থেকে ঝরে পড়ল কয়েক লক্ষ খুচরো কয়েন। তারপরেই ওই ভিখারির দাবি, এই টাকার বিনিময়ে আইফোনের সবথেকে নতুন মডেলটি কিনতে চান তিনি। অগত্যা দোকানদারও বাকি কর্মীদের নিয়ে সেই খুচরো গুনতে শুরু করলেন। এতক্ষণ এই ভিডিও দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন সত্যিকারের কোনও ভিখারি নিজের শখ মেটাতে এমনটা করেছেন। কিন্তু আসলে তা একেবারেই নয়।
আরও শুনুন: ‘ছেঁড়া জিন্সে’ আর নয় জগন্নাথ দর্শন! কোথা থেকে এল ফ্যাশনের এই রীতি?
ভিডিওটি আসলে নকল। মানে সম্পূর্ণভাবে স্ক্রিপ্টেড। ভিখারির বেশে যিনি আইফোন কিনতে এসেছিলেন, তিনি আসলে পেশায় এক জন ইউটিউবার। প্রায়শই এই ধরনের পরীক্ষামূলক ঘটনা ঘটান তিনি। উদ্দেশ্য বলতে, কোনও ভিখারি যদি আইফোন কিনতে যান তাহলে সবাই সেই ঘটনাকে কিভাবে দেখবে তা তুলে ধরা। তার জন্য তিনি এমনভাবেই ভিডিওটি বানিয়েছেন যা দেখে প্রথমে অনেকেই বুঝতে পারেননি, ঘটনাটি সাজানো। অবশ্য ভিডিওর শেষের দিকেই সত্যিটা সামনে আনেন ওই ইউটিউবার। সেখানে দোকানদারের সঙ্গে আইফোন হাতে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। সবমিলিয়ে ভিডিওটি তুমুল সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ভাইরাল তো বটেই, সেইসঙ্গে ওই ইউটিউবারের ভাবনারও কদর করেছেন অনেকেই। আসলে অনেকেরই ধারণা আইফোন কেবল উচ্চবিত্তদের ব্যবহারের জন্যই। মোবাইলটির দাম এতটাই বেশি, যে সত্যিই তা কেনা অনেক মধ্যবিত্তের সাধ্যের বাইরে। তা সেই মোবাইল যদি কোনও ভিখারি কিনতে যায়, তাহলে তো অনেকেই অবাক হবেন। সেই কারণেই এই ভিডিও এই পরিমাণ সাড়া ফেলেছে নেট্মহলে।