বাঘিনির অবর্তমানে, বাঘ তার সন্তানদের দেখভাল করে সযত্নে বড় করে তুলছে। শিকার করে নিজে না খেয়ে সযত্নে রেখে যাচ্ছে বাচ্চাদের জন্য। এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্রপ্রকল্প। শুনে নিন লিংকে ক্লিক করে।
মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্রপ্রকল্প। সকালবেলা একটা গোরু শিকার করল বাঘটা । অবাক ব্যাপার, অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও, শিকারকে ছুঁয়েও দেখল না। এটা কী করে হয়! বাঘের স্বভাব তো এমন নয়! শিকার করার পর বাঘ তার খাবারকে নিয়ে যায় ডেরায়। সেখানেই দু-তিন দিন ধরে তাকে উদরস্থ করে। তাহলে খাচ্ছে না কেন? বাঘটা কি অসুস্থ? শুরু হল অনুসন্ধান। ওই প্রকল্পে বাঘটা পরিচিত পি-২৪৩ হিসাবে। আর যে এলাকায় সে শিকার করে রেখে গেল সেখানে চারটে আট মাসের বাচ্চা বাঘের বাস। বনদপ্তর খোঁজখবর করে জানতে পারল এই পি-২৪৩ ওই চারটে বাচ্চার বাবা। আর ওদের মা মাত্র একমাস আগে মারা গিয়েছে। তাহলে কি বাঘবাবা তার বাচ্চাদের জন্য শিকার করে তাদের খাবারের বন্দোবস্ত করছে?
আরও শুনুন: Maida Bilal: নদী আগলে বসে ৫০০ দিন, এই মহিলার লড়াইকে কুর্নিশ বিশ্বের
ব্যাঘ্রকুলের রীতি অনুযায়ী জন্মের পর থেকে দু’বছর বয়স পর্যন্ত বাঘিনি দেখভাল করে তার বাচ্চাদের। বাচ্চারা মায়ের কাছ থেকেই শেখে শিকার করার কৌশল। বাঘ মহাশয় সন্তান পালনের কোনও দায়িত্বই নিজের কাঁধে নেয় না। কিন্তু এখানে যে উলটপুরাণ!
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।