ঠা-ঠা রোদে রাস্তায় বেরিয়ে গলা শুকিয়ে কাঠ। এদিকে হাতের কাছে জল নেই একফোঁটা। এরকম পরিস্থিতিতে তো আমাদের কতই না পড়তে হয়! কেমন হত, যদি অটোর মধ্যেই একটু জলের সন্ধান পাওয়া যেত! সেই ব্যবস্থাই করলেন এক অটোচালক। আর তাঁর এই মানবিক কাজে প্রশংসায় পঞ্চমুখ হল নেটদুনিয়া।
ইতিহাসের পাতায় রাজা-রাজড়াদের বড় বড় দানের কথা লেখা থাকে। এমনকী ধর্মীয় অনুষ্ঠানেও আছে দানের অনুষঙ্গ। আবার একটু অন্যদিক থেকে বলা যায়, দানই হল ধর্ম। ভারতীয় সংস্কৃতি এই বোধ-ই লালন করে। অতিথিকে তাই কখনোই ফেরানো হয় না এখানে। নারায়ণ জ্ঞানে তাঁর যথাসাধ্য সেবা করা হয়। সাধারণ মানুষের সেই সব ছোট ছোট গল্প হয়তো ইতিহাস বইতে ঠাঁই পায় না। তবে মানুষের ইতিহাস সে-কথা মনে রাখে। ঠিক যেভাবে এক অটোচালকের মানবিক কাজের কথা স্মরণ করল নেটদুনিয়া।
আরও শুনুন: সবার উপরে মানুষ সত্য! বৃদ্ধ গ্রামবাসীর সঙ্গে মাটিতেই বসে পড়লেন তরুণী IAS অফিসার
পেশায় তিনি অটোচালক, যাত্রীদের সঙ্গে তাঁর যে অতিথির সম্পর্ক তেমনটা বলা যায় না। তবু তিনি যেন ঠিক সেরকমটা ভাবেন না। ক্ষণিকে সফরে যাঁরা তাঁর অটোয় এসে বসেন তাঁদের অতিথি হিসাবেই দেখেন তিনি। আর তাই অতিথির স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখাও তাঁর কাজ। তা যে শুধু নিরাপদে যাত্রীকে পৌঁছে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাও জানেন তিনি। আর তাই যাত্রীদের সুবিধার্থেই তিনি অটোর মধ্যে রেখেছেন বিস্কুটের বেশ কয়েকটি প্যাকেট এবং কয়েক বোতল জল। অনুরোধ যেন একটাই, সফরে মধ্যে খিদে-পিপাসা পেলে সামান্য জল-বিস্কুট যেন তাঁরা মুখে দেন। অন্তরে অতৃপ্তি নিয়ে যেন কেউ তাঁর অটোয় সওয়ার না হন, এটাই তাঁর বার্তা।
আরও শুনুন: ছিলেন সেনা, বর্তমানে উবর চালক, যাত্রীকে কিডনি দান করে কুর্নিশ আদায় ব্যক্তির
অটোচালকের এই মানবকিতা দৃষ্টি আকর্ষণ করে জনৈক যাত্রীর। নন্দিনী আইয়ার নামে ওই মহিলা অটোচালকের এই অনন্য কাজের ছবি তুলে ধরেন নেটদুনিয়ায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আর মুগ্ধ করে নেটিজেনদের। সকলেই এই অটোচালকের প্রশংসা করেছেন। নীরবেই তিনি যে যাত্রীদের অনুরোধ করছেন, তা বুঝতে পারেন সকলেই। এরকম মানবিক উদাহরণ যে দেশের একজন সাধারণ মানুষ তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, একবাক্যে এমনটাই বলেছেন সকলে। যখন পারস্পরিক ঘৃণা-বিদ্বেষ-ঈর্ষায় আমরা জর্জরিত, তখন এই ছোট ছোট ঘটনাই যেন মানবিকতার প্রতি বিশ্বাস ফিরিয়ে দেয়। মনে করিয়ে দেয়, ঘৃণার বিরুদ্ধে ভালবাসার বার্তা শুধু রাজনৈতিক নেতারাই দেন না, দিতে পারেন দেশের সাধারণ একজন নাগরিকও।
Gesture Matters ☺️
Mumbai autowala giving free water . It’s immensely satisfying to see. #SpreadKindness ✌🏼 pic.twitter.com/M2nVrLPJQg— NANDINI IYER (@123_nandini) April 3, 2023