তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে বিজেপি। নির্বাচন শেষে এক্সিট পোলের অনুমান এমনটাই। তাও চূড়ান্ত ফলের দিকে নজর সকলের। শেষ মুহূর্তে খেলা ঘুরবে? চিন্তায় বুঁদ রাজনৈতিক মহলের প্রায় সকলেই। এই আবহে দেশের ভবিষ্যৎ গণনা করলেন জ্যোতিষীরাও। লোকসভা নির্বাচনের ফল সম্পর্কে কী জানাচ্ছেন তাঁরা? আসুন শুনে নেওয়া যাক।
নির্বাচনের শুরু থেকেই, ৪০০ পার এর স্লোগান তুলেছিল বিজেপি। ভোটপর্বের শেষে সব বুথফেরত সমীক্ষাই অবশ্য সে ইঙ্গিত দেয়নি। তবে ৪০০ না পেরোলেও সরকার গড়ছে বিজেপিই, এই ভবিষ্যৎবাণী প্রায় সব এক্সিট পোলের। বিরোধীরা অবশ্য এই দাবি মানতে নারাজ। ভোটগণনার দিন হিসাব সম্পূর্ন বদলাবে বলেই মনে করছেন তাঁরা। এরই মাঝে সামনে এল নির্বাচন সম্পর্কে জ্যোতিষের মতামত।
অনেকের কাছেই, জ্যোতিষবিদ্যা ভিত্তিহীন বিষয়। এর সঙ্গে বিজ্ঞানের তুলনা টেনে তর্ক জোড়েন কেউ কেউ। তাও মোটের উপর ভারতীয়রা একেবারেই জ্যোতিষ মানেন না বললে ভুল হয়। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। শহরের ইতিউতি এমন অনেক জ্যোতিষ বিজ্ঞাপন দেখা যায়, যেখানে বড় করে ছাপা হয়েছে নেতার ছবি। সঙ্গে লেখা ওমুক লেখা ভাগ্য বদল করেছেন তমুক জ্যোতিষী। কাজেই ভোটের ফল কী হতে পারে তা জানতেও অনেকেই জ্যোতিষের কাছে ছোটেন। এক্সিট পোলের হিসাব যাই বলুক, জ্যোতিষী কী বলছেন সেটা জানাও দরকার। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফে লোকসভা নির্বাচনের ফল নিয়ে জ্যোতিষের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেখানে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের ভাগ্য গণনা করে ভোটের ফল কী হতে পারে তা আগাম জানিয়েছেন জ্যোতিষীরা।
ভোটদানের গতিপ্রকৃতি দেখে ভোটবিশেষজ্ঞরা অনেকেই হিসেব করেছিলেন, বিজেপির ভাগে এবার ভোট কমতে পারে। ইন্ডিয়া জোটের সম্মিলিত লড়াইয়ের সামনে ব্র্যান্ড মোদি খানিক ধাক্কা খেতে পারে, এমনটাও অনুমান করছিলেন কেউ কেউ। তবে জ্যোতিষের অনুমান একেবারেই আলাদা। অর্থাৎ চলতি নির্বাচনে বিজেপির ভাগ্য বড়ই অনুকূল বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। তাঁদের মতে, দলের গ্রহ নক্ষত্রের অবস্থান এমনই জায়গায় রয়েছে, যে চলতি নির্বাচনেও জয়ের সম্ভাবনা বিজেপির। রবির অবস্থানের কারণেই এই সুসময় ভারতীয় জনতা পার্টির। সঙ্গে বিশেষ যোগ স্থাপন করেছে অন্যান্য গ্রহ নক্ষত্রও। শুধু বিজেপি নয়, মোদির ভাগ্যেও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার যোগ রয়েছে বলেই দাবি জানাচ্ছেন তাঁরা। তবে অন্যান্য দলও যে একেবারে তলিয়ে যাবে এমনটা বলছেন না জ্যোতিষীরা। গত নির্বাচনের তুলনায় আসন সংখ্যা বাড়তে পারে আপ-কংগ্রেসের এমনটাই মনে করছেন তাঁরা। তবে তা বিজেপিকে ছাপিয়ে যাবে না। সুতরাং এক্সিট পোলের অনুমান যে তেমন কিছু বদলাবে না তা মনে করছেন জ্যোতিষীরাও। তাও চূড়ান্ত ফল কী হয় তার জন্য অপেক্ষায় থাকতেই হবে আগামী ৪ জুন অবধি।