চারিদিকে শুধুই বালি। একটা ঘরবাড়ি পর্যন্ত নেই কোথাও। তা সেখানে মানুষের দেখাও যে মিলবে না, সেকথা বলাই বাহুল্য। অথচ এমন পাণ্ডববর্জিত জায়গায় জমির দাম ২৭৮ কোটি টাকা! শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি এমনই রেকর্ড দামে এই জমি কিনেছেন এক ব্যক্তি। কী এমন কারণ এর নেপথ্যে ? আসুন শুনে নিই।
২৭৮ কোটি। এই টাকায় অনায়াসে বড়সড় ইমারত তৈরি করে ফেলা যায়। সেইসঙ্গে যাবতীয় বিলাসিতার জন্য প্রয়োজনীয় সব কিছুই জোগাড় হতে পারে। অথচ এত টাকা দিয়ে এক ব্যক্তি স্রেফ একটা জমি কিনেছেন। তাও আবার এমন জায়গায়, যেখানে মানুষ কেনো পশুপাখির দেখা মেলাও ভার।
আরও শুনুন: নেই ঝগড়া-ঝামেলা, এক ঠিকানাতেই থাকেন শহরের ৬ হাজার বাসিন্দা
ঘটনাটি দুবাইয়ের। এমনিতেই সেখানকার মানুষজন যথেষ্ট বিত্তবান হিসেবে সারা বিশ্বে পরিচিত। সেখানকার রাস্তাঘাটে যেসব গাড়ি চলে তা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। সেখানে যে জমির দাম বেশি হবে সেকথা বলাই বাহুল্য। কিন্তু তাই বলে এমন এক জায়গা যার আশেপাশে একটা গাছ পর্যন্ত নেই, তার দাম কখনও ২৭৮ কোটি হতে পারে! শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। রেকর্ড দামে সেখানকার এক দ্বীপে জমি কিনেছেন এক ব্যক্তি। যে জমিতে কোনও ঘরবাড়ির অস্তিত্ব নেই। নেই কোনও গাছপালা। আছে বলতে স্রেফ বালি আর বালি। আসলে ওই দ্বীপটি ছুটি কাটানোর গন্তব্য হিসেবেই ব্যবহার করা হয়। সেখানে পাকাপাকি ভাবে কেউই বসতি গড়েন না। একে তো সমুদ্রের মাঝে তার ওপর চারিদিকে শুধুই বালি। তাই কয়েকদিন কাটানোর জন্যই ওই জায়গা উপযুক্ত। তার বেশি নয়। দুবাইয়ের অনেকেই সেই দ্বীপে নিজেদের জমি কিনে রেখেছেন। বর্তমানে যেটুকু জায়গা ফাঁকা আছে তা এমন রেকর্ড দামেই বিক্রি হচ্ছে।
আরও শুনুন: সেলফি তুললেই ২৫ হাজার টাকা ফাইন! কেন এমন নিয়ম জারি শহরে?
তবুও এই ২৭৮ কোটি টাকা অস্বাভাবিক বলেই মনে করছেন অনেকে। যিনি জমিটি কিনেছেন সেই ব্যক্তির পরিচয়য় সঠিন ভাবে সামনে আসেনি। তবে জমিটি তিনি কিনেছেন এক ইংরেজ ব্যবসায়ীর থেকে। এত দামে জমিটি বিক্রি হবে সেকথা ওই ইংরেজ ভদ্রলোকও ভাবতে পারেননি। তাঁর দাবি প্রায় ২৪২ শতাংশ লাভ করেছেন তিনি। রীতিমতো ফলাও করে নিজের লাভের কথা নেটদুনিয়াকে জানিয়েছিলেন তিনি। সেখানে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে ওই দুবাইয়ের ব্যক্তির এমন টাকা ওড়ানো নিয়ে বেশ আপত্তিও জানিয়েছেন অনেকে। তবে সকলেই যে এই কাণ্ড দেখে বেশ অবাক হয়েছেন সেকথা বলার অপেক্ষা রাখে না।