ভাঙাচোরা বাড়ির সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। আবার স্রেফ একটা স্যান্ডো গেঞ্জি পরে ছবি তুলছেন বিল গেটস। কিংবা নোংরা জামা পরে দাঁড়িয়ে আছেন মুকেশ আম্বানি। কল্পনা করতে পারছেন ছবিগুলো? আপনি না পারলে কী হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে ফেলেছে এই ধরনের কিছু কিছু। আদতে অবাস্তব হলেও, বাস্তবের মাটিতেই দাঁড়িয়েই দেখা যাচ্ছে ধনকুবেররা গরিব হলে ঠিক কেমন লাগবে! আসুন শুনে নিই।
তাঁরা সকলেই ধনকুবের। বিশ্বের সেরা ধনীদের তালিকায় রয়েছেন প্রত্যেকেই। তাই তাঁরা ভাঙাচোরা বাড়িতে থাকবেন এ কথা কল্পনাও করা যায় না। কিংবা তাঁদের পরনে ছেঁড়াফাটা জামা থাকাও অসম্ভব বলা চলে। অথচ তেমনটা করে দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি প্রকাশ পেয়েছে এআই নির্মিত এমন কিছু ছবি যা রীতিমতো শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: নিজে নয়, প্রেমের চিঠি লিখতে ভরসা অন্য কেউ! কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে ঠকলেন কারা?
প্রথম ছবিটি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিভিন্ন কারণে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে ট্রাম্পের নাম। যার মধ্যে অন্যতম তাঁর অগাধ ঐশ্বর্যের কথা। নিজে মুখেই ট্রাম্প জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা। তা এহেন এক ব্যক্তি যে কখনই ছেঁড়া জামা পরে ভাঙা বাড়িতে থাকতে যাবেন না এ কথা বলাই বাহুল্য। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁর এমনই এক ছবি এঁকেছে। ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্প একটা ময়লা জামা পরে বস্তিবাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। পরের ছবিটি আরও মারাত্মক। সেখানে দেখা গিয়েছে স্বয়ং বিল গেটসকে। এই মুহূর্তে বিশ্বের প্রথম সারির ধনীদের অন্যতম তিনি। ছবিতে দেখা গিয়েছে এমন একজন মানুষ প্রায় অর্ধনগ্ন হয়েই দাঁড়িয়ে আছেন। কোমরের নীচে স্রেফ একটা মলিন কাপড়। আর চারপাশে শুধুই ভগ্নস্তূপ। পরের ছবিটি ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির। দেশের ধনীদের তালিকায় আপাতত শীর্ষে রয়েছেন তিনিই। অথচ এআই নির্মিত ছবিতে তিনি অন্তত মলিন একটা জামা পরে দাঁড়িয়ে আছেন। মুখভঙ্গিও এমন, যেন কতদিন ঠিকমতো খাবার জোটেনি। ভাবতে পারেন, যিনি চাইলে গোটা দেশের একদিনের ভাত জুগিয়ে দিতে পারেন, তাঁর এমন অবস্থা! আপনার ভাবনায় সে ছবি আসতে বেগ পেলেও, কৃত্রিম বুদ্ধিমত্তা অনায়াসেই তা করে ফেলেছে। পরের ছবিটি স্বয়ং ফেসবুক নির্মাতা মার্ক জুকেরবার্গের। সেখানে তাঁকে খানিক কমবয়সি যুবকের মতোই দেখাচ্ছে। তবে পরনে সেই সাধারণ পোশাক। ময়লা গেঞ্জির সঙ্গে হাফপ্যান্ট পরে আছেন মার্ক। তারপর ওয়ারেন বাফেট, জেফ বেজোস সহ ইলন মাস্কের ছবিও রয়েছে। তাঁরা সকলেই তাঁদের পরিচিত চেহারা অপেক্ষা খানিক অন্যরূপে ধরা দিয়েছেন। সাধারণ মানুষের পক্ষে যা কল্পনা করাও কঠিন। বলা বাহুল্য স্বয়ং ধনকুবেররাও কোনওদিন নিজেদের এমন অবস্থা কল্পনা করতে পারবেন না।
আরও শুনুন: নেকলেসের উপরে স্টেথোস্কোপ, কনের সাজেই পরীক্ষা দিতে হাজির তরুণী
তবে এইসব ছবি প্রকাশ্যে আসতে বেজায় শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই ছবির নির্মাতার ভূয়সী প্রশংসা করেছেন। ছবিগুলিকে যে মজার ছলেই দেখেছেন নেটিজেনরা, বিভিন্ন মন্তব্যে স্পষ্ট সেই ধারণাই।