নতুন গাড়ি কিনলে পুজো দেওয়ার রেওয়াজ আমাদের দেশে রয়েছে। নির্দিষ্ট কোনও মন্দিরে গিয়ে, কিংবা পুরোহিত ডেকে গাড়ি পুজো করা হয়। কিন্তু বিদেশে এমন ঘটনার শুনেছেন? সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে এমনই ছবি। কী দেখা গিয়েছে সেখানে? আসুন শুনে নিই।
রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে পুজো করা হচ্ছে। স্পষ্ট সংস্কৃতে মন্ত্র পড়ছেন পুরোহিত। এমন দৃশ্য আমাদের দেশে একেবারেই স্বাভাবিক। কিন্তু বিদেশে এমনটা হচ্ছে শুনলে অবাক হবেন যে কেউ। তাও আবার যদি কোনও বিদেশীকেই পুজো করতে দেখা যায়, তাহলে তো কথাই নেই। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে ধরা পড়েছে সেই ছবিই। যা দেখে রীতিমতো শোরগোল ছড়িয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: খাবার নয়, মিলবে সুন্দরীর হাতে সপাটে চড়! ‘আদরের মার’ খেতেই ভিড় রেস্তরাঁয়
ইন্টারনেটের যুগে গোটা বিশ্ব হাতের মুঠোয় বলা চলে। পৃথিবীর কোন প্রান্তে কী ঘটছে তা সহজে জানতে পারেন যে কেউ। এইভাবে এক দেশের সংস্কৃতি অন্য দেশে ছড়িয়ে পড়াও খুবই সাধারণ ব্যাপার। ঠিক যেভাবে বিদেশের মাটিতেও মহা সমারোহে দুর্গাপুজো হয়। কিংবা ভিনদেশের কোনও উৎসব পালন করা হয় আমাদের দেশে। তবে সেসব মূলত নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ বিদেশে দুর্গাপুজো করলেও তা মূলত বাঙালিরাই করেন। নিজের দেশে ফিরতে না পারা আক্ষেপ মেটাতে সেখানেই সবরকম আনন্দের আয়োজন সারা হয়। বিদেশি ভিন ধর্মের কেউ তাতে অংশ নেন না বলা ভুল, তবে সরাসরি যোগ থাকে না বললেই চলে। কিন্তু ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে অন্য ছবি। সেখানে সংস্কৃত মন্ত্র পড়ে পুজো করতে দেখা গিয়েছে এক আফ্রিকানকে। বলা বাহুল্য, তাঁর পুজো করার আদব কায়দা দেখে এতটুকু বোঝার উপায় নেই, তিনি ভারতীয় বা হিন্দু নন। শুনতে অবাক লাগলেও সত্যি। ভিডিওতেই দেখা যাচ্ছে, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে পুজো করছেন ওই আফ্রিকান। পরনে খানিক পুরোহিতদের মতোই পোশাক। মন্ত্রও পড়ছেন সংস্কৃতে। সেইসঙ্গে পুজো করার যাবতীয় রীতি পালন করছেন। কখনও আচমন করছেন, কখনও আবার হাত জোড় করে প্রণাম। সবমিলিয়ে পুরোদস্তুর হিন্দু পুরোহিতের মতোই আচরণ করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও শুনুন: শীতের দুয়ারে বর্ষাকাল! অঘ্রান-মাঘে বৃষ্টি হলে কী হয়, উত্তর আছে খনার বচনেই
আর এই ভিডিও দেখেই বেজায় অবাক নেটদুনিয়া। ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তিনিই ওই ব্যক্তিকে ‘আফ্রিকান হিন্দু পণ্ডিত’ বলে দাবি করেছেন। তারপর সেই ভিডিও নিজেদের ওয়ালে শেয়ার করেছেন অন্যান্য অনেকেই। সেইসঙ্গে বিভিন্ন মন্তব্য। কেউকেউ ওই পুরোহিতের সংস্কৃত উচ্চারণের প্রশংসা করেছেন, কেউ কেউ আবার তাঁর নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছেন। অনেকে আবার উল্লেখ করেছেন বিদেশে আরও অনেক জায়গাতেই এমন ভিনদেশী পুরোহিত দেখা যায়। তবে এই গাড়ি পুজো করার ঘটনা যে বিরল তা বলাই বাহুল্য। তাই ভিডিওটি সহজেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
AFRICAN HINDU PUNDIT doing new car pooja pic.twitter.com/2xjIvVIk5x
— Ramu GSV (@gsv_ramu) December 6, 2023