পুণ্য নয়, রিলের টানে কুম্ভযাত্রা। এমনটা কোনও একজন নয়, অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই নিয়ে বিতর্কও হচ্ছে। বিশেষ করে, কুম্ভ জুড়ে যে ভাইরাল হওয়ার খেলা শুরু হয়েছে, তাতেও রিলের ভূমিকা নেহাতই কম নয়। তবে সম্প্রতি কুম্ভস্নানের রিল বানাতে গিয়ে কটাক্ষের শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী। আসুন শুনে নেওয়া যাক।
ঠিক যেন সিনেমার শুটিং চলছে! লোকেশন, কুম্ভমেলা প্রাঙ্গণ। অভিনেত্রীর চেনামুখ। বলিউডের বিভিন্ন কাজে দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীসের শুটিং চলছে? সহজ উত্তর, ‘রিলের’। সেই ভিডিও ঘটা করে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়। তা দেখেই চটে লালা নেটদুনিয়া!
রিল নিয়ে মাতামাতি নতুন নয়। তবে দিন যত এগোচ্ছে ততই যেন তা বাড়ছে। সামাজিক ব্যধি বললেও ভুল বলা হয় না। দুর্ঘটনাও ঘটছে। প্রাণ হারাচ্ছেন অনেকে। তবু রিল করতে হবে। সোশাল মিডিয়ায় জনপ্রিয় হতে হবে, এমনটাই যেন নেশা। এমনটাই যেন একমাত্র উদ্দেশ্য। রোজগারও হচ্ছে বটে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অন্যের ক্ষতি করে এমন কাজ করা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন উঠতেই পারে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রিল গন্তব্য, কুম্ভমেলা। চারিদিকে ভুরি ভুরি কনটেন্ট। মুর্হুমুহু ভাইরাল হচ্ছেম ‘সাধুরা’। কেউ সুন্দরী, কেউ আইআইটি পাস! এতটুকু বেমানান, অচেনা হলেই, শোরগোল। তবে ভাইরাল না হলেও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে। কিছু না হোক, গঙ্গায় ডুব দেওয়াটাই এমন সিনেম্যাটিক করা হচ্ছে, যার ভিউ হবে রমরমিয়ে।
সম্প্রতি এমন কাণ্ড ঘটিয়েই চর্চার কেন্দ্রে অভিনেত্রী তানিশা মুখার্জি। জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজলের বোন তনিশা। নিজেও বলিউডে কাজ করেছেন বহু। মোটের উপর চেনা মুখ বলাই যায়। অন্যান্য তারকাদের মতো ইনিও গিয়েছিলেন কুম্ভে। স্নান সেরেছেন সকলের সঙ্গে। পরনে ছিল লাল শাড়ি। অনেকটা সাধ্বীরা যেমন পরেন, তেমন। তবে সাজ যাই হোক, তানিশা যা করেছেন তাতে অনেকেই ভয়ানক চটেছেন। আসলে, রীতিমতো ফিল্মি কায়দায় কুম্ভস্নান সারতে দেখা গিয়েছে তাঁকে। একটু ভিড় নেই, সম্ভবত ভিআইপি ঘাটে, স্নান করছেন তানিশা। যত্ন সহকারে সেই স্নানের মুহূর্ত ক্যামেরা বন্দী করছেন একজন। একবার ডুব দিলেন তানিশা, পছন্দ হল না চিত্রগ্রাহকের, নির্দেশ এল আরও একবার ডুব দেওয়ার। এইভাবে ঠিক যেমন সিনেমার পরিচালকের নির্দেশে একের এক পর শট দিতে থাকেন অভিনেতারা, ঠিক সেইভাবেই যেন স্নান সারলেন তানিশা। নিজেও সায় দিচ্ছিলেন, প্রতিটা ছবি বা ভিডিও যেন সিনেম্যাটিক হয়, এমনটাই ছিল আবদার। বাস্তবে তা কতটা হয়েছে, তানিশা জানেন। তবে তাঁর এই আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া। ধর্মীয় মেলায় এমন আচরণ পছন্দ হয়নি প্রায় কারও। তাই একযোগে বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছেন অনেকে। তাতে অভিনেত্রী নির্বিকার। তবে বেজায় সরগরম নেটপাড়া।