বিয়ে মানেই তো আজকাল ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর চল। কোথাও কোনও খুঁত রাখতে চান না কোনও পক্ষই। তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেও কোনও দ্বিধা নেই। বর বা কনের এন্ট্রি হতে হবে জম্পেশ। চাই নতুন নতুন চমক। ঘোড়া কিংবা ফুল সাজানো গাড়ি তো অনেক হল। আজকালকার বরেরা তাই বিয়ের মণ্ডপে আসতে চাইছেন হেলিকপ্টারে চড়ে। তা হেলিকপ্টার ভাড়া করা তো আর মুখের কথা নয়, তার জন্য পকেটের রেস্তও থাকা দরকার। তাঁদের জন্যই সহজ সমাধান খুঁজে বের করেছেন বিহারের এক তরুণ। ন্যানো গাড়ি দিয়ে তৈরি করে ফেলেছেন হেলিকপ্টার। যা বিয়ের জন্য ভাড়া করা যাবে সুলভেই। কী ভাবে সম্ভব হল ব্যাপারখানা? আসুন, শুনে নিই।
ছিল গাড়ি, হয়ে গেল হেলিকপ্টার। অবাক হচ্ছেন তো শুনে? কিন্তু তেমনটাই ঘটিয়ে ফেলেছেন এক যুবক। ন্যানো গাড়ি দিয়ে বানিয়ে ফেলেছেন আশ্চর্য এক হেলিকপ্টার।
বিয়ের মরসুম। আজকাল তো বিয়েবাড়ি মানেই অন্য রকম কিছু করার ধুম। ঘোড়ার গাড়ি থেকে দোলনা, কোথাও বা ঘুরন্ত মঞ্চ, বরবধূর এন্ট্রি হতেই হবে অভিনব। কেউ আবার ভাড়া করতে চাইছেন হেলিকপ্টার। তবে আসল হেলিকপ্টার জোগাড় করতে যেমন হ্যাপা, তেমন খরচও। তবে উপায়!
আরও শুনুন: পোষা শুয়োরের প্রতি মায়া পড়ে গেছে, ঘরে রাখতে আইন-আদালত করছেন ব্যক্তি
উপায় বাতলেছেন বিহারের বগহা জেলার এক তরুণ। তিনি পেশায় মেকানিক অর্থাৎ গাড়ির যন্ত্রী। পাশাপাশি তিনি শিল্পীও। পুরনো কিছু জিনিসকে ভেঙেচুরে বদলে নতুন নতুন জিনিস বানিয়ে ফেলাই তাঁর নেশা। আর সেই নেশাই তাঁকে বিখ্যাত করে দিয়েছে দুনিয়ার সামনে। তিনি ঘটিয়ে ফেলেছেন একটি মিব়্যাকেল। একটি ন্যানো গাড়িকে দক্ষতার সঙ্গে আস্ত একটি হেলিকপ্টারে রূপান্তরিত করে ফেলেছেন গুড্ডু শর্মা নামে ওই যুবক। আর সেই হেলিকপ্টার বিয়ের বাজারে এতটাই জনপ্রিয় হয়েছে যে ইতিমধ্যেই ১৯ জন বিয়ের জন্য বুক করে ফেলেছেন ওই হেলিকপ্টার।
বলতে গেলে জলের দরেই। মাত্র ১৫ হাজার টাকাতেই ভাড়া করা যাচ্ছে ওই হেলিকপ্টার। ন্যানো গাড়িটিকে হেলিকপ্টারে বদলে ফেলতে গুড্ডু খরচ করেছেন ২ লক্ষ টাকা। জানিয়েছেন, ডিজিট্যাল ইন্ডিয়ার যুগে ক্রমশ স্বনির্ভর হচ্ছে দেশ। আর এই হেলিকপ্টার তারই প্রমাণ। গুড্ডু আরও জানান, খুব বেশি খরচের প্রয়োজন নেই এই হেলিকপ্টার বানাতে। সাধারণ ভাবে দেড় লক্ষ টাকাতেই তৈরি হয়ে যেতে পারে ওই কপ্টার। দু-লক্ষ টাকা খরচ করলে মিলবে আরও উন্নত প্রযুক্তি। ন্যানো গাড়িটিকে হেলিকপ্টারে পাল্টে ফেলার জন্য বিশেষ সেন্সর প্রযুক্তি ব্যবহার করেছেন গুড্ডু।
আরও শুনুন: তাজমহল তো বটেই, ৫৪৫ জন সদস্য-সহ পার্লামেন্টটিকেও বেচে দিয়েছিলেন তিনি! জানেন কে এই ব্যক্তি?
বিয়ের বাজারে ইতিমধ্যেই দারুণ হিট গুড্ডুর ওই কপ্টার। প্রতিদিনই কেউ না কেউ আসছেন গুড্ডুর কাছে। বিয়ের জন্য ভাড়া করতে চাইছেন ওই হেলিকপ্টার। হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা যাঁদের স্বপ্ন , তাঁরা তো হাতে চাঁদ পেয়েছেন। মাত্র ১৫ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া! এ তো প্রায় অবিশ্বাস্য। শুধু বিয়ে করতে আসাই নয়, বিয়ের পর বউকে নিয়ে বাড়ি ফেরার জন্যও অনেকেই ভাড়া করছেন এই ন্যানো হেলিকপ্টার। সব মিলিয়ে অল্প দিনের মধ্যেই দারুণ সাফল্য পেয়েছে গুড্ডুর এই অভিনব ভাবনা।