একটি দুপেয়ে প্রাণীকে পাহারা দেওয়ার জন্য মোতায়েন পুলিশ। তবে কোনও মানুষ নয়, পুলিশকর্মীরা পাহারা দিচ্ছেন একটি মুরগিকে। কিন্তু কেন? শুনেই নেওয়া যাক।
গুরুত্বপূর্ণ মানুষজনের জন্য পুলিশ প্রহরা থাকবে, সে আর নতুন কথা কী! আবার কোনও অপরাধীকে আটকে রাখার জন্যও কড়া পাহারা বসিয়ে থাকে পুলিশ। কিন্তু এক্ষেত্রে তো কোনও মানুষই নেই। দেখা যাচ্ছে, একটি মুরগিকে পাহারা দেওয়ার জন্যই নাকি পুলিশের তোড়জোড়। কোথায় ঘটেছে এমন ঘটনা? আর কীই বা কারণ রয়েছে এহেন ঘটনার নেপথ্যে?
আরও শুনুন: কফি থেকে আইসক্রিম… প্রিয় ‘খাদ্য’ তৈরি হচ্ছে অন্য প্রাণীর বর্জ্য থেকে, জানেন?
জানা গিয়েছে, পাঞ্জাবের বাথিন্ডা অঞ্চলে ঘটেছে এই কাণ্ড। আসলে সম্প্রতি ওই মুরগিটির প্রাণ বাঁচিয়েছেন পুলিশকর্মীরা। আর তারপরে, তাকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই বসিয়েছেন পাহারাও।
বিষয়টি শুনতে যত মজার, আদতে তা নয়। আসলে মোরগ লড়াইয়ের জেরে প্রাণ হারাতে বসেছিল এই মুরগিটি। সেই অবস্থা থেকেই তাকে উদ্ধার করেন এই পুলিশকর্মীরা। ইতিমধ্যেই, জীবজন্তুর উপর কোনোরকম নিষ্ঠুরতা প্রদর্শন করা চলবে না, এই মর্মে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। কিন্তু তারপরেও তেমন ঘটনায় একেবারে ইতি টানা যায়নি। মোরগ লড়াই আইনত দণ্ডনীয় হলেও, অনেকে জায়গাতেই লুকিয়েচুরিয়ে দুটি মোরগকে লড়াইয়ে নামিয়ে বাজি ধরা হয়। এখানেও ঘটেছিল তেমনটাই। বাথিন্ডার বাল্লুয়ানা গ্রামে মুরগি লড়াইয়ের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। অন্তত শ-দুই লোক সেখানে জড়ো হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশিরভাগ দর্শক পালিয়ে গেলেও, এক ব্যক্তি ও দুটি মুরগিকে আটক করে পুলিশ। তাদের মধ্যেই ছিল এই আহত মুরগিটি। আপাতত তার নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব বর্তেছে পুলিশের হাতেই। অপরাধের শিকার হিসেবে প্রয়োজনে তাকে আদালতে তোলা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। সেই কারণেই তার নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি আরও তিন ব্যক্তির নামে মামলাও দায়ের করেছে পুলিশ।