মনের ইচ্ছা থাকলে, বয়স কোনও বাধাই নয়! আরও একবার সে কথার প্রমাণ দিলেন ৮৩ বছরের এক বৃদ্ধা। এই বয়সে পৌঁছেও ক্যারাম খেলায় মেতেছেন তিনি। তবে স্রেফ শখের বশে খেলা নয়। রীতিমতো টুর্নামেন্ট খেলে সোনার পদক জিতেছেন এই মহিলা। আসুন শুনে নেওয়া যাক।
বয়সের কাঁটা পেরিয়েছে ৮০। তবু এতটুকু কমেনি মনের বয়স। তাই এই বয়সে পৌঁছেও ক্যারাম খেলতে বসেছেন এক বৃদ্ধা। এবং এই বয়সেও তিনি যে দক্ষতার সঙ্গে খেলেছেন, তার সামনে হার স্বীকার করতে বাধ্য হয়েছে অনেক তুখোড় খালোয়াড়ও।
আরও শুনুন: টেবিলের উপর আস্ত পাইথন, নির্বিকার মুখে খাচ্ছেন মহিলা, তাজ্জব নেটিজেনরা
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়েছে এই ঘটনা। যেখানে দেখা গিয়েছে, ক্যারাম খেলছেন এক মহিলা। যিনি একেবারে দক্ষ খেলোয়াড়ের মতো একের পর এক ঘুঁটি নির্দিষ্ট খোপে ফেলছেন। ভিডিও দেখে মহিলার পরিচয় জানা না গেলেও, ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে বিস্তারিত তথ্য। যা পড়ার পর রীতিমতো অবাক নেটিজেনরা। ভিডিওটি পোস্ট করেছেন অক্ষয় নামে এক যুবক, এবংওই বৃদ্ধা হলেন তাঁরই ঠাকুমা। নিজের ঠাকুমার অসাধারণ দক্ষতার কথা সর্বসমক্ষে তুলে ধরতেই এমন ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশন থেকেই জানা গিয়েছে, তাঁরা পুনে শহরের বাসিন্দা। এবং এই বৃদ্ধার বয়স নাকি ৮৩ বছর। তবে এই বয়সে পৌঁছেও তিনি ক্যারাম খেলায় সিদ্ধহস্ত। জানা গিয়েছে, কিছুদিন আগে পুনের এক ক্যারাম প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই বৃদ্ধা। আর সেখানেই সকলকে তাক লাগিয়ে সোনার পদক জিতে নিয়েছেন তিনি। যাঁদের হারিয়ে এমন অসাধ্য সাধন করেছেন তাঁরা সকলেই বৃদ্ধার নাতির বয়সি।
সাধারণত ক্যারাম প্রতিযোগিতায় অংশ নেওয়ার দুটি ভাগ থাকে। প্রথমত ডবলস বা যুগ্মভাবে অংশ নেওয়া। দ্বিতীয়ত সিঙ্গলস্ বা এককভাবে অংশ নেওয়া। পুনে নিবাসী এই বৃদ্ধা দুটি বিভাগেই অংশ নিয়েছিলেন। যার মধ্যে যুগ্মভাবে অংশ নেওয়া খেলায় সেরার সেরা হয়ে সোনার পদক জিতেছেন তিনি। এবং একক ভাবে অংশ নেওয়া বিভাগে তাঁর ঝুলিতে জমা এসেছে একটি ব্রোঞ্জ মেডেল। স্বাভাবিক ভাবেই ঠাকুমার এই কৃতিত্বে বেজায় খুশি তাঁর নাতি ও পরিবারের বাকি সদস্যরা। এমনকি ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনরাও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। বয়সের বাধা পেরিয়েও যে বৃদ্ধা এমন স্পোর্টিং মানসিকতা ধরে রেখেছেন, তারই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার বাসিন্দারা।
আরও শুনুন: অলৌকিক নয় লৌকিক, হৃৎপিণ্ড ছাড়াই ১ মাস বেঁচে ব্যক্তি, কীভাবে?
Inspired by my 83-year-old Aaji who won Gold in the Doubles and Bronze in the singles in Pune’s All-Magarpatta City carrom tournament against much younger and steadier hands. 👑👌🎯 pic.twitter.com/Mh1pPnUa2O
— Akshay Marathe (@AkshayMarathe) January 8, 2023