যৌন তাড়নায় নয়, নেহাত বাধ্য হয়েই এতগুলো বিয়ে করে ফেলেছেন তিনি। ৫৩ বার বিয়ে করার পরে এমনটাই দাবি করলেন এক ব্যক্তি। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
এ যেন উনিশ শতকের সেই বিবাহবিশারদ ব্যক্তিদের গল্প। যাঁরা একের পর এক বিয়ে করতেন, আর তাঁদের পাকা খাতায় যোগ হত আরও একটি করে সংখ্যা। সেইরকমই, একটি একটি করে ৫৩টি বিয়ে করে ফেলেছেন এই ব্যক্তি। তবে ৬৩ বছর বয়সে পৌঁছে এবার এই শখে লাগাম পরাবেন কি না, সে কথাই ভাবছেন সৌদির এই ৬৩ বছর বয়সি ব্যবসায়ী।
আরও শুনুন: ‘বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ দেন খোদ ঈশ্বর’, কংগ্রেস ছেড়ে সাফাই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, আবু আবদুল্লাহ নামের এই ব্যক্তি প্রথমবার বিয়ে করেছিলেন তাঁর ২০ বছর বয়সে। তারপর থেকে সেই তালিকায় যোগ হয়েই চলেছে একের পর এক নাম। নিজে রাজাবাদশা না হলেও, আরব্য রজনীর সেই সুলতানের মতোই মাত্র এক রাতের জন্যও বিয়ে করেছেন এই ব্যক্তি। তবে আদতে নাকি এমন কিছুই করতে চাননি তিনি। আবদুল্লাহ জানিয়েছেন, যখন প্রথমবার বিয়ে করেন তখন তিনি ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন। কিন্তু বছর তিনেক পর স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ যখন জাঁকিয়ে বসে, তখনই সেই ঝগড়াঝাঁটি থেকে পালানোর উদ্দেশ্যে আরেকটি বিয়ে করে বসেন তিনি। তাতে উলটো বিপত্তি ঘটে। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে তুঙ্গে ওঠে ঝামেলা। তখন আগের বারের মতোই আবারও একটি বিয়ে করেন ওই ব্যক্তি। আর এভাবেই একের পর এক বিয়ে করে গিয়েছেন তিনি, বলে জানিয়েছেন আবদুল্লাহ।
আরও শুনুন: কিম কার্দাশিয়ানের মতোই মোহময়ী, তরুণী পুলিশকর্মীর হাতে ‘গ্রেপ্তার’ হতে ব্যাকুল অনুরাগীরা
নিরুপায়ভাবেই ওই ব্যক্তি জানিয়েছেন, নিজের শারীরিক চাহিদার জন্য মোটেই এতগুলো বিয়ে করেননি তিনি। বরং খানিক মানসিক শান্তিই তাঁর কাম্য ছিল। আর সেই শান্তি ও স্থিতি খুঁজতেই একের পর এক বৈবাহিক সম্পর্কে থিতু হতে চেয়েছেন তিনি। আসলে বিবাহবহির্ভূত কোনও সম্পর্ককে তিনি পাপ বলেই মনে করেন। তাই এক বউয়ের সঙ্গে অশান্তির জেরে তিনি অন্য কোনও নারীর কাছে গিয়েছেন বটে, তবে পাপের হাত থেকে রেহাই পেতেই তাকেও বিয়ে করে ফেলেছেন। এমনকি কেবল নিজের দেশ সৌদি আরবের মহিলাই নন, বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন ওই ব্যক্তি। ওই সময়ে অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাতে পাপ না করে ফেলেন, সেই কারণেই ওই বিদেশি নারীদের বিয়ে করেছেন বলে জানিয়েছেন আবদুল্লাহ। হাফ সেঞ্চুরি পেরিয়ে এবার কি থামবেন তিনি? সেটাই আপাতত দেখার।