হজযাত্রা। মুসলিম সমাজে আবশ্যিক কর্তব্যগুলির মধ্যে অন্যতম। এতদিন এই যাত্রায় পুরুষ সঙ্গী ছাড়া শামিল হতে পারতেন না মুসলিম মহিলারা। তবে সম্প্রতি সেই নিয়মের বেড়া ভেঙেছেন বেশ কিছু ভারতীয় মুসলিম রমণী। চলতি বছরে প্রায় ৪৩০০ জন ভারতীয় মুসলিম মহিলা হজযাত্রায় শামিল হবেন কোনও পুরুষসঙ্গী ছাড়াই। আসুন শুনে নিই।
ধর্মাচরণে সমান অধিকার রয়েছে নারীদেরও। সেকথা প্রমাণ করতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন ভারতীয় মুসলিম রমণীরা। চলতি বছরে কোনও পুরুষসঙ্গী ছাড়াই হজযাত্রায় শামিল হতে চলেছেন ৪৩০০ ভারতীয় মুসলিম মহিলা। মুসলিম নারী সমাজের অগ্রগতির পথে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও শুনুন: অযথা মুসলিম রমণীর ‘সতীত্ব’ নিয়ে প্রশ্ন নয়, স্বমীর সন্দেহে সাফ কথা পাক আদালতের
হজযাত্রা মুসলিম সমাজে এক অতি পবিত্র কর্তব্য হিসেবে গণ্য হয়। সব দেশের মুসলিমরাই জীবদ্দশায় অন্তত একবার এই যাত্রায় শামিল হওয়ার চেষ্টা করেন। বছরের নির্দিষ্ট সময় আরবের পবিত্র ইসলামক্ষেত্রে ভিড় জমান হাজার হাজার মুসলিম। ভারতীয় মুসলিমরাও তার ব্যতিক্রম হন না। শুধু পুরুষরা নন, মহিলারাও শামিল হন এই যাত্রায়। তবে তাঁদের মানতে হয় এক অদ্ভুত নিয়ম। কোনও পুরুষসঙ্গী ছাড়া হজে যাওয়ার অনুমতি পান না মহিলারা। যদিও এখানে সঙ্গী বলতে শুধুই যে স্বামীর কথা বলা হয় এমন নয়। যে কোনও পুরুষকে অভিভাবক হিসেবেই সঙ্গে রাখতে হয় মহিলাদের। ভাই, দাদা কিংবা বাবার সঙ্গেই এতদিন হজ যাত্রায় যেতেন মুসলিম মেয়েরা। তবে এবার সেই নিয়ম ভাঙতে চলেছে। আর নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন খোদ মুসলিম নারীরাই। চলতি বছরে প্রায় ৪৩০০ জন ভারতীয় মুসলিম মহিলা হজযাত্রায় শামিল হবেন। আর তাঁদের সঙ্গে কোনও পুরুষসঙ্গী থাকবেন না।
আরও শুনুন: তাজমহল, কুতুবমিনার ভেঙে হোক বিশ্বসেরা মন্দির, খোদ প্রধানমন্ত্রীর কাছেই আরজি বিজেপি বিধায়কের
বলা বাহুল্য, আরবের শরিয়ত আইন ঠিক কতটা কড়া হতে পারে তা কাতার বিশ্বকাপের সময় সারা পৃথিবী দেখেছিল। বিশেষত মহিলাদের ক্ষেত্রে কত রকমের নিয়মের বেড়াজাল ছিল তা বলাই বাহুল্য। পোশাকের মাপ থেকে আরম্ভ করে প্রকাশ্যে ঘুরে বেড়ানো সবেতেই নিয়মের গণ্ডি টানা ওই দেশে। তাই সেখানকার এই অতি প্রাচীন নিয়মের অবলুপ্তি নিয়ে বেশ খুশি সারা বিশ্বের মুসলিম নারী সমাজ। নতুন নিয়ম অনুযায়ী ৪৫ বছরের উর্ধে যেকোনো মহিলাই একা একা হজযাত্রায় শামিল হতে পারেন। গত বছরই তা আইন সিদ্ধ করেছে আরব। সেই আইনের জোরেই চলতি বছরে ৪৩০০ ভারতীয় মুসলিম নারী হজযাত্রায় শামিল হতে চলেছেন।