নতুন বছরের শুরুতেই WTF! ক্যালেন্ডার দেখে মাথায় হাত নেটদুনিয়ার। শুরু হয়েছে জোর চর্চা। একইসঙ্গে ফিরছে কোভিড স্মৃতি। কিন্তু কীভাবে? নিছকই মনগড়া তত্ত্ব নাকি সত্যি সত্যিই নতুন বছর নতুন আশঙ্কা নিয়ে আমাদের জীবনে প্রবেশ করতে চলেছে? আসুন শুনে নেওয়া যাক।
‘WTF!’ এই তিনটে ইংরেজি অক্ষর পাশাপাশি বসলে কী হয়? অনেক কিছুই হতে পারে! ইংরাজিতে ‘W’, ‘T’, আর ‘F’ দিয়ে শুরু হওয়া শব্দের সংখ্যা নেহাতই কম নয়। তবু এই তিনটে অক্ষর একসঙ্গে বসলে বিশেষ এক শব্দবন্ধকেই ইঙ্গিত করে, যার অর্থ নেতিবাচক। এদিকে, নতুন বছরের শুরুতেই ক্যালেন্ডারে দেখা গিয়েছে সেই ‘WTF’। এক্ষেত্রে অবশ্য সপ্তাহের তিনটি দিনের ইংরাজি আদ্যক্ষর হিসাবে। তবু তাতে নেতিবাচক ইঙ্গিতই খুঁজছেন নেটিজেনরা। এই সূত্র ধরেই ফিরছে কোভিড স্মৃতি। বিষয়টা পরিষ্কার হচ্ছে না তো? তাহলে খুলেই বলা যাক।
নতুন বছর নতুন ভাবে আসুক, এই আশা সকলের মনেই থাকে। তাতে কোনও ভুল থাকবে এমনটা কাম্য নয়। একইসঙ্গে পুরনো কোনও খারাপ স্মৃতি নতুন বছরে আবার ফিরুক, এমনটাও কেউ চান না। অথচ আসন্ন ২০২৫ ঘিরে এমনই আশঙ্কা জন্ম নিয়েছে। নেটদুনিয়ার বর্তমান চর্চার বিষয় কেন ২০২৫ এর শুরুতে রয়েছে ‘WTF’? এর থেকে অনেকেরই মনে হচ্ছে, সামনের বছরটা শুরু থেকেই নানা গোলমাল ডেকে আনবে। ইংরাজিতে এই তিনটি অক্ষর যে নেতিবাচক শব্দবন্ধকে ইঙ্গিত করে তার থেকেই সকলে এমন আশঙ্কা করছেন। তবে কোন বছর কোন দিনে শুরু হবে, তাতে কারও হাত থাকতে পারে না। সেই নিয়ে সমস্যা হওয়ারও কথা নয়। তাই বিষয়টাকে একেবারেই মনগড়া তত্ত্ব, এমনটাও মনে করছেন অনেকে। কিন্তু এই দোহাই দিয়ে বিষয়টাকে এড়িয়ে যাওয়া যায় না, কারণ নতুন বছর নিয়ে আশংকার আরও একটা কারণ রয়েছে।
আসলে, এই WTF তত্ত্ব সম্প্রতি ২০২০ সালে দেখা গিয়েছিল। বিগত দশকে এই সালকে সবথেকে ভয়ঙ্কর বছর বলাই যায়। কারণটা অবশ্যই কোভিড! অতিমারির ভয় এখনও কাটেনি। তাই স্রেফ বছরের শুরুর দিন এক হওয়াতেই আতঙ্কে ভুগছেন অনেকে। মনে করছেন, ২০২৫-এও এমনই ভয়ঙ্কর কিছু হতে পারে। জোর দিয়ে বলা যায় না, কিচ্ছু হবে না, আবার এই নিয়ে আতঙ্কে ভোগাও অপ্রাসঙ্গিক। অন্যান্য বছরের মতো স্বাভাবিক ভাবেই নতুন বছরকে স্বাগত জানাতে হবে। ইতিবাচক ভাবনা মনে থাকলে সব বাধা পেরিয়ে আসা যায়। ঠিক যেভাবে ২০২০ পেরিয়ে নতুন ভোর দেখেছে গোটা বিশ্ব, সেইভাবেই আগামী দিনগুলো কাটবে এই আশা মনে থাকা চাই। তবে সুস্থ সুন্দর জীবনে এগোনো সম্ভব হবে।