দুটি মাত্র শিঙাড়া। কিন্তু দাম দেখে চোখ চড়কগাছ হওয়ার জোগাড়। আর সেই বিল দেখেই খোদ প্রধানমন্ত্রী মোদির দিকে কটাক্ষ ছুঁড়লেন ক্রেতা। ‘আচ্ছে দিন’-এর প্রসঙ্গ টেনে তোপ দেগেছেন তিনি। শুনে নেওয়া যাক।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরের পছন্দের স্লোগান ছিল, আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়। অর্থাৎ, মানুষের দুঃখ দুর্দশা অভাব সব ঘুচে যাবে, এমন এক স্বপ্নের দিনের প্রতিশ্রুতি মিলেছিল রাজনৈতিক নেতাদের তরফে। তার এতগুলো বছর পরে, ওই স্লোগানের অনুষঙ্গ তুলেই আক্রমণ শানালেন দেশের এক সাংবাদিক। মুম্বাই বিমানবন্দরে খাবারের বাড়াবাড়ি রকমের দাম দেখেই টুইটে দেশের শাসক দলকে কটাক্ষ করেছেন তিনি।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: নতুন বছরেও বিপর্যয়! ২০২৩ নিয়ে কী কথা শুনিয়ে গিয়েছিলেন বাবা ভাঙ্গা?
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে খাওয়া খাবারের একটি বিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ফারাহ খান। নেটদুনিয়ায় নিজেকে সাংবাদিক বলেই পরিচয় দিয়েছেন তিনি। বিলে দেখা যাচ্ছে, দুটি শিঙাড়া, এক কাপ চা আর একটি জলের বোতল কেনা হয়েছিল। শিঙাড়া দুটির দাম ২৬০ টাকা এবং এক কাপ চায়ের দাম ১৬০ টাকা। এমনকি মাত্র ৫০০ মিলিলিটারের জলের বোতলটির দামও ৭০ টাকা। বলাই বাহুল্য, প্রতিটি জিনিসের দামই সাধারণ বাজারের তুলনায় অনেকটা বেশি। আর সেই অতিরিক্ত মূল্যের দিকে ইঙ্গিত করেই ওই সাংবাদিকের বক্তব্য, খুব ভাল দিন এসে গিয়েছে। শুধু তাই নয়, ওই পোস্টে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘বিকাশ’। অর্থাৎ কেন্দ্রের প্রচারে যে ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগানটি ব্যবহার করা হয়, সেদিকেই ব্যঙ্গের তির ছুঁড়েছেন ওই সাংবাদিক।
আরও শুনুন: Samosa: বাঙালির অতি প্রিয় শিঙাড়া নাকি আদতে ‘ভারতীয়’ই নয়!
যদিও ওই পোস্টের প্রেক্ষিতে কার্যত দুই দলে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। এক দলের দাবি, বর্তমানের বেড়ে চলা বাজারদরের খোঁজই রাখেন না ওই সাংবাদিক। স্রেফ শাসক দলের বদনাম করাই তাঁর উদ্দেশ্য। আরেক দলের বক্তব্য, যতই দাম বাড়ুক না কেন, একটি শিঙাড়ার দাম সাধারণ বাজারের চেয়ে প্রায় ৯ গুণ বেশি নেওয়া কি সংগত? সব মিলিয়ে, ওই পোস্ট ঘিরে আক্ষরিক অর্থেই চায়ের কাপে তুফান তুলেছেন নেটিজেনরা।