গণবিবাহ অনুষ্ঠানের কথা শোনা যায় প্রায়শই। কিন্তু গণবিচ্ছেদের অনুষ্ঠান? হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। যেখানে একসঙ্গে নিজেদের বিবাহবিচ্ছেদ উদযাপন করেছেন ১৮ জন পুরুষ। আসুন, শুনে নেওয়া যাক সেই ঘটনার কথা।
‘লাভ আজ কাল’ সিনেমায় প্রেম ভেঙে যাওয়ার পরে ব্রেক আপ পার্টির আয়োজন করেছিল যুগলে। এও যেন তেমনই এক আশ্চর্য কাণ্ড। যেখানে একজন দুজন নয়, একসঙ্গে ১৮ জন পুরুষ হাজির হয়েছেন একই মণ্ডপে। তবে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে নয়। উলটে বিবাহবন্ধন থেকে মুক্তি পাওয়ার আনন্দ উদযাপন করতেই ওই মণ্ডপের আয়োজন। গণবিবাহের বদলে এ যেন গণবিচ্ছেদের উৎসব। অনুষ্ঠানের আগে বিয়ের মতোই আমন্ত্রণপত্র ছাপিয়ে রীতিমতো আনুষ্ঠানিক কায়দায় নিমন্ত্রণ করা হয়েছে অতিথিদের। আর এমন আশ্চর্য কাণ্ডকারখানার আয়োজন করেই সকলকে চমকে দিয়েছে মধ্যপ্রদেশের ভোপালের এক এনজিও।
আরও শুনুন: একটি লাড্ডুর দাম ২৪ লক্ষ টাকা! গণেশ পুজোর ‘বিরল’ প্রসাদ ঘিরে শোরগোল হায়দরাবাদে
কী ঘটেছে ঠিক?
ভোপালের ওই সংস্থার সূত্রে জানা গিয়েছে, ওই ১৮ জন পুরুষই বিবাহবিচ্ছিন্ন। তবে পারস্পরিক সম্মতিতে, সহজ পথে সেই বিচ্ছেদ আসেনি। দীর্ঘদিন ধরে আইনি পথে লড়াই চালিয়ে অবশেষে অনাকাঙ্ক্ষিত বাঁধন থেকে মুক্তি পেয়েছেন তাঁরা। এঁদের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন, যাঁর বিবাহিত জীবন মাত্র এক দিনের। আবার এমনও কেউ ছিলেন, যিনি ৩০ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ চেয়েছেন। এঁদের সকলের হয়েই মামলা চালিয়েছিল ওই এনজিও-টি। গত আড়াই বছর ধরে চলেছে সেই আইনি যুদ্ধ। সংস্থাটির দাবি, মামলা লড়তে লড়তে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তিরা। আদালতের লড়াই চালিয়ে যাওয়া এবং বিপুল টাকা খোরপোশ মেটানোর ফলে অনেকখানিই বিপর্যস্ত তাঁরা। এই পরিস্থিতিতে তাঁদের মনোবল বাড়াতেই এহেন উদ্যোগ নিয়েছে এনজিও-টি, এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা।
আরও শুনুন: অতিরিক্ত সুন্দরী তাই আটক করেছে পুলিশ, অদ্ভুত দাবী মহিলার
এই উদযাপন নিয়ে মহিলা কমিশনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তার জবাব মেলেনি। তবে অন্যরা কী ভাবছে, তা নিয়ে আদৌ ভাবিত নয় অনুষ্ঠানের আয়োজক সংস্থা। এহেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই বিবাহবিচ্ছিন্ন পুরুষদের পাশে থাকার বার্তা দিতে চায় তারা, এমনটাই জানিয়েছে ওই এনজিও-টি।